আপেল আকৃতির চকলেট তৈরির ভিডিওকে কৃত্তিম আপেল তৈরি দাবিতে প্রচার

সম্প্রতি, “চায়না আপেল খেতে সাবধান,,,। কৃত্রিম আপেল ফ্যাক্টরি! চায়না কিভাবে ডুব্লিকেট আপেল তৈরি করতেছে।” শীর্ষক ভিন্ন শিরোনাম ব্যবহার করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে, মূলত ছড়িয়ে পড়া ভিডিওটিতে কয়েকজন ব্যক্তি কর্তৃক আপেলের মত দেখতে কিছুতে রঙ মেশাতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানেএখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, উক্ত ভিডিওটিতে কৃত্রিম আপেল তৈরি করা হচ্ছেনা বরং আপেল আকৃতির এক ধরণের চকলেট প্রস্তুতের ভিডিও এটি।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, ২০২১ সালের ৩ ডিসেম্বরে টিকটকে প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়। টিকটকে প্রকাশিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওর শেষ অংশে একটি গিফট প্যাকেজে ‘ম্যারি ক্রিসমাস’ লেখা সম্বলিত দুটি আপেলের ছবি লক্ষ করা যায়।

Screenshot from TikTok website

পরবর্তীতে, সেই আপেলের ছবিটি রিভার্স সার্চের মাধ্যমে, চাইনিজ ই-কমার্স ভিত্তিক ওয়েবসাইট ‘Taobao‘-তে “Christmas Pingguo Net Red Chocolate Apple” শিরোনামে প্রকাশিত বিজ্ঞাপনে একই ধরণের আপেলের ছবি খুঁজে পাওয়া যায়।

Screenshot from TaoBao website

উক্ত বিজ্ঞাপনে থাকা একাধিক ছবি এবং ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায় আপেলগুলো বাস্তব নয় বরং এগুলো চকলেট আপেল। এছাড়া চায়নিজ ভাষায় থাকা পণ্যটির বিস্তারিত বিবরণ অনুবাদ করে জানা যায়, আপেল আকৃতির এই চকলেটগুলো মূলত কোকোয়া বাটার এবং সাদা চকলেটের সংমিশ্রণে তৈরি করা হয়।

Product image from taboa website. Altered by Rumor Scanner
Image Source: Taobao

মূলত, চীনে বড়দিনের ১ দিন পূর্বে আপেল বিনিময়ের একটি প্রথা চালু রয়েছে এবং সেদিন দোকানে রঙিন কাগজে মোড়ানো আপেল বিক্রি করা হয়। মূলত এই দিনে আপেল বিনিময়ের প্রথা চালুর পেছনে কারণ ধরা হয় শব্দের মিল থেকে। ক্রিসমাস বা বড়দিনের আগের দিনটিকে চীনা ভাষায় বলা হয় “Ping’an Ye” (平安夜) যার অর্থ হলো শান্তিপূর্ণ বা শান্ত সন্ধ্যা। অন্যদিকে, ম্যান্ডারিন ভাষায় আপেলের শব্দটি হল “píngguǒ” (苹果) যা শান্তি শব্দের ন্যায় শোনায়। আর এই কারণেই চীনে আপেলের আকারে দেওয়া উপহারগুলো শান্তি ও প্রশান্তি কামনা করার জন্য বোঝানো হয়।

আরো পড়ুনঃ এটি চীনের কৃত্রিম সূর্য উৎক্ষেপণের ভিডিও নয়

উল্লেখ্য, সারাবিশ্বে আপেল উৎপাদনে শীর্ষে অবস্থান করছে চীন। পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট স্ট্যাটিস্টার তথ্য অনুযায়ী, ২০১৯/২০২০ ফসলি বছরে চীন প্রায় ৪১ মিলিয়ন মেট্রিক টন আপেল উৎপাদন করেছে।

চকলেট
Screenshot from Statista website

সুতরাং, আপেল আকৃতির চকলেট তৈরির একটি ভিডিওকে বর্তমানে চীনে কৃত্তিম আপেল তৈরির ভিডিও দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: চায়না আপেল খেতে সাবধান
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. TikTok: https://www.tiktok.com/@cacao_ing/video/7037366683375521025 / https://perma.cc/BPH4-YCYC
  2. Taobao: https://world.taobao.com/item/631377522790.htm?spm=a21wu.11804641.0.0.51262e7b6igM3t / https://perma.cc/9EJ7-FDJU
  3. WhyChristmas: https://www.whychristmas.com/cultures/china.shtml
  4. ThatsMags: https://www.thatsmags.com/china/post/11903/explainer-why-china-celebrates-christmas-with-apples
  5. Statista: https://www.statista.com/statistics/279555/global-top-apple-producing-countries/

আরও পড়ুন

spot_img