বিএনপি নেতা মির্জা আব্বাস ইসলাম ধর্মের কোনো নবীকে জেলে দেওয়ার বিষয়ে মন্তব্য করেননি

সম্প্রতি, ইসলামী স্লোগান দেয়ায় নবীকে জেলে দিতে বললেন বিএনপি নেতা মির্জা আব্বাস- শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ভিডিওটিতে জনতাকে “নবী প্রেমীদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার” শীর্ষক স্লোগান দিতে শোনা যায়। 

পরবর্তীতে বিএনপি’র নেতা মির্জা আব্বাসকে বলতে শোনা যায়, এই কার কথা বলতেছো? নামটা পরিষ্কার করে বলতো। কার কথা বলতেছো? ওই ব্যাটা, কার কথা কইতাছস তুই? ফাজিল কোথাকার! নবীরে ধইরা জেলে দিয়া আয় কমুনে শালার ব্যাটারা। ফাজিলগুলা কোথাকার।

মির্জা আব্বাস

ফেসবুকে প্রচারিত এমনকিছু ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিএনপি’র নেতা মির্জা আব্বাস ইসলাম ধর্মের নবীকে নিয়ে উক্ত মন্তব্য করেননি বরং স্থানীয় বিএনপি’র নেতা নবী উল্লাহ নবীকে নিয়ে জনতা ‘নবী ভাই, নবী ভাই’ স্লোগান দেওয়ায় এমন মন্তব্য করেছেন তিনি৷ 

অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন গণমাধ্যম জাগো নিউজের ইউটিউব চ্যানেলে গত ২৩ সেপ্টেম্বর “স্লোগানে বিরক্ত হয়ে মেজাজ হারালেন আব্বাস” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

২ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উপস্থিত জনতা নবী ভাই, নবী ভাই বলে স্লোগান দিচ্ছে। পরবর্তীতে মির্জা আব্বাস জনতাকে স্লোগান দেওয়া বন্ধ করতে বলেন। স্লোগান বন্ধ না করায় তিনি মেজাজ হারিয়ে উক্ত মন্তব্য করেন। 

এছাড়া, কি-ওয়ার্ড সার্চ করে একই দিনে জাগো নিউজে “স্লোগানে বিরক্ত হয়ে মেজাজ হারালেন আব্বাস” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

পাশাপাশি জাতীয় দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজেও “সমাবেশে মেজাজ হারালেন মির্জা আব্বাস” শীর্ষক ক্যাপশনে একটি রিল ভিডিও খুঁজে পাওয়া যায়। 

মূলত, গত ২৩ সেপ্টেম্বর যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বক্তব্য দেওয়ার সময় উপস্থিত জনতা বিএনপি’র স্থানীয় নেতা নবী উল্লাহ নবীকে নিয়ে স্লোগান দিতে থাকলে স্লোগান থামাতে বলেন মির্জা আব্বাস। তবুও স্লোগান না থামায় তিনি মেজাজ হারিয়ে বলেন, এই কার কথা বলতেছো? নামটা পরিষ্কার করে বলতো। কার কথা বলতেছো? ওই ব্যাটা, কার কথা কইতাছস তুই? ফাজিল কোথাকার! নবীরে ধইরা জেলে দিয়া আয় কমুনে শালার ব্যাটারা। ফাজিলগুলা কোথাকার।’ 

তবে এই ঘটনার একটি ভিডিও থেকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘নবী ভাই নবী ভাই’ শীর্ষক স্লোগানের অংশ বাদ দিয়ে  “নবী প্রেমীদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার” শীর্ষক স্লোগান যুক্ত করে দাবি করা হচ্ছে; বিএনপির সমাবেশে ইসলামী স্লোগান দেয়ায় মির্জা আব্বাস ইসলাম ধর্মের নবীকে জেলে দিতে বলেছেন।

সুতরাং, সমাবেশে বিএনপি নেতা মির্জা আব্বাসের মেজাজ হারিয়ে দেওয়া মন্তব্যের একটি ভিডিওকে আংশিক বিকৃত করে সাম্প্রদায়িকভাবে প্রচার করার কারণে রিউমর স্ক্যানার টিম ভাইরাল পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img