সম্প্রতি, “হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো সেনাবাহিনী, রাতেই সারাদেশে সেনা মোতায়ন” শীর্ষক শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে(আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, সেনাবাহিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি বরং কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই অধিক ভিউ পাওয়ার আশায় চটকদার শিরোনাম এবং থাম্বনেইল ব্যবহার করে আলোচিত ভিডিওটি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতেই আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, আলোচিত ভিডিওটি ভিন্ন ভিন্ন কয়েকটি ঘটনার ভিডিও ফুটেজ ব্যবহার করে তৈরি করা হয়েছে।
ভিডিও যাচাই-১
প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে Channel 24 এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২৭ মে “যুদ্ধ করতে চান? ৩০ মিনিটও টিকবেন না’ | Rangamati | Army Commander | Channel 24” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, পার্বত্য নিউজ এর ওয়েবসাইটে ২০২১ সালে প্রকাশিত “পার্বত্য কোটা উপজাতি, অউপজাতি সবার জন্য প্রযোজ্য হতে হবে- মে. জে. সাইফুল আবেদীন” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীন ২০২১ সালের ২৬ মে রাঙামাটিতে এপিবিএন আঞ্চলিক কার্যালয় উদ্বোধনকালে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। সেসময় পার্বত্য চট্টগ্রাম এলাকায় সন্ত্রাসীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা যদি যুদ্ধ করতে চান, আসুন যুদ্ধ করি । আপনারা এক হাজার দুই হাজার তিন হাজার লোক নিয়ে, আর এই ক’টা অস্ত্র নিয়ে আমাদের সাথে যদি যুদ্ধ করতে চান, আধা ঘন্টাও টিকতে পারবেন না।”
অর্থাৎ, সেনা কর্মকর্তা মেজর জেনারেল সাইফুল আবেদীনের বক্তব্যটি পুরোনো এবং ভিন্ন প্রেক্ষাপটে দেওয়া।
ভিডিও যাচাই-২
প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে Cumillar Kagoj এর ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৪ মার্চ “কুমিল্লায় মাঠে নেমেছে সেনাবাহিনী, পুরোদমে কাল থেকে-” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, কালের কণ্ঠ এর ওয়েবসাইটে ২০২০ সালের ২৪ মার্চ “কুমিল্লায় মাঠে সেনাবাহিনী, পুরোদমে কাল থেকে” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২০ সালে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে কুমিল্লায় মাঠে নামে সেনাবাহিনী। সেসময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর ৩১ বীরের অধিনায়ক লে. কর্নেল মাহাবুব আলম বলেন, কুমিল্লা শহরে একটি ক্যাম্প এবং বাকিগুলো অন্য এমন স্থানে করা হবে যাতে একটি স্থান থেকে দুই-তিনটি উপজেলায় সহজে যাওয়া যায়।
অর্থাৎ, সেনা কর্মকর্তার ভিডিওটি করোনা ভাইরাস মহামারির সময়ের।
ভিডিও যাচাই-৩
প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, Bangla Info Tube এর ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ২৩ ডিসেম্বর “নির্বাচনে মাঠে সেনাবাহিনী! ! Live With Shahed Alam I Bangladesh Election talk I Vote 2018” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওতে, ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা করতে দেখা যায়।
অর্থাৎ, আলোচিত ভিডিওতে ব্যবহৃত ফুটেজগুলো পুরোনো এবং ভিন্ন ভিন্ন প্রসঙ্গের।
উল্লেখ্য, স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের নিমিত্তে ইন এইড টু দ্যা সিভিল পাওয়ারের আওতায় সমগ্র বাংলাদেশের ৩০০টি নির্বাচনী এলাকায় আগামী ৩ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে।
মূলত, আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুশৃঙ্খলভাবে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনার নিমিত্তে স্থানীয় বেসরকারি প্রশাসনকে সহায়তার জন্য সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচন বর্জন করে বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন গ্রহণের দাবিতে দীর্ঘদিন ধরে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে। এসব ঘটনায় প্রতিদিনই বিভিন্ন ধরনের তথ্য ইন্টারনেটে প্রচারিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় “হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো সেনাবাহিনী, রাতেই সারাদেশে সেনা মোতায়ন” শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়। তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটি সঠিক নয়। অধিক ভিউ পাবার আশায় পুরোনো ভিন্ন ভিন্ন ভিডিওর খণ্ডাংশ যুক্ত করে করে তাতে চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই আলোচিত দাবির ভিডিওটি প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বেও চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে বিভিন্ন ভুয়া তথ্য প্রচারের প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কয়েকটি প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সেনাবাহিনী যুদ্ধ ঘোষণা করেছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Channel 24: “যুদ্ধ করতে চান? ৩০ মিনিটও টিকবেন না’ | Rangamati | Army Commander | Channel 24”
- পার্বত্য নিউজ: “পার্বত্য কোটা উপজাতি, অউপজাতি সবার জন্য প্রযোজ্য হতে হবে- মে. জে. সাইফুল আবেদীন”
- Cumillar Kagoj: “কুমিল্লায় মাঠে নেমেছে সেনাবাহিনী, পুরোদমে কাল থেকে-”
- কালের কণ্ঠ: “কুমিল্লায় মাঠে সেনাবাহিনী, পুরোদমে কাল থেকে”
- Bangla Info Tube: “নির্বাচনে মাঠে সেনাবাহিনী! ! Live With Shahed Alam I Bangladesh Election talk I Vote 2018”