বেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তিসহ আরও কয়েকটি দাবিতে ছাত্র আন্দোলনের ডাক দিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর ছাত্র শাখা ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন (আইএসএফ)। পাকিস্তানের গণমাধ্যমের মতে, শেখ হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশি শিক্ষার্থীদের আন্দোলনে অনেকটাই প্রভাবিত হয়েছে পাকিস্তানি শিক্ষার্থীরা। এই প্রেক্ষাপটে পাকিস্তানে বাংলাদেশি পতাকা উড়ছে এবং ‘তুমি কে আমি কে? বাংলাদেশ বাংলাদেশ’ শীর্ষক স্লোগান দেওয়া হচ্ছে দাবিতে পাঁচটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার টিম। এই ভিডিও ক্লিপগুলো দেশীয় গণমাধ্যমের প্রতিবেদনেও ব্যবহৃত হয়েছে।
প্রথম ভিডিওসহ ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
দ্বিতীয় ভিডিওসহ ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
তৃতীয় ভিডিওসহ ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
চতুর্থ ভিডিওসহ ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
পঞ্চম ভিডিওসহ ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত ভিডিওগুলোসহ গণমাধ্যমের প্রতিবেদন দেখুন- আরটিভি (ইউটিউব), দেশ টিভি (ইউটিউব), কালবেলা (ইউটিউব), একাত্তর টিভি, যমুনা টিভি (ইউটিউব), ঢাকা ট্রিবিউন (ফেসবুক) এবং যায়যায়দিন (ইউটিউব)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দাবিকৃত পাঁচটি ভিডিওর মধ্যে প্রথম ভিডিওটি অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের দ্বারা আয়োজিত একটি সমাবেশের, যেখানে তারা কোটা আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন। দ্বিতীয় ভিডিওটি ২০২২ সালের পুরোনো একটি ভিডিও, যা সাম্প্রতিক ঘটনাপ্রবাহের সঙ্গে সম্পর্কিত নয়, এবং এই ভিডিওতে ‘তুমি কে আমি কে? বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগানটি নেই। তৃতীয় ভিডিওটি পাকিস্তানের জামায়াতে ইসলামীর একটি অবস্থান কর্মসূচির, যেখানে বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে বাংলাদেশিদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে। চতুর্থ ও পঞ্চম ভিডিও দুটি পাকিস্তানের রাজনৈতিক দল পিটিআইয়ের সমাবেশের, তবে এই ভিডিওগুলোর অডিও বিকৃত; এতে প্রথম ভিডিওতে থাকা প্রবাসী বাংলাদেশিদের স্লোগানের অডিও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এডিট করে যুক্ত করা হয়েছে।
প্রথম ভিডিও যাচাই
প্রথম ভিডিওটিতে একটি সমাবেশে অংশগ্রহণকারীদের মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ‘তুমি কে আমি কে? বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগান দিতে দেখা যায়। দাবি করা হচ্ছে, ভিডিওটি পাকিস্তানের।
অনুসন্ধানে দেখা যায়, এই একই ভিডিও গত ৪ আগস্ট বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে ‘Mohammad Sahine’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছিল। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, “তুমি কে আমি কে? বাংলাদেশ বাংলাদেশ। Melbourne, Australia।”
একই দিন ‘Jaedi Sajib’ নামের আরেকটি ফেসবুক পেজ থেকে প্রচারিত একটি লাইভ ভিডিওতেও একই ঘটনার ভিন্ন কোণ থেকে ধারণকৃত দৃশ্য দেখা যায়। ওই পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, এটি মূলত অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশিদের কোটা আন্দোলনে সংহতি প্রকাশের ভিডিও।
অর্থাৎ, এটি অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশিদের ভিডিও, যা পাকিস্তানের দাবিতে প্রচার করা হয়েছে।
দ্বিতীয় ভিডিও যাচাই
দ্বিতীয় ভিডিওতে দেখা যায়, একদল মানুষ বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা হাতে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগান দিচ্ছে।
অনুসন্ধানে জানা যায়, এই ভিডিওটি ২০২২ সালের ২ জানুয়ারি ‘Sajjad Reviews’ নামের একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল। জানা যায়, ভিডিওটি পাকিস্তানের ‘Alhamra Arts Council’ এর প্রশাসনিক ভবনের সামনে ধারণকৃত।
যদিও ভিডিওটির সঠিক প্রেক্ষাপট জানা সম্ভব হয়নি, তবে এটি নিশ্চিত যে ভিডিওটি সাম্প্রতিক নয়। কারণ এটি অন্তত দুই বছর ধরে ইন্টারনেটে রয়েছে। এছাড়া, ভিডিওতে ‘তুমি কে আমি কে? বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগানও শোনা যায়নি বরং ‘নারায়ে তাকবীর আল্লাহু আকবার’ স্লোগানই শোনা যাচ্ছে।
অর্থাৎ, পুরনো এবং ভিন্ন প্রেক্ষাপটের ভিডিওকে সাম্প্রতিক প্রেক্ষাপটে পাকিস্তানে ‘তুমি কে আমি কে? বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগান দেওয়া হচ্ছে বলে প্রচার করা হয়েছে।
তৃতীয় ভিডিও যাচাই
তৃতীয় ভিডিওতে দেখা যায়, একদল মানুষ বাংলাদেশের পতাকা হাতে বিভিন্ন স্লোগান দিচ্ছে, যার মধ্যে রয়েছে ‘তুমি কে আমি কে? রাজাকার রাজাকার’ , ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ এবং ‘বাঙালিও কে সাথে রিস্তা কেয়া? লা ইলাহা ইল্লাল্লাহ (বাঙালিদের সাথে আমাদের সম্পর্ক কী? এক আল্লাহর ওপর বিশ্বাস) ’ ইত্যাদি। এছাড়াও, ভিডিওতে একজন ব্যক্তিকে বাংলা ভাষার গান গাইতেও দেখা যায়।
এই ভিডিওটি বিশদ অনুসন্ধানে, ‘JI Youth District West’ নামের একটি পাকিস্তানি ফেসবুক পেজে ৬ আগস্ট দিবাগত রাত ২টা ৮ মিনিটে প্রকাশিত একই স্থানে ধারণকৃত ভিন্ন একটি ভিডিও পাওয়া যায়। পোস্টের ক্যাপশন অনুযায়ী, এটি করাচি গভর্নর হাউসের অবস্থান কর্মসূচিতে বাংলাদেশের মানুষের প্রতি সংহতি প্রকাশের ভিডিও।
একই ঘটনার আরও একটি ভিডিও পাওয়া যায় ‘Jamaat-e-Islami Karachi East’ নামের ফেসবুক পেজে।
উক্ত ভিডিওগুলোর সাথে দাবিকৃত ভিডিওর তুলনা করে নিশ্চিত হওয়া যায় তিনটি ভিডিওই একই ঘটনার।
এছাড়া ‘Tufail Mehmood’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ৬ আগস্ট রাতে প্রকাশিত একটি পোস্টে একই ঘটনার একটি ছবি পাওয়া যায়। এই ছবিতে দাবিকৃত ভিডিওতে বাংলা গান গাওয়া ব্যক্তিকে মাইক হাতে দেখা যায়। এই পোস্টের ক্যাপশনে থেকে জানা যায়, ছবিটি গভর্নর হাউসে জামায়াতে ইসলামীর অবস্থান কর্মসূচির।
এই বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায় আরব নিউজে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে। প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের জামায়াতে ইসলামীর কর্মীরা বিদ্যুতের উচ্চমূল্যের বিরুদ্ধে ইসলামাবাদে দীর্ঘদিন ধরে চলা অবস্থান কর্মসূচি পালন করছিল। প্রায় ৩,০০০ সমর্থক এই বিক্ষোভে অংশ নিয়েছিল। পাকিস্তানের সরকার বিদ্যুতের মূল্য হ্রাসের প্রতিশ্রুতি দিয়ে ৪৫ দিনের মধ্যে একটি টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত জানালে, দলটি তাদের কর্মসূচি প্রত্যাহার করে।
অর্থাৎ, এই ভিডিওটি বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পাকিস্তানের জামায়াতে ইসলামীর অবস্থান কর্মসূচির, যেখানে বাংলাদেশের মানুষের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশের পতাকা হাতে বিভিন্ন স্লোগান দেয়া হয়েছিল।
চতুর্থ ভিডিও যাচাই
চতুর্থ ভিডিওতে একটি বড় সমাবেশে মঞ্চ থেকে ‘তুমি কে? আমি কে? বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগান দিতে শোনা যায়।
রিভার্স ইমেজ সার্চ করে ‘Rao Faheem’ নামের একটি এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে গত ৫ আগস্ট প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে সংযুক্ত একাধিক ভিডিওর দৃশ্যের সাথে আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়। জানা যায়, এটি সোয়াবি জলসা (Swabi jalsa) নামক একটি সমাবেশের।
এই সূত্রে পাওয়া পাকিস্তানের ডন পত্রিকার ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দল সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাসের এক বছর পূর্তি উপলক্ষ্যে সোয়াবি অঞ্চলে একটি বড় সমাবেশের আয়োজন করে। পিটিআই নেতারা ইমরান খানের মুক্তির দাবি জানিয়ে সরকার ও বিচার বিভাগকে সমালোচনা করেন
‘PTI Khyber Pakhtunkhwa’ নামের একটি ভেরিফাইড ফেসবুক পেজে এই জলসার ৪ ঘণ্টাব্যাপী একটি লাইভ ভিডিও পাওয়া যায়, তবে সেখানে ‘তুমি কে আমি কে? বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগানটি শোনা যায়নি। ভিডিওতে থাকা স্লোগানটি উল্লিখিত প্রথম ভিডিওর অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশিদের স্লোগানের সাথে সম্পূর্ণভাবে মিলে যায়।
অর্থাৎ, অন্য একটি ভিডিওর অডিও ডিজিটাল পদ্ধতিতে এডিট করে পাকিস্তানের পিটিআই সমাবেশের ভিডিওতে জুড়ে দিয়ে পাকিস্তানে ‘তুমি কে? আমি কে? বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগান দেওয়া হয়েছে বলে প্রচার করা হচ্ছে।
পঞ্চম ভিডিও যাচাই
পঞ্চম ভিডিওতেও একটি বৃহৎ সমাবেশের মঞ্চ থেকে ‘তুমি কে আমি কে? বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগান দিতে শোনা যায়।
রিভার্স ইমেজ সার্চ করে, ‘Zartaj Gul Wazir’ নামের একটি পাকিস্তান ভিত্তিক ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একই ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এই ভিডিওটিও পিটিআইয়ের জলসার এবং এটিতেও অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশিদের স্লোগানের অডিও এডিট করে যোগ করা হয়েছে।
সুতরাং, পাকিস্তানে ‘তুমি কে আমি কে? বাংলাদেশ বাংলাদেশ’ বলে স্লোগান দেওয়া হচ্ছে দাবিতে প্রচারিত বিষয়টি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s own investigation.
- Mohammad Sahine – Facebook Post
- Jaedi Sajib – Facebook Post
- Sajjad Reviews – YouTube Video
- Google Maps – Alhamra Arts Council
- JI Youth District West – Facebook Post
- Jamaat-e-Islami Karachi East – Facebook Post
- Tufail Mehmood – Facebook Post
- Arab News – Pakistan party ends weeks-long protest against electricity prices after deal with government
- Rao Faheem – X Post
- Dawn – PTI marks Imran’s ‘year in prison’ with Swabi jalsa
- PTI Khyber Pakhtunkhwa – Facebook Post
- Zartaj Gul Wazir – Instagram Post