সম্প্রতি, ‘বিসিবি ঢাকা এর অফিসিয়াল জার্সি’ শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আসন্ন বিপিএল এর জন্য ঢাকা টিমের জার্সি এখনো উন্মোচিত হয়নি এবং আলোচিত জার্সির ছবিটি গত টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল জার্সির প্রদর্শনীর একটি ছবি থেকে বিকৃত করে তৈরি করা হয়েছে।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে ‘Aarong’ এর অফিসিয়াল ওয়েবসাইটে ২০২১ সালের অক্টোবর মাসে “T20 World Cup Bangladesh cricket team jersey now available at Aarong!” শিরোনামে প্রকাশিত একই ছবি খুঁজে পাওয়া যায়। পাশাপাশি, আলোচিত ছবিটির পেছন দিকের অংশেও ICC Men’s T20 World Cup 2021 এর লোগো স্পষ্ট লক্ষ করা যায়।
পরবর্তীতে, কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘Cricket Sarcasm‘ নামের একটি ফেসবুক পেজে গত ২৭ ডিসেম্বর রাত ০৯:৪৮ মিনিটে ‘Official Jersey of “BCB DHAKA” শিরোনামে প্রকাশিত প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়।
মূলত, আসল ছবিটি ২০২১ সালে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল জার্সি উন্মোচন অনুষ্ঠানের। তবে ‘Cricket Sarcasm’ নামের একটি ক্রিকেট ভিত্তিক ট্রল পেজে ছবিটিকে বিকৃত করে জার্সির মাঝে Bangladesh শব্দের পরিবর্তে Dhaka লিখে ব্যাঙ্গাত্মকভাবে প্রকাশের পর ফেসবুকে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে, অনেক ফেসবুক ব্যবহারকারী সার্কাজম পোস্টে ব্যবহৃত জার্সিটিকে আসল ভেবে ছবিটিকে ভিন্ন ভিন্ন শিরোনাম ব্যবহার করে ফেসবুকে প্রচার করছে এবং ঢাকা দলের জার্সির সাথে বাংলাদেশ জাতীয় দলের জার্সির এরূপ মিল ভেবে বিভ্রান্তি ছড়াচ্ছে।
উল্লেখ্য, আসন্ন বিপিএল-এ ঢাকা টিমের মালিকানা নিয়ে নানা দ্বন্দের পর টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটের মাত্র কয়েক ঘন্টা পূর্বে টিমটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়া, এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ঢাকা টিমের অফিশিয়াল জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় নি।
আরো পড়ুনঃ জ্বলন্ত চুলার কড়াইয়ের পানিতে শিশুর গোসলের ঘটনাটি ৪ বছর পুরোনো
অর্থাৎ, ২০২১ সালে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল জার্সি উন্মোচন অনুষ্ঠানের একটি ছবিকে বিকৃত করে এটিকে আসন্ন বিপিএল-এ ঢাকা দলের জার্সি দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: বিসিবি ঢাকা এর অফিসিয়াল জার্সি
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- Aarong Website: https://www.aarong.com/newspost/t20-world-cup-jersey.html
- The Daily Star: https://www.thedailystar.net/bangla/%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE/%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%9F/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%9F%E0%A7%8B%E0%A7%9F%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%9A%E0%A6%A8-270996
- The Daily Star: https://www.thedailystar.net/bangla/%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE/%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%9F/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B2-%E0%A6%A1%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%9F-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AD-%E0%A6%86%E0%A6%AA%E0%A6%A1%E0%A7%87%E0%A6%9F%C2%A0-298066