প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম বিকৃত করে প্রচার

সম্প্রতি, গণমাধ্যমের ওয়েবসাইটের আদলে ‘জামায়াতের রাজনীতিতে কোনো বাধা দেওয়া হবে না: প্রধানমন্ত্রী‘ শীর্ষক শিরোনাম সম্বলিত একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘জামায়াতের রাজনীতিতে কোনো বাধা দেওয়া হবে না: প্রধানমন্ত্রী’ শীর্ষক দাবিতে প্রচারিত স্ক্রিনশটটি এডিটেড। মূলত প্রধানমন্ত্রীর বক্তব্যে জামায়াত এবং বিএনপি উভয় দলের কথাই উল্লেখ ছিল। বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ২৪ এর ওয়েবসাইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে ‘বিএনপি-জামায়াতের রাজনীতিতে কোনো বাধা দেওয়া হবে না: প্রধানমন্ত্রী’ শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের শিরোনাম বিকৃত করে উক্ত স্ক্রিনশটটি তৈরী করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে কি ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম NEWS24 এর অনলাইন সংস্করণে গত ২০ জুলাই ‘বিএনপি-জামায়াতের রাজনীতিতে কোনো বাধা দেওয়া হবে না: প্রধানমন্ত্রী’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: NEWS24

প্রতিবেদনে বলা হয়, ‘বিএনপি ও জামায়াতের রাজনীতিতে কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে অতীতের মতো কোনো ধ্বংস ও সন্ত্রাস করতে গেলে ধরে ধরে কঠোর সাজা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন তিনি।’

রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, নিউজ টোয়েন্টিফোর এর শিরোনামে উল্লেখিত প্রধানমন্ত্রীর এই বক্তব্য থেকে ‘বিএনপি’ অংশটুকু বাদ দিয়ে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।

Image Comparison by Rumor Scanner 

অর্থাৎ, নিউজ২৪ এর হেডলাইনটি বিকৃত করে উক্ত স্ক্রিনশটটি তৈরী করা হয়েছে।

পাশাপাশি একই বিষয়ে মূলধারার সংবাদমাধ্যম গণমাধ্যম বা আওয়ামী লীগ সংশ্লিষ্ট সূত্রেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুধুমাত্র জামায়াতকে নিয়ে এরূপ মন্তব্যের বিষয়ে উল্লেখ পাওয়া যায়নি বরং সেসব সূত্রগুলোতে বিএনপির কথাটিও উল্লেখ ছিল।

এমন কিছু প্রতিবেদন দেখুন-

  • ভয়েস অফ আমেরিকা বাংলা

বিএনপি-জামায়াত ধ্বংসাত্মক কর্মকাণ্ড করলে ছাড় দেওয়া হবে না—প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • ডেইলি স্টার

বিএনপি-জামায়াত জনগণের কোনো ক্ষতি করলে রেহাই পাবে না: প্রধানমন্ত্রী

  • একাত্তর টিভি

কর্মসূচিতে বাধা নেই, সন্ত্রাস করলে কঠোর সাজা: প্রধানমন্ত্রী

  • কালের কণ্ঠ

রাজনীতিতে বাধা দিচ্ছি না রেলে আগুন দিলে ছাড় নয়

  • আমাদের সময়

বিএনপি জামায়াতের রাজনীতিতে বাধা দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

মূলত, দেশের মূলধারার গণমাধ্যম NEWS24 এর অনলাইন সংস্করণে গত ২০ জুলাই ‘বিএনপি-জামায়াতের রাজনীতিতে কোনো বাধা দেওয়া হবে না: প্রধানমন্ত্রী’ শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে উক্ত প্রতিবেদনের শিরোনামটিকে বিকৃত করে ‘জামায়াতের রাজনীতিতে কোনো বাধা দেওয়া হবে না: প্রধানমন্ত্রী’ শীর্ষক শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উল্লেখ্য, পূর্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে  ভুল তথ্য প্রচার করা হলে সেসময় বিষয়গুলো নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কয়েকটি প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

সুতরাং, জামায়াতকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য দাবিতে ফেসবুকে প্রচারিত এই স্ক্রিনশটটি এডিটেড।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img