দেশের কতিপয় গণমাধ্যমে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘বার্বি সিনেমাটি মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সৌদি আরবে নিষিদ্ধ করা হয়েছে’ দাবিতে একটি তথ্য প্রচার করা হচ্ছে।
গণমাধ্যমে প্রচারিত এমন কিছু প্রতিবেদন দেখুন ইন্ডিপেন্ডেন্ট টিভি, সময় টিভি, কালের কণ্ঠ, সমকাল, আমাদের সময়, জুম বাংলা, ডেইলি মিরর অব বাংলাদেশ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন পোস্ট (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন সময় টিভি (টিকটক)।
ইউটিউবে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন সময় টিভি।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সৌদি আরবে বার্বি সিনেমা নিষিদ্ধ হওয়ার তথ্যটি সঠিক নয় বরং উক্ত দেশগুলোতে গত ১০ আগস্টই সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে সৌদি ভিত্তিক গণমাধ্যম আরব নিউজে গত ৭ আগস্ট ‘‘Barbie’ to release in Saudi Arabia on Aug. 10’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ১০ আগস্ট বার্বি মুক্তি পাওয়ার কথা জানানো হয়।
প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, বার্বি সিনেমাটি বাহরাইনে মুক্তির জন্য সবুজ সংকেত পেয়েছে।
পাশাপাশি বাহরাইন ভিত্তিক রেডিও স্টেশন রেডিও বাহরাইনের ওয়েবসাইটে গত ৮ আগস্ট ‘Barbie is officially coming to the kingdom’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে বাহরাইনে ১০ আগস্ট বার্বি সিনেমাটি মুক্তি পাবে বলে জানানো হয়।
পরবর্তীতে Time Out Riyadh নামের সৌদি ভিত্তিক একটি ওয়েবসাইটে গত ১২ আগস্ট ‘The Barbie movie is in Saudi cinemas now’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সৌদি আরবে গত ১০ আগস্ট বার্বি সিনেমাটি মুক্তি পেয়েছে। দেশটিতে সিনেমাপ্রেমীরা বর্তমানে সিনেমাটি দেখতে পাচ্ছে।
এই ওয়েবসাইটটির সূত্রে বার্বি সিনেমাটির ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকা ওয়ার্নার ব্রোসের মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১০ আগস্ট প্রকাশিত একটি পোস্ট থেকে জানা যায়, বার্বি সিনেমাটি সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সৌদি আরবে বার্বি সিনেমাটি প্রদর্শিত হচ্ছে এবং টিকেট পাওয়া যাচ্ছে।
এছাড়া ভক্স সিনেমা সৌদির ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘুরেও দেখা যায়, দেশটিতে অর্থাৎ সৌদি আরবে বার্বি সিনেমার টিকেটের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে।
এসবের বাইরে দেশ তিনটিতে সিনেমাটি নিষিদ্ধ হওয়ার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ বার্বি সিনেমাটি সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সৌদি আরবে নিষিদ্ধ নয়।
মূলত, সম্প্রতি বার্বি সিনেমাটিকে সমকামিতা প্রদর্শনের অভিযোগ এনে ও কুয়েতি বিশ্বাস ও নৈতিকতার পরিপন্থী উল্লেখ করে কুয়েতে নিষিদ্ধ ঘোষণা করে দেশটির কর্তৃপক্ষ। এছাড়া মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ লেবাননও সিনেমাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করছে। এর প্রেক্ষিতেই দেশীয় কতিপয় গণমাধ্যমে দাবি করা হয় যে, বার্বি সিনেমাটি সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সৌদি আরবেও নিষিদ্ধ করা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা যায়, বার্বি সিনেমাটি উক্ত দেশগুলোতে গত ১০ আগস্ট মুক্তি দেওয়া হয়েছে এবং বর্তমানে প্রদর্শিত হচ্ছে।
উল্লেখ্য, ইতোপূর্বে দেশীয় গণমাধ্যমে এশিয়ার দেশ ফিলিপাইনে বার্বি সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে দাবিতে সংবাদ প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সিনেমাটি ফিলিপাইনে নিষিদ্ধ করা হয়নি। বরং এর কিছু অংশ ঝাপসা করে দিয়ে প্রদর্শনী চলছে।
এ নিয়ে বিস্তারিত ফ্যাক্টচেক পড়ুন
‘বন্ধ নয়, কিছু অংশ ঝাপসা করে দিয়ে ফিলিপাইনে বার্বির প্রদর্শনী চলছে।’
সুতরাং, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সৌদি আরবে বার্বি সিনেমাটি নিষিদ্ধ হওয়ার দাবিতে গণমাধ্যমে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Arab News: ‘Barbie’ to release in Saudi Arabia on Aug. 10
- Radio Bahrain: Barbie is officially coming to the kingdom
- Time Out Riyadh: The Barbie movie is in Saudi cinemas now
- Warner Bros Instagram: https://www.instagram.com/p/CvpM32wvLm8/?utm_source=ig_embed&ig_rid=67c6b100-6e20-40d5-b41e-04dcd2dd6ddd
- vox cinemas ksa: https://www.instagram.com/p/Cv2WvLMINco/?igshid=NjIwNzIyMDk2Mg==