শিক্ষার্থী নয়, শ্যামলীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মারা গিয়েছেন

গতকাল (১১ আগস্ট) রাজধানীর শ্যামলীতে ট্রাক চাপায় ট্রাফিকের দায়িত্ব পালন করা এক শিক্ষার্থী মারা গিয়েছেন দাবিতে একটি তথ্য গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

গণমাধ্যমে প্রচারিত সংবাদ দেখুন; বৈশাখী টিভি, আজকের দর্পণ

শ্যামলীতে ট্রাক চাপায়

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাজধানীর শ্যামলীতে ট্রাক চাপায় মৃত্যুবরণকারী ব্যক্তি ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থী নন বরং তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেল আরোহী ছিলেন।

এ বিষয়ে গতকাল ১১ আগস্ট Md Baezid Bustami নামক একটি ফেসবুক অ্যাকাউন্টের পোস্ট (আর্কাইভ) রিউমর স্ক্যানার টিমের নজরে আসে।

পোস্টকারী জানান, “শ্যামলীতে ট্রাক চাপায় নিহত হয়েছে আমার খালাতো ভাইয়ের বন্ধু। উনি বাইক রাইডার ছিলেন। এক্সিডেন্ট মূলত বাইক আর ট্রাকের সাথেই হয়েছে। আমি নিজে গিয়ে লাশ গাড়িতে উঠিয়ে বাসায় পাঠিয়ে দিলাম। এখানে ট্রাফিক ছাত্র বলে সবাই চালিয়ে দিচ্ছে আর কপি পোষ্ট হচ্ছে।”

পরবর্তীতে কি-ওয়ার্ড অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে গত ১০ আগস্ট “শ্যামলীতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত” শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন। তিনি ভাড়ার মোটরসাইকেল চালাতেন। উক্ত যুবকের নাম মোহন শেখ (২৫)। তার গ্রামের বাড়ি জামালপুর সদরে। তিনি ঢাকায় তুরাগ থানা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

শ্যামলীতে ট্রাক চাপায় ট্রাফিকের দায়িত্ব পালন করা এক শিক্ষার্থী মারা যাওয়ার দাবির প্রেক্ষিতে গণমাধ্যমটি জানায়, খোঁজখবর নিয়ে শ্যামলী এলাকায় তারা কোনো শিক্ষার্থীর মৃত্যুর খবরের তথ্য পান নি।

একই দিনে জাতীয় দৈনিক আজকের পত্রিকা এর ওয়েবসাইটে “শ্যামলীতে ট্রাকচাপায় যুবক নিহত” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

সুতরাং, গতকাল ১১ আগস্ট রাজধানীর শ্যামলীতে ট্রাক চাপায় নিহত ব্যক্তি ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থী ছিলেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img