চট্টগ্রামে এতিম কিশোরী ধর্ষণের ঘটনায় ধারণামূলক ফটোশুটের ছবি ভাইরাল

গত ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে ১৩ বছর বয়সী এক এতিম কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর ছবি ভাইরাল হয়েছে, যা ভুক্তভোগী কিশোরীর দাবিতে প্রচার করা হচ্ছে। তবে কিছু পোস্টে ওই কিশোরীর বয়স ১১ বছর বলে উল্লেখ করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভাইরাল হওয়া ছবিগুলোর সঙ্গে চট্টগ্রামের ঘটনার কোনো সম্পর্ক নেই। বরং, এগুলো একজন আলোকচিত্রীর পরিকল্পিত ফটোশুটের অংশ।

এ বিষয়ে অনুসন্ধানে অনিন্দ্য দে নামের একজন আলোকচিত্রীর ফেসবুক অ্যাকাউন্টে গত ২৩ ফেব্রুয়ারি প্রকাশিত একই ছবিগুলো খুঁজে পাওয়া যায়।

Comparison: Rumor Scanner.

এ বিষয়ে জানতে আলোকচিত্রি জনাব অনিন্দ্য দে’র সঙ্গে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি জানান, এটি কনসেপচুয়াল ফটোগ্রাফি বা ধারণামূলক আলোকচিত্র। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে একটি শিশু অপহরণের ঘটনার প্রেক্ষিতে তিনি ছবিগুলো তুলেছিলেন এবং সে সময় নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন। তবে সাম্প্রতিক পরিস্থিতির কারণে ছবিগুলো নতুন করে পোস্ট করার পর তা ভাইরাল হয়ে যায়।

তিনি আরও জানান, ছবিতে ধর্ষকের চরিত্রে অভিনয় করেছেন অন্তু, আর ভুক্তভোগী কিশোরীর ভূমিকায় রয়েছেন অর্পিতা। তারা দুজনই অনিন্দ্য দে’র ছোট ভাই-বোন।

পরবর্তীতে, অনিন্দ্য দে’র ফেসবুক আইডি থেকে ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর প্রকাশিত একটি ফেসবুক পোস্টে একই ছবিগুলো খুঁজে পাওয়া যায়। 

সুতরাং, চট্টগ্রামে এতিম কিশোরীকে অপহরণ ও ধর্ষণের ঘটনার সঙ্গে সম্পর্কিত দাবি করে একজন আলোকচিত্রীর পুরোনো মঞ্চস্থ ফটোশুটের ছবি প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img