পুরোনো ভিডিওকে ফ্রান্সের সাম্প্রতিক দাঙ্গায় পুলিশের আত্মসমর্পণের ভিডিও দাবিতে প্রচার

সম্প্রতি, পুলিশের হ্যান্ডকাপ মাটিতে ফেলে দেওয়ার একটি ভিডিওকে ফ্রান্সের চলমান দাঙ্গায় পুলিশের আত্মসমর্পণের ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে।

টিকটকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ) এবং এখানে(আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোচ্য ভিডিওটি ফ্রান্সের চলমান দাঙ্গার ঘটনায় পুলিশের আত্মসমর্পণের ভিডিও নয় বরং এটি ২০২০ সালে ফ্রান্স পুলিশের প্রতিবাদ সমাবেশ থেকে ধারণকৃত ভিডিও।

কি ওয়ার্ড সার্চের মাধ্যমে আলোচ্য ভিডিওটি ২০২০ সালের ১২ জুন আপলোডকৃত Clement Lanot নামক এক ফরাসি সাংবাদিকের টুইটার অ্যাকাউন্টে খুঁজে পাওয়া যায়।

টুইটের ক্যাপশনের বাংলা অনুবাদ থেকে জানা যায়, “ববিগনি পুলিশ সদর দফতরের সামনে মাটিতে ফেলে দেওয়া হাতকড়া। ক্ষুব্ধ পুলিশ বিশ্বাস করে যে কাস্টানারের ঘোষণা অনুসরণ করে সঠিকভাবে গ্রেপ্তার করার উপায় তাদের আর রইলো না।”

Source: Clement Lanot

উক্ত টুইটের সূত্র ধরে অনুসন্ধানে জানা যায়, ফ্রান্সের তৎকালীন মিনিস্টার অব ইন্টেরিয়র Christophe Castaner আসামি গ্রেফতারের ক্ষেত্রে বেশকিছু নতুন নিয়মের ঘোষণা দেন। পুলিশের বর্ণবাদী আচরণ রোধের উদ্দেশ্যেই নতুন এ নিয়মের সংযোজন ঘটান তিনি। 

Source: la nouvelle Republique.fr

মূলত, তার এ সিদ্ধান্তের প্রতিবাদেই ফ্রান্সের পুলিশ নিজেদের হাতকড়া মাটিতে ফেলে দিয়ে প্রতিবাদ জানায়।

পাশাপাশি, কি ওয়ার্ড সার্চের মাধ্যমে আলোচ্য ভিডিওটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম Time এর ওয়েবসাইটে ২০২০ সালের ১২ জুন প্রকাশিত “French Police Throw Handcuffs on Ground in Protest of Ban on Chokehold” শীর্ষক একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালের ১১ জুন নিজেদের উপর বর্ণবাদী আচরণের অভিযোগ আনা এবং ইন্টেরিয়র মিনিস্টার Christophe Castaner গ্রেফতার সংক্রান্ত নতুন নিয়ম ঘোষণার প্রতিবাদে ফ্রান্সের পুলিশ প্রতিবাদ সমাবেশ করেছে। সেই প্রতিবাদের অংশ হিসেবেই তারা নিজেদের হ্যান্ডকাফ মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। 

Source: Time

প্রসঙ্গত, সম্প্রতি প্যারিসের নানতের উপশহর এলাকায় পুলিশের গুলিতে অপ্রাপ্তবয়স্ক এক তরুণের মৃত্যুর ঘটনায় ফ্রান্সে বিক্ষোভ দানা বাঁধতে শুরু করে। অচিরেই ফ্রান্সের বিভিন্ন শহরে সে বিক্ষোভ দাঙ্গার রূপ নেয়। ফ্রান্সে চলমান এই বিক্ষোভ ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে। 

মূলত, ২০২০ সালের জুন মাসে ফ্রান্সের মিনিস্টার অব ইন্টেরিয়র Christophe Castaner পুলিশের বর্ণবাদী আচরণ রোধ করতে গ্রেফতারের পদ্ধতিতে বেশকিছু নতুন নিয়ম সংযোজনের ঘোষণা দেন। তার এই ঘোষণার প্রতিবাদে মাটিতে হাতকড়া ছুঁড়ে ফেলে ফ্রান্সের পুলিশ প্রতিবাদ জানায়। উক্ত প্রতিবাদ সমাবেশের সময় ধারণকৃত একটি ভিডিওকে ফ্রান্সের সাম্প্রতিক দাঙ্গার ঘটনায় পুলিশের আত্মসমর্পণের ভিডিও দাবিতে টিকটকে প্রচারিত হচ্ছে।

উল্লেখ্য, পূর্বেও পুরোনো ছবিকে গণমাধ্যমে ফ্রান্সের সাম্প্রতিক সহিংসতার দাবিতে প্রচার করা হলে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, ২০২০ সালে ফ্রেঞ্চ পুলিশের প্রতিবাদ সমাবেশে ধারণকৃত হ্যান্ডকাফ মাটিতে ফেলে দেওয়ার একটি ভিডিওকে ফ্রান্সের সাম্প্রতিক দাঙ্গায় পুলিশের আত্মসমর্পণের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ন মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img