২০১৩ সালের রুমিন ফারহানা দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড 

রুমিন ফারহানা ২০১৩ সালে যখন ছাত্রী ছিলেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

যা দাবি করা হচ্ছে

প্রচারিত ভিডিওটিতে ডান পাশে রুমিন ফারহানার বর্তমান সময়ের একটি ভিডিও’র সাথে বাম পাশে সমুদ্র সৈকতে বিকিনি পরিহিত এক নারীর অপর একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, বিএনপি নেত্রী রুমিন ফারহানা ২০১৩ সালে যখন ছাত্রী ছিলেন তখনকার ভিডিও এটি।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ২০১৩ সালের রুমিন ফারহানা দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত নারীটি বিএনপি নেত্রী রুমিন ফারহানা নয় বরং আলেক্সা ব্রুক রিভেরা নামের এক আমেরিকান মডেল এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের একটি ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে মুখমণ্ডল পরিবর্তন করে উক্ত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে lexibrookerivera নামের একটি ভেরিফাইড ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ২০২২ সালের ০৭ মার্চ প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Instagram 

এই ভিডিওটির সাথে রুমিন ফারহানার ২০১৩ সালে তিনি যখন ছাত্রী ছিলেন দাবিতে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

ভিডিও দুটিতে নারীর পোশাক, ব্যাকগ্রাউন্ড, চুল এবং অঙ্গভঙ্গি সহ সবকিছুর হুবহু মিল পাওয়া যায়। তবে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আলেক্সার মূল ভিডিওটি বিকৃত করে তার মুখমণ্ডল সরিয়ে রুমিন ফারহানার মুখমণ্ডলের অবয়ব বসানো হয়েছে।

এছাড়াও পরবর্তীতে  আলেক্সা ব্রুক রিভেরার ভেরিফাইড ফেসবুক পেজে গত ১৪ মার্চ প্রকাশিত রিলে একই ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook

অর্থাৎ, বিএনপি নেত্রী রুমিন ফারহানার ২০১৩ সালের ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটি মূলত আমেরিকান মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আলেক্সা ব্রুক রিভেরার।

মূলত, ফেসবুকে প্রচারিত একটি ভিডিওতে ডান পাশে রুমিন ফারহানার বর্তমান সময়ের একটি ছবির সাথে বাম পাশে সমুদ্র সৈকতে বিকিনি পরিহিত এক নারীর অপর একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়, রুমিন ফারহানা ২০১৩ সালে যখন ছাত্রী ছিলেন তখনকার ভিডিও এটি। তবে অনুসন্ধানে দেখা যায়,  আলোচিত ভিডিওটি আমেরিকান মডেল এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আলেক্সা ব্রুক রিভেরার। প্রকৃতপক্ষে আলেক্সার ভেরিফাইড ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে প্রচারিত ভিডিওটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে ভিডিওতে আলেক্সার মুখমণ্ডলের স্থানে বিএনপি নেত্রী রুমিন ফারহানার মুখমণ্ডলের অবয়ব বসিয়ে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, পূর্বেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি এডিটেড ভিডিও শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে। 

সুতরাং, ২০১৩ সালের রুমিন ফারহানা দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি রুমিন ফারহানার নয় এবং ভিডিওটি সম্পূর্ণ এডিটেড বা বিকৃত।

তথ্যসূত্র

  • lexibrookerivera verified Instagram account: post
  • Lexi Rivera: post
  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img