শুক্রবার, মে 23, 2025

ট্রাম্পের নিরাপত্তায় দেশে ফিরছেন সজীব ওয়াজেদ জয় দাবিটি মিথ্যা

সম্প্রতি, ট্রাম্পের নিরাপত্তায় দেশে ফিরছেন সজীব ওয়াজেদ জয় শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ)

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ট্রাম্পের নিরাপত্তায় দেশে ফিরছেন সজীব ওয়াজেদ জয় শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, ‍যমুনা টিভির গত আগস্টের একটি ভিডিও প্রতিবেদনের সাথে ২০১৮ সালের জয়ের পুরোনো ভিডিওসহ আরও ভিন্ন ভিন্ন ঘটনার ভিডিও ক্লিপ যুক্ত করে আলোচিত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে শুরুতেই একটি ভিডিও প্রতিবেদনের ক্লিপ দেখানো হয়। সেখানে বলতে শোনা যায়, “রাজনীতেতে যোগদানের জন্য প্রস্তুত পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। বলেন, আয়ামী লীগ এবং নেতাকর্মীদের বাঁচাতে যেকোনো কিছু করতে প্রস্তুত তিনি।”এই ভিডিও প্রতিবেদনের সাথে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বাংলাদেশের পতাকা হাতে বিক্ষোভ বা সমাবেশের একটি ভিডিও ক্লিপ দেখানো হয়। এই ভিডিও ক্লিপের পরই সজীব ওয়াজেদ জয়ের ভিডিও ক্লিপটি দেখানো হয়। এরপর ভিডিও উপস্থাপক রয়টার্সের বরাতে ট্রাম্পের সাথে সজীব ওয়াজেদ জয় সাক্ষাৎ করেছেন দাবি করেন।

অনুসন্ধানে ‘Jamuna TV’ এর ইউটিউব চ্যানেলে গত ০৯ আগস্ট ‘রাজনীতিতে যোগদানের জন্য প্রস্তুত জয় | Joy | Sheikh Hasina | Jamuna TV’ শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিও প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়।

Comparison: Rumor Scanner

ভিডিওটিতে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের বরাতে বলা হয়, রাজনীতিতে যোগদানের (বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে দল ও দলের কর্মীদের বাঁচাতে) জন্য প্রস্তুত পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

পরবর্তীতে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ওয়েবসাটে গত ০৯ আগস্ট ‘Ready to join politics, I’m already at forefront: Hasina’s son’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, যমুনার টিভির ভিডিও প্রতিবেদন এবং সেই ভিডিও প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের সাথে সম্প্রতি ট্রাম্পের নিরাপত্তায় দেশে ফিরছেন সজীব ওয়াজেদ জয় এমন কোনো তথ্যের উল্লেখ ছিলনা। 

এছাড়া, যমুনা টিভির ভিডিও প্রতিবেদনটিতে জয়ের ভিডিও ক্লিপসহ অন্য ভিডিও ক্লিপগুলো পাওয়া যায়নি। অথাৎ, যমুনা টিভির এই প্রতিবেদনের সাথে ভিন্ন ভিন্ন ভিডিও ক্লিপ ‍যুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

পরবর্তীতে সজীব ওয়াজেদ জয়ের ভিডিও ক্লিপটির কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় সংবাদমাধ্যম ‘WION’ এর ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ‘Sajeeb Wazed: We will come back to power in Bangladesh’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ভিডিও প্রতিবেদনের একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত সজীব ওয়াজেদ জয় এর ভিডিও ক্লিপটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ভিডিওর ০০:২৬ সেকেন্ড পর থেকে একটি নির্দিষ্ট অংশের সাথে মিল খুঁজে পাওয়া যায়।

Comparison: Rumor Scanner

ভিডিওতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন সজীব ওয়াজেদ জয়।

অর্থাৎ, সজীব ওয়াজেদ জয়ের এই ভিডিওর সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।

সুতরাং, ‍ট্রাম্পের নিরাপত্তায় দেশে ফিরছেন সজীব ওয়াজেদ জয় শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img