সম্প্রতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের বিয়ের ভিডিও দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি সারজিস আলমের বিয়ের ভিডিও নয় বরং, ভিডিওটি তাসমিয়া তাবাসসুম মম এবং রাগিব নূর নামের এক দম্পতির বিয়ের।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Momottm নামের একটি ফেসবুক পেজে গত ১৫ আগস্ট “Sarjis Alam’s wedding: Clearing the misconceptions.” শীর্ষক শিরোনামে একটি ভিডিও বার্তা খুঁজে পাওয়া যায়।
ভিডিওটিতে মম নামের ওই নারী দাবি করেন, আলোচিত ভিডিওটিতে দেখতে পাওয়া নারীটি তিনি কিন্তু ছেলেটি সারজিস আলম নয়। মূলত ভিডিওটি তার বিয়ের সময় তার বন্ধুরা ধারণ করেন।
পরবর্তীতে তার টিকটক আইডি থেকে প্রাপ্ত তার পুরো নাম (Tasmia Tabassum Momo) এর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মম এর ফেসবুক আইডির সন্ধান পাওয়া যায়। তার ফেসবুক আইডি পর্যালোচনার মাধ্যমে ২০২২ সালের ২৯ আগস্ট করা তার একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। যেখানে তিনি রাগিব নূর নামের ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সংবাদ জানান। এছাড়াও পোস্টটিতে তাদের বিয়ের কয়েকটি ছবিও পাওয়া যায়। উক্ত ছবিগুলোতে মম এবং তার স্বামী রাগিবের পরিহিত পোশাকের সাথে আলোচিত ভিডিওতে বর ও কনের পরিহিত পোশাকের হুবহু মিল পাওয়া যায়।
অর্থাৎ, রাগিব-মম দম্পতির বিয়ের পুরোনো ভিডিওকে সারজিস আলমের বিয়ের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে।
সুতরাং, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের বিয়ের ভিডিও দাবিতে ভিন্ন দম্পতির বিয়ের ভিডিও প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Momottm Facebook Page: “Sarjis Alam’s wedding: Clearing the misconceptions.”
- Tasmia Tabassum Momo Facebook Account Post
- Rumor Scanner’s Own Analysis