মঙ্গলবার, অক্টোবর 8, 2024

সৌদির মরুভূমির বেগুনি ফুলের ছবি দাবিতে চিলির মরুভূমির ছবি প্রচার

সম্প্রতি, সৌদি আরবে বেগুনি ফুল ফুটার বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদনে একটি ছবি ব্যবহার করা হয়েছে। 

গণমাধ্যমে প্রকাশিত এমন কিছু প্রতিবেদন দেখুন বাংলাদেশ টুডে, দেশ টিভি (ইউটিউব), বাংলা সংবাদ (যুক্তরাষ্ট্র), ক্যাম্পাস টাইম. প্রেস, রেডিও টুডে নিউজ  এবং ইন্ডিপেন্ডেন্ট টিভি

Screenshot source: Facebook

অনলাইন পোর্টালে উক্ত দাবিতে প্রকাশিত প্রতিবেদন দেখুন ময়মনসিংহের আলো

Screenshot source: Mymensingher Alo

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।

Screenshot source: Facebook 

তাছাড়া, সৌদি আরবে বেগুনি ফুলে ছেয়ে যাওয়া মরুভূমিতে উটের চলার একটি ছবিও সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হচ্ছে গণমাধ্যমে। 
 
উক্ত দাবিতে প্রকাশিত গণমাধ্যমের কিছু প্রতিবেদন দেখুন ইন্ডিপেন্ডেন্ট টিভি (ইউটিউব), এবিনিউজ২৪, প্রতিদিনের সংবাদ, ডেইলি বাংলাদেশ, বাংলা ২৪ লাইভ নিউজপেপার, বাংলাদেশ টাইমস

Screenshot source: Facebook 

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।

Screenshot source: Facebook

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মরুভূমিতে বেগুনি ফুলের প্রচারিত ছবিটি সৌদি আরবের নয় বরং এটি ২০১৫ সালে চিলির মরুভূমিতে তোলা ছবি। এছাড়া সৌদির মরুভূমির ছবি দাবিতে প্রচারিত অপর ছবিটি সৌদির সাম্প্রতিক সময়ের ছবি নয় বরং সেটি ২০১৭ সালে তোলা।

সাম্প্রতিক সময়ে সৌদি আরব-ইরাক সীমান্তের কাছাকাছি অঞ্চলে মরুভূমি জুড়ে বেগুনি রংয়ের সুগন্ধী ফুল ফোটার খবর সৌদি আরবসহ আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের (Alarabiya News, France24) প্রতিবেদনে এসেছে। সৌদি আরবের উত্তরাঞ্চলে রাফা মরুভূমিতে মৌসুমি বৃষ্টিপাতের ফলে বিশাল অংশজুড়ে বেগুনি রংয়ের ফুল ফুটার বেশকিছু ছবির সাথে আলোচিত ছবিটিও বাংলাদেশের গণমাধ্যমে প্রতিবেদনে এসেছে। 

এ বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘The Guardian’ এর ওয়েবসাইটে ২০১৫ সালের ৩০ অক্টোবর “Flowers bloom in the Atacama desert – in pictures”  শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদন থেকে জানা যায়, আলোচিত ছবিটিসহ প্রতিবেদনে সংযুক্ত অন্যান্য ছবিগুলো তোলা হয়েছে চিলির আতাকামা মরুভূমি থেকে। গেটি ইমেজেসে ছবিগুলো প্রকাশ করেছেন ফটোগ্রাফার Carlos Aguilar।

পরবর্তীতে ছবি শেয়ারিং এবং স্টোরেজ সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘Getty Images’ এর ওয়েবসাইটে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়, যেখানে উল্লেখ করা হয়েছে ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর এএফপির জন্য ছবিটি তুলেছেন কার্লোস আগুইলার Carlos Aguilar।

Screenshot source: Getty Images 

অর্থাৎ, আলোচিত ছবিটি সৌদি আরবের নয়।

মরুভূমিতে উটের ছবিটি কি সাম্প্রতিক সময়ের? 

সৌদি আরবে বেগুনি ফুলে ছেয়ে যাওয়া মরুভূমিতে উটের চলার একটি ছবি সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হচ্ছে গণমাধ্যমে। 

এ বিষয়ে অনুসন্ধানে ফেসবুকে ‘Life In Saudi Arabia’ নামক পেজে ২০১৭ সালের পহেলা মে প্রকাশিত একটি পোস্টে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, সৌদি আরবের উত্তরাঞ্চল থেকে ছবিটি তোলা হয়।

Screenshot source: Facebook

অর্থাৎ, আলোচিত ছবিটি সৌদি আরবের হলেও সাম্প্রতিক সময়ের নয়।

মূলত, সাম্প্রতিক সময়ে সৌদি আরব-ইরাক সীমান্তের কাছাকাছি অঞ্চলে মরুভূমি জুড়ে বেগুনি রংয়ের সুগন্ধী ফুল ফোটা বিষয়ক প্রকাশিত প্রতিবেদনে মরুভূমিতে বিস্তৃত বেগুনি ফুলের ছবি বাংলাদেশের গণমাধ্যমের প্রতিবেদনে এসেছে। তবে অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি সৌদি আরবের নয়। এটি ২০১৫ সালে চিলিতে তোলা। তাছাড়া, মরুভূমিতে ফুলের সমারোহের মধ্যে উটের বিচরণের আরেকটি ছবিকেও সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হলেও ছবিটি ২০১৭ সালে তোলা।

উল্লেখ্য, গত জানুয়ারিতে মরুর বুকে সবুজ আর হলুদ ফুলের সমাহার শীর্ষক শিরোনামে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ছবি ও ঘটনা সত্য জানিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। 

সুতরাং, চিলির আতাকামা মরুভূমির একটি ছবিকে সৌদি মরুভূমিতে ফোটা বেগুনি ফুল দাবি করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

- Advertisment -spot_img
spot_img
spot_img