নিউজিল্যান্ডে গত ১৬ মার্চের ভূমিকম্পের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ধ্বংসস্তূপের একটি ছবি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশের গণমাধ্যমে উক্ত ছবি ব্যবহার করে প্রতিবেদন দেখুন সাম্প্রতিক দেশকাল।

একই দাবিতে ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নিউজিল্যান্ডের সাম্প্রতিক সময়ের ভূমিকম্পে ধ্বংসস্তূপের প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি ২০১১ সালে দেশটির ভূমিকম্পের সময়কার ছবি।
এ বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে মার্কিন ভিত্তিক সংবাদমাধ্যম CBS News এর ওয়েবসাইটে ২০১১ সালের ২৬ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে একটি ভূমিকম্প আঘাত হানে। এই ঘটনায় একটি ধ্বংসস্তূপের ছবি এটি।
সিবিএস নিউজ ছবিটির ক্যাপশনে ছবি শেয়ারিং এবং স্টোরেজ সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘Getty Images’ কে ছবিটির সূত্র হিসেবে উল্লেখ করেছে।
পরবর্তীতে গেটি ইমেজেস এর ওয়েবসাইটে একইদিন (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডের ভূমিকম্পের দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি ১৩ বছরেরও বেশি সময়ের পুরোনো।
মূলত, ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে আঘাত হানে শক্তিশালী এক ভূমিকম্প। এ ঘটনায় একটি ধ্বংসস্তূপের ছবিকে সাম্প্রতিক সময়ে (১৬ মার্চ) দেশটিতে ভূমিকম্পে ধ্বংসস্তূপের ছবি দাবি করে গণমাধ্যমে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক ভূমিকম্পকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, ২০১১ সালে নিউজিল্যান্ডে ভূমিকম্পের একটি ছবিকে সাম্প্রতিক সময়ে দেশটির ভূমিকম্পে ধ্বংসস্তূপের ছবি দাবি করে গণমাধ্যমে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Getty Images: 6.3 Magnitude Earthquake Rocks Christchurch
- CBS News: New Zealand earthquake