কুমিল্লায় আর্জেন্টিনা হারায় হার্ট অ্যাটাকে মৃত্যুর সংবাদটি মিথ্যা

সম্প্রতি “আর্জেন্টিনার পরাজয়ে কুমিল্লার নিমসারের শিকারপুরে হার্টএটাকে  এক সমর্থকের মৃত্যু।” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মূলধারার গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

গণমাধ্যমে প্রচারিত সংবাদ দেখুন
প্রথমআলোনয়াদিগন্ত, বিজনেস বাংলাদেশ, সংবাদ প্রকাশবাংলাদেশ জার্নাল, ভোরের কাগজ, bd24live, সময়ের আলো, ডেইলি বাংলাদেশ, News24ডেইলি ক্যাম্পাস, ঢাকা প্রকাশ, Bd24report,ইনকিলাব, রাইজিং বিডি, ঢাকা মেইল, মানবকন্ঠবাংলা ভিশন, এস এ টিভি, জনকণ্ঠ, দেশ রুপান্তর, আরটিভি, পূর্ব পশ্চিম, অলরাউন্ডার, কুমিল্লার কাগজ, যুগান্তর, জুম বাংলা

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আর্জেন্টিনার পরাজয়ে কুমিল্লার নিমসারের শিকারপুরে কাউসার জাভেদ কাকন নামে এক ব্যক্তির মৃত্যুর সংবাদটি সঠিক নয় বরং তিনি পূর্বে থেকেই হার্টের রোগী ছিলেন।

আর্জেন্টিনার পরাজয়ে কাউসার জাভেদ কাকনের মৃত্যুর বিষয়টির সত্যতা যাচাইয়ে রিউমর স্ক্যানার টিম নিমসারের শিকারপুরের স্থানীয়, সাবেক ও বর্তমান দুইজন ইউপি সদস্যের সঙ্গে যোগাযোগ করে। 

এর মধ্যে স্থানীয় তরুণ আল আমিন রিউমর স্ক্যানারকে জানান, “যিনি মারা গেছেন উনার নাম কাকন। উনার আগে থেকেই হার্টের সমস্যা ছিল। উনার পাশে যারা খেলা দেখেছে, ওয়ার্ডের সাবেক মেম্বার আবু নাসের সহ যারা ছিল তারা বলেছেন, মৃত কাকনকে কোনো দল সাপোর্ট করা বা খেলায় উত্তেজিত দেখি নাই৷ খেলা দেখার সময় কাকন শরীর খারাপ লাগার কথা বললে তাকে হাসপাতালে নিতে নিতেই তিনি মারা যান।”

তার বক্তব্যের সূত্রে রিউমর স্ক্যানার টিম সাবেক মেম্বার ও নিহতের চাচাতো ভাই আবু নাসেরের সঙ্গে যোগাযোগ করে। 

তিনি রিউমর স্ক্যানারকে জানান, “উনি খেলার মধ্যে কোনো সাপোর্টার ছিল না। উনার আগে থেকেই হার্টের সমস্যা ছিল। খেলা চলাকালীন উনি অসুস্থ হয়ে পড়ে মৃত্যুবরণ করেন৷”

এছাড়া ঐ এলাকার বর্তমান ইউপি সদস্য ও সমকাল পত্রিকার বুড়িচং প্রতিনিধি জাকির হোসেন কাকনের পরিবার সূত্রে রিউমর স্ক্যানারকে জানান, “কাকন কোনো ফুটবল বা আর্জেন্টিনা সাপোর্ট করে না৷ উনি অনেকদিন যাবৎ হার্টের রোগী। খেলার শুরুতেই উনার হার্টের ব্যথা উঠে৷ পরে উনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ যেভাবে বলা হচ্ছে, খেলার শেষ মুহূর্তে  আর্জেন্টিনা হেরে যাওয়ায় হার্ট অ্যাটাকে মারা গেছে বিষয়টা তেমন না৷”

পরবর্তীতে একাধিক গণমাধ্যম সূত্রেও তাদের বক্তব্যের সত্যতা মিলে।


মূলধারার অনলাইন গণমাধ্যম NewsBangla24 তাদের ওয়েবসাইটে “‘আর্জেন্টিনার গোল খাওয়া দেখে নয়, কাকনের মৃত্যু পুরোনো অসুস্থতায়’” শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনে সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিনকে উদ্ধৃত করে গণমাধ্যমটি জানায়, কাকন দীর্ঘদিন ধরে অ্যাজমা ও হার্টের সমস্যায় ভুগছিলেন। শ্বাস-প্রশ্বাস ঠিক রাখতে তিনি নিয়মিত ইনহেলার ব্যবহার করতেন।

পাশাপাশি কাকনের ভাই শাহিদ হাসান সোহেলকে উদ্ধৃত করে গণমাধ্যমটি আরও জানায়, তার ভাই বিকেলে খেলা দেখছিলো। তখনও সৌদি আরব আর আর্জেন্টিনার জয়-পরাজয় নির্ধারিত হয়নি। হঠাৎ আমার ভাই অসুস্থ হয়ে পড়েন। আমরা তাকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এছাড়া মূলধারার আরেকটি অনলাইন গণমাধ্যম bdnews24 ২৩ নভেম্বর “কুমিল্লার কাঁকনের মৃত্যু ‘হৃদরোগে’, পত্রিকার খবরে পরিবারের ক্ষোভ” শীর্ষক শিরোনামে প্রকাশিত তাদের একটি প্রতিবেদনে মৃত কাকনের বন্ধু কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার বাসিন্দা ও কুমিল্লা সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরকার মাহমুদ জাভেদের সূত্রে জানায়, কাকন কখনোই আর্জেন্টিনার অন্ধ সমর্থক ছিল না। খেলা চলাকালীন তার মৃত্যু হয়েছে। কিন্তু আর্জেন্টিনার পরাজয়ে মৃত্যু হয়েছে, বিষয়টি ভিত্তিহীন ছাড়া কিছু নয়।

এছাড়া কাকনের মৃত্যুর প্রকৃত ঘটনা নিয়ে অন্যান্য গণমাধ্যমের সংবাদ দেখুন বাংলা ট্রিবিউন, একাত্তর, সমকাল, ঢাকা পোস্ট, ডেইলি স্টার, নিউজবাংলা২৪, কালের কণ্ঠ, বিডিনিউজ২৪

মূলত, কুমিল্লার নিমসারের শিকারপুর গ্রামের কাউসার জাভেদ কাকন আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন৷ তিনি ২২ নভেম্বর, মঙ্গলবার বিকালে কাতারে চলমান ফুটবল বিশ্বকাপের সৌদি আরব বনাম আর্জেন্টিনার ম্যাচটি দেখছিলেন। তবে খেলার শুরুতেই তার হার্টের ব্যথা উঠেছিল। এ প্রসঙ্গে ঐ এলাকার  ইউপি সদস্য ও সমকাল পত্রিকার বুড়িচং প্রতিনিধি জাকির হোসেন কাকনের পরিবার সূত্রে রিউমর স্ক্যানারকে জানান, “কাকন কোনো ফুটবল বা আর্জেন্টিনা সাপোর্ট করে না৷ উনি অনেকদিন যাবৎ হার্টের রোগী। খেলার শুরুতেই উনার হার্টের ব্যথা উঠে৷ পরে উনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ যেভাবে বলা হচ্ছে, খেলার শেষ মুহূর্তে আর্জেন্টিনা হেরে যাওয়ায় হার্ট অ্যাটাকে মারা গেছে বিষয়টা তেমন না৷” অর্থাৎ কাকন আগে থেকেই হৃদরোগে আক্রান্ত। আর্জেন্টিনা হেরে যাওয়াতেই কাকন হার্ট অ্যাটাক করেছেন বিষয়টি তেমন নয়। এছাড়া স্থানীয় অন্যান্যদের ও একাধিক গণমাধ্যম সূত্রেও আর্জেন্টিনা হেরে যাওয়ায় কাকনের হার্ট অ্যাটাকের তথ্যটির সত্যতা পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর, মঙ্গলবার কাতারে চলমান বিশ্বকাপের সি গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ল্যাটিন আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এতে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারে লিওনেল মেসির দলটি।

সুতরাং, আর্জেন্টিনার পরাজয়ে কুমিল্লার নিমসারের শিকারপুরে কাউসার জাভেদ কাকন নামে এক ব্যক্তির মৃত্যুর সংবাদটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img