সাম্প্রদায়িক কারণে নিখোঁজ নয়, ভূমিকা মণ্ডল আত্মগোপনে ছিলেন

সম্প্রতি ‘ভূমিকা মণ্ডল নামের একজন বিবাহিতা হিন্দু নারী নিঁখোজ হয়েছে এবং এ বিষয়ে আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের দিক থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি’ শীর্ষক একটি দাবি ভারতীয় এক্স হ্যান্ডেল থেকে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভূমিকা মণ্ডল নামক এই নারীর নিঁখোজ হওয়ার সাথে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, পারিবারিক কলহের জেরে তিনি স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয় আত্নগোপনে ছিলেন এবং পরবর্তীতে তাকে খুঁজে পাওয়া গেছে। 


এ বিষয়ে অনুসন্ধানে Shamim Ul Alam Shamim নামক প্রোফাইলে, যিনি নিজেকে ভূমিকা মণ্ডলের দুজন মামার বন্ধু বলে পরিচয় দিয়েছেন, গত ০৮ জুলাই প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টে ‘হারানো বিজ্ঞপ্তি’ শিরোনামে বলা হয়, ভূমিকা মণ্ডল গত ৩ জুলাই শ্রীনগরে তার শ্বশুরবাড়ি থেকে নিঁখোজ হন। পারিবারিক কলহের জেরে তিনি বাড়ি থেকে হয়ে নিখোঁজ হয়ে যান। এ ঘটনার শ্রীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তার কোনো খোঁজ পেলে যোগাযোগ করার জন্য পোস্টটিতে একটি মোবাইল ফোন নাম্বার যুক্ত করে দেওয়া হয়। 

পরবর্তীতে উক্ত পোস্টটির ক্যাপশন এডিট করে ভূমিকা মণ্ডলকে খুঁজে পাওয়া গেছে বলে আপডেট জানানো হয়।

উল্লিখিত পোস্টে প্রদত্ত নাম্বারটিতে রিউমর স্ক্যানার টিমের পক্ষ থেকে যোগাযোগ করে জানা যায় এটি ভূমিকা মণ্ডলের ভাই প্রসঞ্জিত মণ্ডল জয়ের মোবাইল ফোন নাম্বার। তিনি জানান, ‘শ্বশুরবাড়িতে পারিবারিক কলহের জেরে ভূমিকা মণ্ডল গত ০৩ জুলাই ওই বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি তাদের পিসির বাড়িতে আত্নগোপনে ছিলেন যা ভূমিকা কিংবা পিসি পরিবারের অন্য সদস্যদের জানাননি। এ বিষয়ে শ্রীনগর থানায় জিডি করা হলেও কোনো পদক্ষেপ গ্রহণের আগে গত ০৮ জুলাই ভূমিকা মণ্ডলকে তার পরিবারের সদস্যরা খুঁজে পায়। তিনি সুস্থ আছেন।’

সুতরাং, ভূমিকা মণ্ডলের আত্মগোপনে যাওয়ার ঘটনাকে তাকে সাম্প্রদায়িক কারণে নিঁখোজ হওয়া এবং আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ না নেওয়ার ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

  • Shamim Ul Alam Shamim – Facebook Post 
  • Prosonjit Mondal Joy’s Statement

আরও পড়ুন

spot_img