শুক্রবার, সেপ্টেম্বর 22, 2023
spot_img

যোগী আদিত্যনাথের কাছে মুসলিম নারীর অভিযোগের ভিত্তিহীন দাবিতে পুরানো ছবি প্রচার

সম্প্রতি, এক মুসলিম নারী তার স্বামীর চার বিয়ের প্রতিবাদ করায় স্বামী কর্তৃক তালাকের শিকার হয়ে ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথের কাছে বিচার চাইতে এসেছেন দাবি করে একটি ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে মুসলিম নারীর তালাক বিষয়ে অভিযোগের দাবিটি সঠিক নয় এবং ভাইরাল ছবিটিও সাম্প্রতিক সময়ের নয় বরং ছবিটি যোগী আদিত্য নাথের বাসভবনে ২০২২ সালে জনসাধারণের সাথে জনতা দর্শনের সময় তোলা। সেখানে যোগী আদিত্য নাথ একাধিক ব্যক্তির সমস্যা শুনলেও কে কী সমস্যা নিয়ে গিয়েছিল তা জানা যায়নি। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথের মিডিয়া অ্যাডভাইজার Mrityunjay Kumar এর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে ২০২২ সালের ১১ মে প্রকাশিত একটি টুইটে উক্ত ছবিটি খুঁজে পাওয়া যায়। সেখানে মুখ্যমন্ত্রীর সাথে উক্ত নারী ছাড়াও অপর এক ব্যক্তির সাথে মুখ্যমন্ত্রীর আলাপরত অবস্থার আরেকটি ছবিও পাওয়া যায়।

ছবিটিতে হিন্দি ভাষার ক্যাপশন দেখা যায়, যার ইংরেজি অনুবাদ করলে দাঁড়ায় ‘Hate them as much as you want, they never discriminate’.তবে সেখানে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

Screenshot: Twitter

উপরোক্ত তথ্যের সূত্র ধরে পরবর্তীতে প্রাসঙ্গিক কিওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অফিসের ভেরিফাইড ফেসবুক পেজে ২০২২ সালের ১১ মে প্রকাশিত একটি পোস্টে একই ছবি খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook

উক্ত ছবির সাথে হিন্দি ভাষার ক্যাপশনে আরও কয়েকটি ছবি পোস্ট করা হয়। ক্যাপশনটি বাংলায় অনুবাদ করে জানা যায়, জনসাধারণের সমস্যা ও অভিযোগ সমাধান করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

Screenshot: Facebook

উক্ত পোস্ট থেকে বোঝা যায়, মুখ্যমন্ত্রী সাধারণ জনগনের সমস্যার কথা শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকেন। সেখানে ওই নারী ছাড়াও আরও কয়েকজন সাহায্যপ্রার্থী উপস্থিত ছিলেন। তবে তাদের সমস্যার ব্যাপারে উক্ত পোস্টে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

বিষয়টি অধিকতর অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম One India এর ওয়েবসাইটে চলতি বছরের ০৬ এপ্রিল ‘সাধারণ মানুষের অভিযোগ মন দিয়ে শুনতে হবে কড়া নির্দেশ যোগীর’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot: One India

প্রতিবেদন থেকে জানা যায়, সাধারণ মানুষের কাছে পৌঁছতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জনতা দর্শন করে থাকেন। সেই জনতা দর্শনে রাজ্যের সাধারণ মানুষ একেবারে সরাসরি তাঁর কাছে তাঁদের অভাব অভিযোগ জানাতে পারেন। সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর সুযোগ মেলে বলে দূরদূরান্ত থেকে মানুষ তাঁর জনতা দর্শন অনুষ্ঠীনে আসেন। সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তাঁকে দাবি দাওয়া অভাব অভিযোগ জানান।

প্রতিবেদনে আরও বলা হয়, মানুষের কাছে পৌঁছতে হবে আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। মানুষের কাছে গিয়ে তাঁদের ভরসার যোগ্য হয়ে উঠতে হবে। জনতা দর্শনের জন্য যাঁরা দূরদূরান্ত থেকে আসছেন তাঁদের অভিযোগ মন দিয়ে শুনে অভিযোগ অনুযায়ী সমস্যার সমাধান দ্রুত করতে হবে। তিনি আধিকারীকদের কড়া নির্দেশ দিয়ে বলেছেন, মানুষের অভাব শুনে সেই মত দ্রুত পদক্ষেপ করতে হবে। এবং তাঁদের সুনিশ্চিত করতে হবে।

পাশাপাশি, উক্ত ক্যাপশন বা ইন্টারনেটে খুঁজে কোথাও ওই ছবিতে প্রদর্শিত নারীর সমস্যার কথা জানা যায়নি।

অর্থাৎ, উপরোক্ত তথ্য উপাত্ত পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, ছবিতে প্রদর্শিত নারীর বিষয়ে প্রচারিত তথ্যটি সঠিক নয়। 

মূলত, সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথের সাথে বোরকা পরিহিত এক নারীর ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে উক্ত নারী তার স্বামীর চার বিয়ের প্রতিবাদ করায় তালাকের শিকার হয়ে স্বামীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে বিচার দিতে এসেছেন। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি প্রথম প্রচারিত হয় ২০২২ সালের ১১ মে মুখ্যমন্ত্রী অফিসের ফেসবুক এবং মুখ্যমন্ত্রীর মিডিয়া অ্যাডভাইজারের টুইটার অ্যাকাউন্টে। যেখানে ওই নারী ছাড়াও আরও কয়েকজন সাহায্যপ্রার্থীর সাথে মুখ্যমন্ত্রীকে কথা বলতে দেখা যায়। তবে সেখানে বা অন্য কোথাও তাদের সমস্যা সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ পাওয়া যায়নি।

উল্লেখ্য, পূর্বেও ধর্মীয় বিষয়কে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করা হলে সেসব ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। 

সুতরাং, ২০২২ সালে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথের সাথে জনতার দর্শনে আসা এক নারীর ছবিকে সাম্প্রতিক সময়ে স্বামীর চার বিয়ের প্রতিবাদ করায় তালাকের শিকার করে বিচার দিতে আসার একটি ভিত্তিহীন দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img