আতিফ আসলামের কনসার্টে মুনজেরিন শহীদ যাননি, ভিন্ন নারীর ছবি দিয়ে ভুল দাবি ফেসবুকে

গত ১৯ এপ্রিল ঢাকায় একটি কনসার্টে গান গেয়ে শোনান পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলাম। এই কনসার্টে অনলাইন শিক্ষা প্লাটফর্ম টেন মিনিট স্কুলের শিক্ষক এবং কনটেন্ট ক্রিয়েটর মুনজেরিন শহীদ উপস্থিত হন দাবি করে ফেসবুকের কিছু পোস্টে বলা হচ্ছে, তিনি স্টেজে উঠে আতিফকে জড়িয়ে ধরেন।

আতিফ আসলামের

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ঢাকায় আতিফ আসলামের সাম্প্রতিক কনসার্টের মাঝেই স্টেজে উঠে আতিফকে জড়িয়ে ধরা নারী মুনজেরিন শহীদ নয় বরং মুনজেরিন এই কনসার্টেই উপস্থিত ছিলেন না। ভিন্ন নারীর ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে নারী ভক্ত কর্তৃক আতিফ আসলামকে জড়িয়ে ধরার মুহূর্তের ভিডিও ফুটেজ ওপেন সোর্স থেকে খুঁজে বের করেছে রিউমর স্ক্যানার। 

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত নারীর সাথে মুনজেরিন শহীদের শারীরিক গঠন, উচ্চতাসহ দৃশ্যমান একাধিক অমিল পাওয়া যাচ্ছে। এছাড়াও উক্ত নারীর চোখে চশমা দেখা যাচ্ছে না, কিন্তু মুনজেরিন শহীদ সবসময় চশমা ব্যবহার করে থাকেন।

Comparison: Rumor Scanner 

এ বিষয়ে জানতে মুনজেরিনের স্বামী এবং টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের সাথে কথা বলেছে রিউমর স্ক্যানার। তিনি আমাদের জানিয়েছেন, তিনি বা মুনজেরিন কেউই সেদিন কনসার্টে উপস্থিত ছিলেন না।

মূলত, গত ১৯ এপ্রিল ঢাকায় একটি কনসার্টে গান গেয়ে শোনান পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলাম। এই কনসার্টে অনলাইন শিক্ষা প্লাটফর্ম টেন মিনিট স্কুলের শিক্ষক মুনজেরিন শহীদ উপস্থিত হন দাবি করে ফেসবুকের কিছু পোস্টে বলা হচ্ছে, তিনি স্টেজে উঠে আতিফকে জড়িয়ে ধরেন। কিন্তু রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, দাবিটি সঠিক নয়। এই নারী মুনজেরিন শহীদ নয়। তাছাড়া, মুনজেরিন সেদিন এই কনসার্টে উপস্থিত ছিলেন না বলে নিশ্চিত হয়েছে রিউমর স্ক্যানার৷ 

সুতরাং, ঢাকায় কনসার্টে আতিফ আসলামকে জড়িয়ে ধরেন মুনজেরিন শহীদ শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।   

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img