ঘুষের বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে সারজিস আলমের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া

গত ০৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ‘আজ থেকে কোন কাজে ১ পয়সাও ঘুস চাইলে, কানের নিচে বসিয়ে দিবেন। কোন অন্যায়কে বিন্দু মাত্র ছাড় দিবেন না।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ঘুষের বিরুদ্ধে

উক্ত দাবিতে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবংএখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক সারজিস আলম ঘুষের বিরুদ্ধে ফেসবুকে এমন কোনো পোস্ট করেননি বরং সম্পূর্ণ ভিত্তিহীনভাবে সারজিস আলমের নাম ব্যবহার করে আলোচিত তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানের শুরুতে ফেস দ্যা পিপলের ফটোকার্ডটিতে দেখানো Sarjis Alam এর পোস্টের বিষয়ে জানার চেষ্টা করে রিউমর স্ক্যানার। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে আলোচ্য ফেসবুক পোস্ট করা অ্যাকাউন্টটি সারজিস আলমের আসল অ্যাকাউন্ট নয় বলে প্রতীয়মান হয়। অনুসন্ধানে সারজিস আলমের ফেসবুক অ্যাকাউন্টে এমন কোন ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়নি। উক্ত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সারজিস আলম গত ৬ আগস্ট লাইভে এসে তার আর কোনো ফেসবুক অ্যাকাউন্ট না থাকার তথ্য নিশ্চিত করেছেন।

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নামে পরিচালিত একটি ফেইক পেজে একই দাবিতে করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Facebook

সুতরাং, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম  ‘আজ থেকে কোন কাজে ১ পয়সাও ঘুস চাইলে, কানের নিচে বসিয়ে দিবেন। কোন অন্যায়কে বিন্দু মাত্র ছাড় দিবেন না।’  শীর্ষক মন্তব্য করে ফেসবুক পোস্ট করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Asif Mahmud Fake Facebook Page Post
  • Sarjis Alam Original Facebook Account
  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img