সম্প্রতি, ‘আমি চাইলেই ক্ষমতা উল্টে দিতে পারি!, হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানানো হবে’ শীর্ষক থাম্বনেইলে এবং ‘বেশি কথা বললে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব – জানালেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন’ শীর্ষক ক্যাপশনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের মন্তব্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিতি ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে ক্ষমতা উল্টিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আবারো প্রধানমন্ত্রী বানানো সংক্রান্ত কোনো মন্তব্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন করেননি বরং, অধিক ভিউ পাওয়ার আশায় চটকদার থাম্বনেইল এবং শিরোনাম ব্যবহার করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওটিতে কোথাও আমি চাইলে ক্ষমতা উল্টিয়ে দিতে পার, হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাবো হবে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো শীর্ষক মন্তব্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন করেছেন এমন দাবি সম্পর্কিত কোনো সংবাদ বা সূত্র উপস্থাপন করা হয়নি। এমনকি ভিডিওটিতে আলোচিত দাবির সাথে প্রাসঙ্গিক কোনো তথ্যেরও উল্লেখ পাওয়া যায়নি। অর্থাৎ ভিডিওটি’র থাম্বনেইলে প্রচারিত দাবিটির সাথে বিস্তারিত অংশের অসামঞ্জস্যতা রয়েছে। ০৮ মিনিট ৬ সেকেন্ডের ভিডিওটিতে বিস্তারিত অংশে তিনটি ভিন্ন ভিন্ন সংবাদ উপস্থাপন করা হয়েছে।
সংবাদ যাচাই ০১
এখানে বলা হয়, “১ মাসের মধ্যে সরকারবিরোধী আন্দোলনে নামবে আওয়ামী লীগ। আগামী এক মাসের মধ্যে রাজপথে নামতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দলটি আন্দোলন শুরু করতেই রাজপথে নামবে। দলটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল শুক্রবার ভয়েস অব আমেরিকাকে এ তথ্য জানিয়েছেন।……”
এই বিষয়ে যে সংবাদ বলা হয় তার প্রায় সমজাতীয় একটি সংবাদ গত ২৬ অক্টোবর রাইজিংবিডি.কম এর ওয়েবসাইটে ‘১ মাসের মধ্যে সরকারবিরোধী আন্দোলনে নামবে আওয়ামী লীগ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত হয়েছিল।
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, ‘আগামী এক মাসের মধ্যে রাজপথে নামতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দলটি আন্দোলন শুরু করতেই রাজপথে নামবে। দলটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল শুক্রবার ভয়েস অব আমেরিকাকে এ তথ্য জানিয়েছেন।’
রাইজিংবিডি.কম এর এই পুরো সংবাদের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে বিস্তারিতভাবে বলা প্রথম সংবাদের সাথে কয়েকটি শব্দ ছাড়া প্রায় মিল রয়েছে।
সংবাদ যাচাই ০২
এখানে বলা হয়, “রাষ্ট্রপতিকে অপসারণ নিয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে সরকারকে কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের বিপ্লবকে সংগত করতে হয় তাহলে জাতীয় ঐক্য ও কোনোরকম হটকারি সিদ্ধান্ত নেয়া যাবে না। রবিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় রাজধানীর শেরে-বাংলানগর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।…”
এই বিষয়ে যে সংবাদ বলা হয় তার প্রায় সমজাতীয় একটি সংবাদ গত ২৭ অক্টোবর ভোরের কাগজ এর ওয়েবসাইটে ‘রাষ্ট্রপতিকে অপসারণ নিয়ে যা বললেন মির্জা ফখরুল’ শীর্ষক শিরোনামে প্রকাশিত হয়েছিল।
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, ‘রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে সরকারকে কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের বিপ্লবকে সংগত করতে হয় তাহলে জাতীয় ঐক্য ও কোনোরকম হটকারি সিদ্ধান্ত নেয়া যাবে না। রবিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় রাজধানীর শেরে-বাংলানগর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। ’
ভোরের কাগজের এই সংবাদের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে বিস্তারিতভাবে বলা দ্বিতীয় সংবাদের সাথে প্রায় মিল রয়েছে।
সংবাদ যাচাই ০৩
এখানে বলা হয়, “জামায়াতের আমির ড. শফিকুর রহমান বলেছেন, ৫ অগাস্টের পর হত্যা হয়নি, কিছুই হয়নি। প্রবল আন্দোলনের মধ্য দিয়ে ৫ অগাস্ট সাড়ে ১৫ বছরের আওয়ামী লীগের সরকার ক্ষমতাচ্যুত হলে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগের তথ্য এলেও সব অস্বীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।”
এই বিষয়ে যে সংবাদ বলা হয় তার প্রায় সমজাতীয় একটি সংবাদ গত ২৭ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ওয়েবসাইটে ‘৫ অগাস্টের পর হত্যা হয়নি, ‘কিছুই হয়নি’: জামায়াত আমির’ শীর্ষক শিরোনামে প্রকাশিত হয়েছিল।
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয, ‘প্রবল আন্দোলনের মধ্য দিয়ে ৫ অগাস্ট সাড়ে ১৫ বছরের আওয়ামী লীগের সরকার ক্ষমতাচ্যুত হলে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগের তথ্য এলেও সব অস্বীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
রোববার ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলের এক আয়োজনে তিনি এই দাবি করেন।’
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর এই সংবাদের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে বিস্তারিতভাবে বলা তৃতীয় সংবাদের সাথে প্রায় মিল রয়েছে।
এসব সংবাদে ‘আমি চাইলেই ক্ষমতা উল্টে দিতে পারি, হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানানো হবে’ শীর্ষক থাম্বনেইল এবং ‘বেশি কথা বললে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব – জানালেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন’ শীর্ষক শিরোনাম উল্লেখিত দাবির বিষয়ে কোনো তথ্য এই তিনটি সংবাদে ছিলনা। অর্থাৎ ভিডিওর থাম্বনেইল ও শিরোনামের দাবির সাথে ভিডিওতে বলা সংবাদের মিল নেই।
এছাড়াও, দেশের বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতি এমন কোনো বক্তব্য দিলে তা অবশ্যই গণমাধ্যমে ঢালাওভাবে প্রকাশিত হতো। তবে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, সম্প্রতি রাজনৈতিক অস্থিরতার মধ্যে ক্ষমতা উল্টিয়ে দিতে পারি এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো শীর্ষক মন্তব্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন করেছেন দাবিতে প্রচারিত বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- রাইজিংবিডি.কম: ১ মাসের মধ্যে সরকারবিরোধী আন্দোলনে নামবে আওয়ামী লীগ
- ভোরের কাগজ: রাষ্ট্রপতিকে অপসারণ নিয়ে যা বললেন মির্জা ফখরুল
- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: ৫ অগাস্টের পর হত্যা হয়নি, ‘কিছুই হয়নি’: জামায়াত আমির
- Rumor Scanner’s Own Analysis