ভারতে আবিষ্কৃত নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নাম রবীন্দ্রনাথ ঠাকুর নয়

সম্প্রতি, ভারতে আবিষ্কৃত হয়েছে নতুন প্রজাতির একটি ব্যাকটেরিয়া। গবেষকরা এর নাম রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন শীর্ষক একটি দাবি কতিপয় গণমাধ্যমসহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন ডিবিসি নিউজ, বাংলাদেশ জার্নাল, বিবিএস বাংলা (ফেসবুক)। 

রবীন্দ্রনাথ ঠাকুর

একই দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজের পোস্টসহ অন্যান্য পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

একই দাবিতে টিকটকের ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতে আবিষ্কৃত নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নাম রবীন্দ্রনাথ ঠাকুর নয় বরং সংশ্লিষ্ট গবেষকরা এর নাম দিয়েছেন ‘প্যান্টোইয়া টেগোরি’।‌

এ বিষয়ে জানতে কিওয়ার্ড সার্চ করে ভারতের সংবাদমাধ্যম NDTV এর ওয়েবসাইটে গত ২৪ ডিসেম্বর Pantoea Tagorei: Visva-Bharati University Names Plant-Beneficial Bacteria After Rabindranath Tagore শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের মাইক্রোবায়োলজি ল্যাবের অধ্যাপক বোম্বা দাম ও তার পাঁচ সহকারী গবেষক পাঁচ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে একটি ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন। এর নামকরণ করা হয়েছে ‘প্যান্টোইয়া টেগোরি’।‌ 

রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই ব্যাকটেরিয়ার নামকরণ কেন এমন প্রশ্নে গবেষকরা বলছেন, রবিঠাকুর নিজে গাছপালা পছন্দ করতেন এবং কৃষিকাজে তার নিজের নানা রকমের অবদান রয়েছে। কৃষির উন্নতির জন্য তিনি বিজ্ঞানসাধনায় উৎসাহও দিতেন। 

অনুসন্ধানে গবেষণা দলটির সদস্য অরজিত মিশ্র কর্তৃক তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এ সংক্রান্ত একটি টুইট খুঁজে পাওয়া যায়। 

টুইটে তিনি জানান, ব্যাকটেরিয়া আবিষ্কারের ঘটনাটির মাধ্যমে তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানাতে তার নামের সাথে মিল রেখে ‘প্যান্টোইয়া টেগোরি’ নাম দিয়েছেন৷ 

Screenshot: X

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছিল, ব্যাকটেরিয়া আবিষ্কার সংক্রান্ত এই গবেষণা প্রতিবেদনটি ইন্ডিয়ান জার্নাল অফ মাইক্রোবায়োলজিতে (Indian Journal of Microbiology) প্রকাশিত হয়েছে। 

পরবর্তীতে জার্নালটিতে গত ১৪ ডিসেম্বর Pantoea tagorei sp. nov., a Rhizospheric Bacteria with Plant Growth-Promoting Activities শিরোনামে প্রকাশিত গবেষণা প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Springer 

এই প্রতিবেদনেও ব্যাকটেরিয়াটির নামের বিষয়ে একই তথ্য উল্লেখ পাওয়া যায়।

মূলত, ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি একটি ব্যাকটেরিয়া আবিষ্কারের কথা জানিয়েছেন যার নামকরণ রবীন্দ্রনাথ ঠাকুরের নামের সাথে মিল রেখে রাখা হয়েছে ‘প্যান্টোইয়া টেগোরি’।‌ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি সম্মান জানাতে এই নামকরণ করা হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। এই ঘটনাকে ব্যাকটেরিয়াটির নাম রবীন্দ্রনাথ ঠাকুর রাখা হয়েছে শীর্ষক দাবিতে গণমাধ্যমে প্রচার করা হয়েছে।

সুতরাং, ভারতে নতুন আবিষ্কৃত ব্যাকটেরিয়ার নাম ‘প্যান্টোইয়া টেগোরি’ দেওয়া হলেও এর নাম রবীন্দ্রনাথ ঠাকুর দাবিতে কতিপয় গণমাধ্যমে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img