ঘূর্ণিঝড় ‘মোখা’ দেখতে সমুদ্র সৈকতের তীরে বাংলাদেশের মানুষ দাবিতে পাকিস্তানের ছবি প্রচার

সম্প্রতি, “রাতের বেলাও ঘূর্ণিঝড় মোখা দেখার অপেক্ষায়” শীর্ষক ক্যাপশনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু ছবি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এখানে (আর্কাইভ)এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি সম্প্রতি ঘূর্ণিঝড় মোখা’র প্রভাব দেখতে বাংলাদেশে সমুদ্র সৈকতের তীরে চেয়ারে বসে অপেক্ষারত পর্যটকদের নয় বরং ছবিটি ২০২২ সালে পাকিস্তানের করাচির ফ্রেঞ্চ সমুদ্র সৈকত থেকে তোলা। এক পাকিস্তানি ব্যক্তির ইন্সটাগ্রাম একাউন্টে উক্ত ছবির অস্তিত্ব পাওয়া গেছে।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে পাকিস্তানি ইউটিউবার ‘Huzaifa M Khan’ এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২২ সালের ৩০ জুলাই ‘Ek samandar kinare, kuch yaar purane’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত ছবির সাথে বাংলাদেশে সমুদ্র সৈকতে রাতে ঘূর্ণিঝড় মোখা দেখতে আসা পর্যটকদের ছবি দাবিতে ফেসবুকে প্রচারিত ছবির মিল খুঁজে পাওয়া যায়।

Image Comparison by Rumor Scanner

অনুসন্ধানের মাধ্যমে ‘Huzaifa M Khan’ এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২২ সালের ২৬ জুলাই ‘A dream I’m living in’ শীর্ষক ক্যাপশনে পাকিস্তানের ‘French Beach Karachi’ তে চেক ইন সমেত অপর একটি ইনস্টাগ্রাম পোস্ট পাওয়া যায়।

Screenshot from ‘Instagram’

অর্থাৎ, ঘূর্ণিঝড় মোখা দেখার জন্য সমুদ্র সৈকতে অপেক্ষারত দাবিতে পর্যটকদের ছবিটি পাকিস্তানের করাচির ফ্রেঞ্চ সমুদ্র সৈকত থেকে তোলা।

এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’ আজ বিকেলের মধ্যে বাংলাদেশের কক্সবাজার ও মায়ানমারের উপকূলবর্তী এলাকা দিয়ে অতিক্রম করতে পারে।

Screenshot from Prothom Alo

মূলত, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা’র প্রভাব দেখতে গতকাল ১৩ মে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমান পর্যটকরা। উক্ত ঘটনাকে কেন্দ্র করেই ২০২২ সালে পাকিস্তানের করাচির ফ্রেঞ্চ সমুদ্র সৈকত থেকে তোলা একটি ছবিকে বাংলাদেশের সমুদ্র সৈকতে ঘূর্ণিঝড় মোখা’র প্রভাব দেখার জন্য অপেক্ষারত পর্যটকদের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় মোখা চরম প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কারণে কক্সবাজার সমুদ্র বন্দরে ১০ নম্বর এবং পটুয়াখালীতে ৮ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

প্রসঙ্গত, পূর্বেও বিভিন্ন ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্যকে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকশ করেছে রিউমর স্ক্যানার। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে

সুতরাং, ২০২২ সালে পাকিস্তানের করাচির ফ্রেঞ্চ সমুদ্র সৈকত থেকে তোলা পুরোনো একটি ছবিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সমুদ্র সৈকতে রাতে মোখা দেখতে আসা পর্যটকদের ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

- Advertisment -spot_img
spot_img
spot_img