সম্প্রতি, অনুপমা রায় সুচি (Anupoma Roy Suchi) নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে দাবি করে একটি পোস্ট দেওয়া হয়েছে। পোস্টটিতে লেখা রয়েছে, “আমি একজন জুলাই যো/দ্ধা হয়ে আজ বলতে বাধ্য হচ্ছি, সুযোগ পেলে আবার মাঠে নামবো ” শেখ হাসিনা কে ফিরিয়ে আনার জন্য..! জুলাই আন্দোলন করাটা আমাদের সব থেকে বড় ভুল ছিলো। কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ, হাসনাত, সারজিস, আসিফ, তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আমাদের ব্যবহার করে যা আমরা আগে বুঝতে পারি নাই। ইউনুস ক্ষমতার লোভে ৮ মাসে দেশের অংশ ভাড়া দেওয়া শুরু করেছে। এবং দেশ ধংসের পথে চলে এসেছে। শেখ হাসিনা বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী ছিলো।”
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, গাজীপুরের ছাত্রলীগ নেতা নাসির মোড়লসহ অনেককেই পোস্টটি শেয়ার করতে দেখা গেছে।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, ‘অনুপমা রায় সুচি’ নামে ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টটি প্রকৃত কোনো ব্যক্তির নয়, এটি একটি ভুয়া অ্যাকাউন্ট। অ্যাকাউন্টটি চলতি বছরের এপ্রিল মাসে খোলা হয়েছে এবং এতে ব্যবহার করা হয়েছে একজন ভারতীয় নারীর ছবি। অর্থাৎ, ভারতীয় নারীর ছবি ব্যবহার করে এই ভুয়া অ্যাকাউন্টটি কথিত ‘জুলাই যোদ্ধা’ সেজে পোস্টটি করেছে।
এ বিষয়ে অনুসন্ধানে শুরুতে অনুপমা রায় সুচি নামের ফেসবুক অ্যাকাউন্টটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি চলতি বছরের এপ্রিলে খোলা হয়েছে। অ্যাকাউন্টটির টাইমলাইনে আলোচিত পোস্টটির আগে কয়েকটি ছবি পোস্ট ছাড়া আর অন্য কোনো দৃশ্যমান পোস্ট নেই। অ্যাকাউন্টে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ‘পিয়ার আলী বিশ্ববিদ্যালয়, মাওনা, গাজীপুর’ উল্লেখ করা হয়েছে।

জুলাইযোদ্ধা দাবি করে দেওয়া আলোচিত পোস্টটিতে গাজীপুরের ছাত্রলীগ নেতা নাসির মোড়লসহ ৫ জন আওয়ামী লীগ/ ছাত্রলীগ নেতাকে ট্যাগ করা হয়েছে।
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, ‘অনুপমা রায় সুচি’ নামের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল, কভারসহ সব ছবি নেওয়া হয়েছে ‘তিথি বিশ্বাস’ নামের একজন ভারতীয় নারীর ফেসবুক প্রোফাইল থেকে।

অর্থাৎ, তিথি বিশ্বাস নামের এক ভারতীয় নারীর ছবি ব্যবহার করে একটি ভুয়া অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে এবং সেই অ্যাকাউন্ট থেকে ‘জুলাইযোদ্ধা’ সেজে পোস্টটি দেওয়া হয়েছে।
অনুপমা রায় সূচক ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল ছবিটি গত ৪ দিন পূর্বে আপলোড করা হয়েছে। তিথি বিশ্বাস নামের ভারতীয় নারীর ফেসবুক অ্যাকাউন্টে এই ছবিটি ২০২৪ সালের ফেব্রুয়ারির একটি পোস্টে পাওয়া গেছে।
অনুপমা অ্যাকাউন্টটি তার ফেসবুক কাভার ফটোতে তিনজন নারীর একটি ছবি গত ২৬ এপ্রিল আপলোড করেন। তিথি বিশ্বাস নামের ভারতীয় উক্ত নারীর অ্যাকাউন্টে গত ১৪ এপ্রিল চারটি ছবি যুক্ত করে কোয়েল বিশ্বাস এবং শিবানী মণ্ডল নামের দুজন নারীকে ট্যাগ করে দেওয়া পোস্টে এই ছবিটি পাওয়া যায়।
এছাড়াও, অনুসন্ধানে এটি নিশ্চিত হওয়া গেছে যে, কথিত জুলাইযোদ্ধা সেজে পোস্ট দেওয়া অনুপমা রায় তিথি নামের ফেসবুক অ্যাকাউন্টের সকল ছবিই ভারতীয় নারী তিথি বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে নেয়া হয়েছে।

সুতরাং, ভারতীয় নারীর ছবি ব্যবহার করে নিজেকে জুলাইযোদ্ধা দাবি করে ফেসবুকে পোস্টকারী অনুপমা রায় সুচি নামের একটি অ্যাকাউন্টটি ভুয়া।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis