সম্প্রতি “বন্ধ হয়ে যাচ্ছে বিবিসি বাংলা’র সম্প্রচার” শীর্ষক শিরোনামের একটি তথ্য গণমাধ্যমের বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
কী দাবি করা হচ্ছে?
দেশীয় অনলাইন সংবাদমাধ্যম ‘The Daily Campus’ এর ওয়েবসাইটে গত ৩০ সেপ্টেম্বর “বন্ধ হয়ে যাচ্ছে বিবিসি বাংলার সম্প্রচার” শিরোনামের (আর্কাইভ) একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। শিরোনামে বিবিসি বাংলার সম্প্রচার বন্ধের কথা বলা হলেও বিস্তারিত প্রতিবেদনে বলা হয়, “দেশে বন্ধ হয়ে যাচ্ছে বিবিসি বাংলার রেডিও সম্প্রচার। পাশাপাশি আরবি, হিন্দি, ফারসি ও চীনাসহ ১০টি ভাষার রেডিও সম্প্রচার বন্ধ করছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) এ ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।”
একই দাবিতে ছড়িয়ে পড়া কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, বিবিসি বাংলা’র সম্প্রচার বন্ধ হচ্ছে না বরং বিবিসি বাংলা’র রেডিও সম্প্রচার বন্ধ হচ্ছে।
কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, বিবিসি বাংলার ওয়েবসাইটে গত ৩০ সেপ্টেম্বর “বিবিসি বাংলার রেডিও সম্প্রচার ৮১ বছর চলার পর বন্ধ হচ্ছে” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, “বিবিসি বাংলাসহ দশটি ভাষার রেডিও সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন-বিবিসি। তবে কোন ভাষা বিভাগই পুরোপুরি বন্ধ করা হচ্ছে না এবং অনেকগুলো অনলাইন কার্যক্রম পরিচালনা করবে। বিবিসি বাংলা ছাড়াও আরও যেসব ভাষার রেডিও সম্প্রচার বন্ধ হচ্ছে তার মধ্যে আছে আরবি, পার্সিয়ান, চীনা, কিরগিজ, উজবেক, হিন্দি, ইন্দোনেশিয়ান, তামিল ও উর্দু।”
বিবিসির মিডিয়া সেন্টার থেকে গত ২৯ সেপ্টেম্বর প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, “বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ২০১৬ সালে এর সম্প্রসারণের সময় যোগ করা নতুন ভাষা সহ বর্তমানে যে সমস্ত ভাষা এবং দেশে এটি রয়েছে সেখানে কাজ চালিয়ে যাবে। কোনো ভাষা পরিষেবা বন্ধ হবে না।”
অর্থাৎ, বিবিসি বাংলা’র রেডিও সম্প্রচার বন্ধ হলেও চালু থাকবে বিবিসি বাংলা’র ওয়েবসাইট পরিষেবা।
কবে বন্ধ হচ্ছে বিবিসি বাংলা রেডিও?
ঠিক কবে থেকে বিবিসি বাংলার রেডিও সম্প্রচার বন্ধ হচ্ছে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিবিসির প্রবাহ অনুষ্ঠানে বাংলা বিভাগের প্রধান সাবির মুস্তাফা বলেছেন, “আমরা কোনো সময়সূচি পাইনি– কবের মধ্যে এটা বন্ধ করা হবে। তবে এটুকু বলতে পারি, আগামী বছর মার্চের মধ্যে এটা হবে। আর ৬ মাস… এখন এটা জানুয়ারিতে হবে না ফেব্রুয়ারিতে হবে, এটা আমি সঠিকভাবে বলতে পারব না। তবে মার্চের মধ্যে হবে- এটা আমি নিশ্চিত।”
কেন এমন সিদ্ধান্ত?
বিবিসি বাংলা’র রেডিও সম্প্রচার কার্যক্রম বেশ পুরানো। ১৯৪১ সালের ১১ই অক্টোবর বাংলায় ১৫ মিনিটের সাপ্তাহিক সম্প্রচার শুরুর মাধ্যমে যাত্রা হয়েছিল বিবিসি বাংলার রেডিও কার্যক্রমের। পরে পর্যায়ক্রমে সংবাদ সম্প্রচার শুরু হয় ১৯৬৫ সালে। বিবিসি বাংলা রেডিও সহ দশটি ভাষার রেডিও সম্প্রচার বন্ধের পেছনে মূল কারণ হিসেবে উচ্চ মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমন্বিত চাপকে সামনে এনেছে। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ৩৮২টি পদ শূন্য করার প্রস্তাবও এসেছে, যার উদ্দেশ্য ২৮ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড (৩২০ কোটি টাকার বেশি) সঞ্চয় করা। সংস্থাটি বলছে, ওয়ার্ল্ড সার্ভিসকে আরও আধুনিক, ডিজিটাল ও সুবিন্যস্ত করার কৌশলকে সমর্থন করতে এ পরিকল্পনা সহায়তা করবে।
মূলত, গত ২৯ সেপ্টেম্বর এক বার্তায় ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন-বিবিসি জানায়, বিবিসি বাংলাসহ দশটি ভাষার রেডিও সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তারা। বিবিসি বাংলা রেডিও সম্প্রচার বন্ধের এই তথ্যকে বিবিসি বাংলা’র সম্প্রচার বন্ধ হচ্ছে দাবি করে গণমাধ্যমসহ ফেসবুকে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, রেডিওতে এখন ’সংবাদ ও দৈনন্দিন ঘটনাবলী’ নিয়ে ৩০ মিনিটের দুটি অনুষ্ঠান সম্প্রচার করে বিবিসি বাংলা। সন্ধ্যা সাড়ে ৭টায় ’প্রবাহ’ আর রাত সাড়ে ১০টায় ’পরিক্রমা’ এখনও শুনতে পান শ্রোতারা।
প্রসঙ্গত, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস আন্তর্জাতিক গণমাধ্যম সম্প্রচার প্রতিষ্ঠান। রেডিও, টিভি ও ডিজিটাল মাধ্যমে কার্যক্রম আছে তাদের। এখন সপ্তাহে প্রায় ৩৬৪ মিলিয়ন মানুষের কাছে পৌঁছায় বিবিসি, যার অর্ধেকই অনলাইনে।
সুতরাং, বিবিসি বাংলা’র সম্প্রচার বন্ধ হওয়ার দাবিটি বিভ্রান্তিকর।