শার্শা উপজেলা আওয়ামী লীগ সভাপতির লাশ উদ্ধারের দাবিটি ভুয়া

সম্প্রতি, ‘যশোর শার্শা উপজেলা মান্দারতলা এবং স্বরূপদাহ সংলগ্ন ব্রীজের সামনে পানিতে উপজেলা আওয়ামীলীগের সভাপতির লাশ পাওয়া গেছে তিনি দু-দিন আগে নিখোঁজ হয়েছিলেন। এখন খালে-বিলে আর মাছ পাওয়া যায় না আওয়ামীলীগের নেতাকর্মীদের লা’শ পাওয়া যায়’ (বানান অপরিবর্তিত) দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটিতে দেখানো উদ্ধার হওয়া লাশ শার্শা উপজেলা আওয়ামী লীগ সভাপতি নয়। প্রকৃতপক্ষে, গত ২২ আগস্ট যশোরের শার্শা উপজেলায় বিল থেকে খায়রুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। উক্ত ঘটনার ভিডিও ফুটেজ আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। কিছু গণমাধ্যমে নিহত খায়রুল ইসলাম স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে উল্লেখ করেন।

অনুসন্ধানে ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে দৈনিক ইত্তেফাক -এর ওয়েবসাইটে গত ২৩ আগস্ট ‘বিকেলে নিখোঁজ, সকালে বিলে ভেসে উঠলো বিএনপি কর্মীর মরদেহ’ শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে ব্যবহৃত ফিচার ইমেজের সাথে আলেচিত দাবিতে প্রচারিত ভিডিওর একটি নির্দিষ্ট ফ্রেমের সাদৃশ্য রয়েছে।

প্রতিবেদনটি থেকে জানা যায়, বেনাপোলের সীমান্তবর্তী উপজেলা শার্শার স্বরুপদাহ গ্রামের মালশা কুড়া বিল থেকে খায়রুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরদিন শুক্রবার (২২ আগস্ট) সকালে মালশা কুড়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, ‘নিহত খায়রুল ইসলাম বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামের নুর মোহাম্মাদের ছেলে। স্থানীয় বিএনপি রাজনীতিতে জড়িত ছিলেন।’

প্রতিবেদন থেকে আরও জানা যায়, নিহত খায়রুল ইসলামের আপন চাচাতো ভাই বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি। 

এই বিষয়ে বাংলাদেশ প্রতিদিন -এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

প্রতিবেদন দুইটিতে নিহত ব্যক্তি বিএনপি রাজনীতির সাথে জড়িত বলে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে, শার্শা উপজেলার আওয়ামী লীগ সভাপতির পরিচয় সম্পর্কে জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ঢাকা টাইমস২৪ -এর ওয়েবসাইটে ২০২৪ সালের ২০ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতির নাম সিরাজুল হক মঞ্জু। এদিকে আলোচিত ভিডিও নিহত ব্যক্তির নাম খায়রুল ইসলাম। অর্থাৎ, লাশ উদ্ধার হওয়া ব্যক্তি শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নন।

সুতরাং, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতির লাশ উদ্ধারের এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img