ফিলিস্তিনে ধ্বংসস্তূপের মাঝে রক্ত লেগে থাকা ফিডারের এই ছবিটি এআই দিয়ে তৈরি

২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া চলমান যুদ্ধে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অসংখ্য শিশু প্রাণ হারিয়েছে। সম্প্রতি, ফিলিস্তিনের গাজায় ধ্বংসস্তূপের মাঝে রক্ত লেগে থাকা ফিডারের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফিলিস্তিনের গাজায় ধ্বংসস্তূপের মাঝে রক্ত লেগে থাকা ফিডারের এই ছবিটি বাস্তব নয় বরং, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে ছবিটিতে IN.VISUALART শীর্ষক একটি জলছাপ দেখতে পাওয়া যায়। 

Indicated by Rumor Scanner 

পরবর্তীতে উক্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে in.visualart ইউজারনেমের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টতে ২০২৪ সালের ২১ নভেম্বর অনেকগুলো ছবির সমন্বয়ে আপলোডকৃত ভিডিওতে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটির বর্ণনায় উল্লেথ করা হয়, ভিজ্যুয়াল উপস্থাপনাটি এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রাম ব্যবহার করে তৈরি করা হয়েছে।

Indicated by Rumor Scanner

এছাড়াও, অ্যাকাউন্টটি পর্যালোচনার মাধ্যমে ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি অন্যান্য ছবির সাথে একই ছবি প্রচারিত হতে দেখা যায়।

Screenshot: in.visual art

ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি পর্যালোচনা করে জানা যায়, ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি Islam Nour নামের একজন ডিজাইনারের। তিনি ফটোশপ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ছবি ও ভিডিও তৈরি করে থাকেন। পাশাপাশি দেখা যায়, চলমান ইসরায়েল ও ফিলিস্তিন সংকট নিয়ে তিনি একাধিক ছবি ও একাধিক ছবির সাহায্যে ভিজ্যুয়াল উপস্থাপনা তৈরি করে তার অ্যাকাউন্টতে প্রচার করেছেন।

সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি গাজায় ধ্বংসস্তূপের মাঝে রক্ত লেগে থাকা ফিডারের একটি ছবি বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

  • In.visualart: Instagram Account Post
  • In.visualart: Instagram Account Post
  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img