নিউজিল্যান্ডে গত ১৬ মার্চের ভূমিকম্পের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে রাস্তায় গাড়ি চলাচলের একটি ছবি প্রকাশ করা হয়েছে।
গণমাধ্যমে উক্ত ছবি ব্যবহার করে প্রতিবেদন দেখুন ঢাকা মেইল।
একই দাবিতে ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
কিছু অনলাইন পোর্টালেও একই ছবি ব্যবহার প্রতিবেদন প্রকাশিত হয়েছে। দেখুন সোনালি নিউজ, আগামী নিউজ।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নিউজিল্যান্ডের সাম্প্রতিক সময়ের ভূমিকম্পে গণমাধ্যমে প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি ২০২১ সালে আমেরিকান সামোয়ার পাগো পাগো পোর্ট এলাকার ছবি।
এ বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ‘Independent’ এর ওয়েবসাইটে ২০২১ সালের ০৫ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, সেসময় যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার পূর্বে জারিকৃত সুনামি ওয়াচ তুলে নিয়েছে। নিউজিল্যান্ড এবং টোঙ্গার মধ্যবর্তী একটি প্রত্যন্ত অঞ্চলে একটি বিশাল ভূমিকম্প হওয়ার পরে এই ওয়াচ জারি করা হয়েছিল।
সুনামি ওয়াচ সাধারণত জারি করা হয় যখন একটি সুনামির পর সংশ্লিষ্ট এলাকা সুনামি দ্বারা প্রভাবিত ক্ষতির আশঙ্কা দেখা দেয়। হালনাগাদ তথ্য এবং বিশ্লেষণের উপর ভিত্তি করে সুনামি ওয়াচকে সতর্কতা বা উপদেশে আপগ্রেড করা হতে পারে বা বাতিল করা হতে পারে।
এক্ষেত্রে আমেরিকান সামওয়ার জন্য পূর্বে জারিকৃত সুনামি ওয়াচটি বাতিল করা হয়।
‘Independent’ এর প্রতিবেদনে ছবিটির ক্যাপশনে মার্কিন সংবাদ সংস্থা Associated Press (AP) কে ছবিটির সূত্র হিসেবে উল্লেখ করেছে।
পরবর্তীতে ‘এপি’ এর ওয়েবসাইটে একইদিন (০৫ মার্চ) প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।
এপি জানিয়েছে, ছবিটি ০৪ মার্চ আমেরিকান সামওয়া’র পাগো পাগো পোর্ট এলাকা থেকে তোলা হয়েছিল।
অর্থাৎ, সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডের ভূমিকম্পের দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি আমেরিকান সামওয়া থেকে তোলা দুই বছরেরও বেশি সময়ের পুরনো ছবি।
মূলত, ২০২১ সালের মার্চে নিউজিল্যান্ড এবং টোঙ্গার মধ্যবর্তী একটি প্রত্যন্ত অঞ্চলে একটি বিশাল ভূমিকম্প হওয়ার পরে হাওয়াইতে সুনামি ওয়াচ জারি করা হয়েছিল। সে সময় আমেরিকান সামওয়ার পাগো পাগো পোর্ট এলাকা থেকে তোলা রাস্তায় গাড়ি চলাচলের একটি ছবিকে সাম্প্রতিক সময়ে (১৬ মার্চ) নিউজিল্যান্ডে ভূমিকম্পের ছবি দাবি করে গণমাধ্যমে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক ভূমিকম্পকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, ২০২১ সালে আমেরিকান সামওয়া’র একটি ছবিকে সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডের ভূমিকম্পের ছবি দাবি করে গণমাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।