সম্প্রতি, “চট্রগ্রামের সেলফি রোড,ফটিকছড়ি” শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু ছবি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি চট্রগ্রামের ফটিকছড়ি উপজেলার রাবার বাগান বা সেলফি রোডের নয় বরং এটি অস্ট্রেলিয়ার ক্যাঙারু দ্বীপে অবস্থিত একটি রাস্তার।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, ছবি শেয়ারিং ওয়েবসাইট ফ্লিকারে ‘Isabelle’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ২০১২ সালের ১ জুন ‘Road on Kangaroo Island’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে চট্রগ্রামের ফটিকছড়ি উপজেলার সেলফি রোড দাবিতে প্রচারিত ছবির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
উক্ত সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ফটো স্টক ওয়েবসাইট অ্যালামিতে ২০০৯ সালের ৮ নভেম্বর ‘Australia, South Australia, Kangaroo Island’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একই রাস্তার ভিন্ন একটি ছবি খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে, স্টক ফটো ওয়েবসাইট আইস্টকে ২০২১ সালের ২৬ অক্টোবর ‘Long winding Cape du Couedic Road on Kangaroo Island’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একই রাস্তার আরো একটি ছবি খুঁজে পাওয়া যায়।
উল্লিখিত ছবিগুলোর সাথে আলোচ্য ছবির তুলনা করে নিশ্চিত হওয়া যায় ছবিগুলো একই রাস্তার। অর্থাৎ, আলোচ্য ছবিটি অস্ট্রেলিয়ার ক্যাঙারু দ্বীপে অবস্থিত একটি রাস্তার।
এছাড়া, অস্ট্রেলিয়ার ক্যাঙারু দ্বীপ সম্পর্কে অনুসন্ধানে ‘Kangaroo Island’ এর অফিশিয়াল ওয়েবসাইট খুঁজে পাওয়া যায়। ওয়েবসাইটের মুখ্যপৃষ্ঠার সংযুক্ত ছবিটির সাথেও আলোচ্য ছবিটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সেলফি রোড তাহলে কোনটি?
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সেলফি রোড সম্পর্কে কি-ওয়ার্ড সার্চ করে গুগল ম্যাপে স্থানটি খুঁজে পাওয়া যায়। সেখানে ব্যবহারকারীদের আপলোডকৃত একাধিক ছবি পর্যালোচনা করেও আলোচ্য ছবির সাথে কোনো মিল পাওয়া যায়নি।
এছাড়া, স্টক ফটো ওয়েবসাইট আইস্টকে ২০২২ সালের ২৩ জুলাই প্রকাশিত সেলফি রোডের একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচ্য ছবির তুলনা করেও বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়।
মূলত, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবস্থিত রাবার গার্ডেন, যা সেলফি রোড হিসেবে অধিক পরিচিত। উক্ত স্থানের দৃশ্য দাবিতে অস্ট্রেলিয়ার ক্যাঙারু দ্বীপে একটি রাস্তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
সুতরাং, চট্রগ্রামের ফটিকছড়ি উপজেলার সেলফি রোডের দৃশ্য দাবিতে অস্ট্রেলিয়ার ক্যাঙারু দ্বীপের একটি ছবি প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Isabelle: Road on Kangaroo Island
- Alamy: Australia, South Australia, Kangaroo Island
- Istock : Long winding Cape du Couedic Road on Kangaroo Island
- Istock : Selfie Road|(rubber gaden).Heakow Bazar,Vujpur Fatikchari,Chittagong,Bangladesh.stock photo
- Official website : kangaroo Island