সম্প্রতি “তান্ডব শুরু করছে ঘূর্ণিঝড় ইয়াস! বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভয়ংকর ঝড়বৃষ্টি শুরু” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ঘূর্ণিঝড় ইয়াস এর তাণ্ডব দাবীতে প্রচারিত ভিডিওটি পুরোনো এবং বাংলাদেশের কোন অঞ্চলের নয়।
২০১৮ সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে শক্তিশালি হারিকেন মাইকেল আঘাত হানে। সে সময়ে হারিকেন মাইকেল এর আঘাতে ফ্লোরিডার পানামা শহরের সৈকত অঞ্চলের ঘড়বাড়ি বিধ্বংসের ভিডিও ফুটেজ সরাসরি ধারণ করা হয়েছিলো যার অস্তিত্ব Tornado Trackers নামক ইউটিউব চ্যানেল এবং CNN এ রয়েছে।
এছাড়াও তৎকালীন সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমে হারিকেন মাইকেল সংক্রান্ত বিভিন্ন সংবাদ ও ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছিলো। The Guardian এর “Hurricane Michael leaves trail of devastation through Florida – in pictures” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।
“Historic and horrendous Hurricane Michael by the numbers” শিরোনামে Washington Post এর প্রতিবেদন দেখুন এখানে।
২০১৮ সালের পানামা সিটি সমুদ্র সৈকত অঞ্চলের ভিডিওটি বর্তমানে ঘূর্ণিঝড় ইয়াস এর ভিডিও দাবীতে প্রচারিত হচ্ছে।
অর্থাৎ, তান্ডব শুরু করেছে ঘূর্ণিঝড় ইয়াস দাবীতে ভাইরাল ভিডিওটি পুরোনো এবং বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: তান্ডব শুরু করছে ঘূর্ণিঝড় ইয়াস! বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভয়ংকর ঝড়বৃষ্টি শুরু
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]