তুরস্কে গত ০৬ ফেব্রুয়ারির ভূমিকম্পের ঘটনায় বাংলাদেশ ও ভারতের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বিধ্বস্ত ভবনের একটি ছবি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশের গণমাধ্যমে উক্ত ছবি ব্যবহার করে প্রতিবেদন দেখুন দৈনিক আমাদের সময়।
আলোচিত ছবিটি ব্যবহার করে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদন দেখুন আনন্দবাজার, ইন্ডিয়া টাইমস, আসাম টাইমস।
একই ছবি ব্যবহার করে কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে এবং এখানে।
আর্কাইভ ভার্সন দেখুন এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তুরস্কের সাম্প্রতিক সময়ের ভূমিকম্পে বহুতল ভবন ধসের দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি ২০২০ সালের ২৪ জানুয়ারি তুরস্কের ভূমিকম্পের সময়কার ছবি।
গত ০৬ ফেব্রুয়ারি দক্ষিণ তুরস্ক এবং উত্তর সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পে অসংখ্য মানুষের মৃত্যুর খবর আসে গণমাধ্যমে। তুরস্কের সাম্প্রতিক এই ভূমিকম্পের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বিধ্বস্ত ভবনের একটি ছবি প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে নিউ ইংল্যান্ড ভিত্তিক সংবাদমাধ্যম ‘The Boston Globe’ এর ওয়েবসাইটে ২০২০ সালের ২৬ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০২০ সালের ২৪ জানুয়ারি তুরস্কে ৬.৮ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে। এই ঘটনায় বিধ্বস্ত হওয়া একটি ভবনের ছবি এটি।
বোস্টন গ্লোব ছবিটির ক্যাপশনে ছবি শেয়ারিং এবং স্টোরেজ সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘Getty Images’ কে ছবিটির সূত্র হিসেবে উল্লেখ করেছে।
পরবর্তীতে গেটি ইমেজেস এর ওয়েবসাইটে একইদিন (২৬ জানুয়ারি) প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, সাম্প্রতিক সময়ে তুরস্কের ভূমিকম্পের দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি তিন বছরেরও বেশি সময়ের পুরনো।
মূলত, ২০২০ সালের ২৪ জানুয়ারি তুরস্কে আঘাত হানে শক্তিশালী এক ভূমিকম্প। এ ঘটনায় একটি বিধ্বস্ত ভবনের ছবিকে সাম্প্রতিক সময়ে (৬ ফেব্রুয়ারি) তুরস্কের ভূমিকম্পে বিধ্বস্ত ভবনের ছবি দাবি করে গণমাধ্যমে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পকে কেন্দ্র করে একাধিক গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, ২০২০ সালে তুরস্কের ভূমিকম্পের একটি ছবিকে সাম্প্রতিক সময়ে তুরস্কের ভূমিকম্পে বিধ্বস্ত ভবনের ছবি দাবি করে গণমাধ্যমে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- The Boston Globe: Turkish teams hunt for quake survivors as death toll hits 38
- Getty Images: At Least 22 Dead After Earthquake In Eastern Turkey