গত জুনে ফ্রান্সে পুলিশের গুলিতে এক যুবক নিহত হওয়ার ঘটনায় সৃষ্ট বিক্ষোভ ও সহিংসতার ঘটনার খবরে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে একটি ছবি ব্যবহার করা হয়েছে।
উক্ত ছবি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে সমকাল, সংবাদ প্রকাশ, ঢাকা মেইল, বাংলাভিশন, এবিনিউজ২৪।
উক্ত ছবি ব্যবহার করে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং প্যারিসের এই ছবিটি অন্তত পাঁচ বছরের পুরোনো এবং ভিন্ন ঘটনার।
এ বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ করে ব্রিটিশ সংবাদমাধ্যম The Telegraph এর ওয়েবসাইটে ২০১৮ সালের ৭ ডিসেম্বর “Paris braces for ‘ultra-violent’ riots as moderate ‘yellow veste’ urge protesters to stay away” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
ছবিটির ক্যাপশনে বলা হয়, প্যারিসে পহেলা ডিসেম্বর দাঙ্গার সমতুল্য সহিংসতার দৃশ্য এটি।
ছবিটির সূত্র হিসেবে Etienne De Malglaive/Getty Images উল্লেখ করা ছিল।
পরবর্তীতে ছবি শেয়ারিং এবং স্টোরেজ সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান Getty Images এর ওয়েবসাইটে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
সেখানে বলা হয়, ফ্রান্সের প্যারিসে ২০১৮ সালের ০১ ডিসেম্বর তোলা ছবি এটি।
অর্থাৎ, ছবিটি প্যারিসের সাম্প্রতিক সময়ে হওয়া বিক্ষোভের নয়।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত আলোচিত ছবিটির ক্যাপশনে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। ফলে সাম্প্রতিক ঘটনার সংবাদে ছবিটি ব্যবহার করায় স্বাভাবিকভাবেই প্রতীয়মান হয় যে ছবিটি সাম্প্রতিক ঘটনার। এতে করে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়া অমূলক নয়।
মূলত, গত জুন মাসে ফ্রান্সে পুলিশের গুলিতে এক যুবক নিহত হয়। এই ঘটনার পর বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে দেশটিতে। সেই ঘটনার খবর জানিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে একটি ছবি ব্যবহার করা হয়েছে, যার বিষয়ে অনুসন্ধান করে জানা যায়, ছবিটি সে সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০১৮ সালে প্যারিসের এক ভিন্ন ঘটনার ছবি এটি। গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনে আলোচিত ছবিটির ক্যাপশনে ছবিটির বিষয়ে কোনো তথ্য উল্লেখ না থাকায় ছবিটি সাম্প্রতিক সময়ের বলে প্রতীয়মান হয়, যা বিভ্রান্তির জন্ম দিয়েছে।
সুতরাং, ফ্রান্সে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অন্তত সাড়ে চার বছর পূর্বের ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- The Telegraph: “Paris braces for ‘ultra-violent’ riots as moderate ‘yellow veste’ urge protesters to stay away“
- Getty Images Website
- Rumor Scanner’s Own Analysis