সংসদ ভবনে মোমবাতি প্রজ্বলনের এই দৃশ্যটি বাস্তব নয়

বাংলাদেশে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের পথ ধরে সেনাবাহিনীর হস্তক্ষেপে গত ০৫ আগস্ট পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার গণভবন ছেড়ে যাওয়ার পরপরই সাধারণ জনতা গণভবন ও সংসদ ভবনে ঢুকে পড়ে, অভিযোগ আসে লুটপাটেরও। তবে পরবর্তীতে সংসদ ভবন পরিষ্কার করেন একদল স্বেচ্ছাসেবক শিক্ষার্থী। এরই প্রেক্ষিতে ইন্টারনেটে মোমবাতি প্রজ্বলনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যাতে দাবি করা হচ্ছে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা কর্মসূচীর পর সংসদ ভবনে মোমবাতি প্রজ্বলনের দৃশ্য এটি।  

ফেসবুক পোস্ট এখানে (আর্কাইভ)। টিকটক ভিডিও এখানে (আর্কাইভ)। ইউটিউব ভিডিও এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সংসদ ভবনে মোমবাতি প্রজ্বলনের এই দৃশ্যটি বাস্তব নয় বরং থ্রিডি মডেলিং এবং সিজিআই দ্বারা তৈরি এই দৃশ্যকে বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে। 

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওতে Araf Amin Ahone নামে এক ব্যক্তির নাম উল্লেখ থাকার সূত্রে ফেসবুকে গত ০৬ আগস্ট একই নামের একটি অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওতে আলোচিত দৃশ্যটির দেখা মেলে। 

আরাফ আমিনের সাথে এ বিষয়ে কথা বলেছে রিউমর স্ক্যানার। তিনি জানিয়েছেন, এটি পুরোপুরি থ্রিডি মডেলিং এবং সিজিআইয়ের কাজ। ব্লেন্ডার এবং আনরিয়েল ইঞ্জিন ৫ দিয়ে এই ভিডিও তৈরি করা হয়েছে বলে জানান তিনি।

তাছাড়া, সংসদ ভবনে সাম্প্রতিক সময়ে মোমবাতি প্রজ্বলনের এমন কোনো ঘটনার খবর গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি।

সুতরাং, সংসদ ভবনের সামনে মোমবাতি প্রজ্বলনের থ্রিডি মডেলিং এবং সিজিআই দিয়ে তৈরি দৃশ্যকে বাস্তব দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

  • Araf Amin Ahone: Facebook Post 
  • Rumor Scanner’s own analysis 
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img