শনিবার, ডিসেম্বর 2, 2023
spot_img

আওয়ামী লীগের আজকের শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থগিতের ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচার

সম্প্রতি, ২৮ অক্টোবর চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের উদ্বোধনী অনুষ্ঠানের কারণে ঢাকায় পূর্বঘোষিত শান্তি সমাবেশ স্থগিত এবং সারাদেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতা-কর্মীদের চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের অনুরোধের তথ্য সম্বলিত একটি প্রেস বিজ্ঞপ্তি ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ২৮ অক্টোবর চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের উদ্বোধনী অনুষ্ঠানের কারণে ঢাকায় পূর্বঘোষিত শান্তি সমাবেশ স্থগিত এবং সারাদেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতা-কর্মীদের চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের অনুরোধের তথ্য সম্বলিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আওয়ামী লীগের অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তির আদলে আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে বাংলাদেশ আওয়ামী লীগ- এর প্রেস বিজ্ঞপ্তির আদলে তৈরি আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটি প্রচারের তারিখ হিসেবে ২৭ অক্টোবরের কথা উল্লেখ করা হয়েছে।

দাবিটির সত্যতা যাচাইয়ে প্রেস বিজ্ঞপ্তিতে থাকা লোগো ও তারিখের সূত্র ধরে বাংলাদেশ আওয়ামী লীগ- এর ভেরিফাইড ফেসবুক পেজে গত ২৭ অক্টোবর বা তার আগে পরে উক্ত শিরোনামে বা তথ্য সম্বলিত কোনো প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও প্রাসঙ্গিক নানা কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে,  ২৭ অক্টোবর সকালে বাংলাদেশ আওয়ামী লীগ এর ভেরিফাইড ফেসবুক পেজে ‘আগামীকাল আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিন,মিথ্যাচার-গুজব সন্ত্রাস-জঙ্গিবাদ ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়া’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook

বিজ্ঞপ্তিটি থেকে জানা যায়, আওয়ামী লীগের প্যাড ও স্বাক্ষর জালিয়াতি করে একটি চিহ্নিত মহল জনগণকে বিভ্রান্ত করতে আলোচিত দাবিতে আগামীকাল অনুষ্ঠিতব্য শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থগিতের ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এছাড়াও গুজবের বিরুদ্ধে সকলকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়ে ২৮ অক্টোবর দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য শান্তি ও উন্নয়ন সমাবেশে দলে দলে যোগদানের অনুরোধও জানানো হয়েছে।

পরবর্তীতে, বাংলাদেশ আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া’র ভেরিফাইড ফেসবুক পেজেও গত ২৭ অক্টোবর ‘মিথ্যাচার, গুজব, অপপ্রচার যাদের একমাত্র রাজনৈতিক হাতিয়ার তারা এই বিভ্রান্তি ছড়াচ্ছে। আগামীকাল শনিবার যথাসময়ে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হবে। দলে দলে যোগ দিন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ শীর্ষক শিরোনামে প্রচারিত আরেকটি পোস্ট খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Facebook

উক্ত পোস্টটিতেও আলোচিত দাবিতে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে একই তথ্য জানানো হয়েছে।

অর্থাৎ, আগামীকাল ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়নি।

মূলত, আগামী ২৮ অক্টোবর একই সাথে ঢাকার দুটি গুরুত্বপূর্ণ স্থানে আওয়ামী লীগ ও বিএনপি‘র সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যাকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনাময় পরিস্থিতি বিরাজ করছে। এর পাশাপাশি আগামীকাল দুয়ার খুলতে যাচ্ছে দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গপথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলেরও। যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচিত এসকল ঘটনাকে সামনে রেখে সম্প্রতি ২৮ অক্টোবর চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের উদ্বোধনী অনুষ্ঠানের কারণে ঢাকায় পূর্বঘোষিত শান্তি সমাবেশ স্থগিত এবং সারাদেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতা-কর্মীদের চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের অনুরোধের তথ্য সম্বলিত আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তির আদলে তৈরি একটি প্রেস বিজ্ঞপ্তি ফেসবুকে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, উক্ত দাবিতে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি আসলে ভুয়া। আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য বাংলাদেশ আওয়ামী লীগ-এর শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়নি।

সুতরাং, ২৮ অক্টোবর চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের উদ্বোধনী অনুষ্ঠানের কারণে ঢাকায় পূর্বঘোষিত শান্তি সমাবেশ স্থগিত এবং সারাদেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতা-কর্মীদের চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের অনুরোধের তথ্য সম্বলিত একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বানোয়াট ও ভুয়া।

তথ্যসূত্র

  • Bangladesh Awami League Facebook Page: Press Release
  • Barrister Biplab Barua Facebook Page: Post
RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img