গত ১৬ জুলাই বিশ্বব্যাপী জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লের একটি কনসার্টে এক অস্বস্তিকর ঘটনার জন্ম দেন মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাস্ট্রোনোমার কোম্পানির সিইও অ্যান্ডি বায়রন। কনসার্ট চলাকালীন তিনি নিজ কোম্পানির এইচআর-প্রধান এক নারী কর্মকর্তাকে জড়িয়ে ধরেন। এরই প্রেক্ষিতে সম্প্রতি গণমাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, অ্যান্ডি বায়রন এ ঘটনায় ক্ষমা চেয়েছেন। বায়রনের ক্ষমা চেয়ে দেওয়া বিবৃতি দাবিতে একটি ছবিও আলোচিত দাবিতে প্রচারিত সংবাদে সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে বায়রনের বিবৃতি দাবিতে বলা হয়, “সম্প্রতি প্রকাশিত হওয়া এক বিবৃতিতে বায়রন বলেন, ‘সময়টা একটি সংগীতময় ও আনন্দঘন রাত হওয়ার কথা ছিল, তবে তা এক গভীর ব্যক্তিগত ভুলে পরিণত হয়েছে — যা জনসম্মুখে ঘটে গেছে। আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি আমার স্ত্রী, আমার পরিবার এবং অ্যাস্ট্রোনোমার টিমের কাছে। একজন সঙ্গী, একজন বাবা এবং একজন নেতা হিসেবে আপনারা আমার কাছ থেকে এর চেয়ে অনেক ভালো কিছু আশা করেন এবং আমি বিশ্বাস করি আপনারা তার যোগ্য।’ নিজের সমালোচনা করে বায়রন বলেন, ‘আমি এমন একজন মানুষ হতে চাই না যে এইভাবে নিজের গড়া প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে। আমি সময় নিচ্ছি আত্মপর্যালোচনার জন্য, নিজের দায়িত্ব গ্রহণের জন্য এবং ব্যক্তিগত ও পেশাগতভাবে সামনে কী করব, তা নির্ধারণের জন্য। এই প্রক্রিয়া চলাকালীন আমি সবার কাছে গোপনীয়তা কামনা করছি।’ তিনি প্রশ্ন রেখে বলেন, ‘পাশাপাশি আমি বিষয়টি নিয়েও উদ্বিগ্ন, যে একটি ব্যক্তিগত মুহূর্ত আমার অনুমতি ছাড়াই জনসম্মুখে ছড়িয়ে পড়েছে। আমি শিল্পী ও বিনোদন জগতকে শ্রদ্ধা করি, কিন্তু আশা করি আমরা সবাই একটু গভীরভাবে চিন্তা করবো। অন্য কারও জীবনের ব্যক্তিগত মুহূর্তকে মানুষের পরিহাসের উপকরণ বানানো কতটা নৈতিক।’ সবশেষে তার প্রিয় এক বন্ধুর একটি গানের লাইন লিখে বলেন, ‘ “আলো তোমার পথ দেখাবে গন্তব্যের দিকে,আর জ্বালিয়ে দেবে তোমার হাড়-মজ্জা, তবে আমি চেষ্টা করব তোমায় সারিয়ে তুলতে।””

এরূপ দাবিতে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন: ইনকিলাব, বাঙি নিউজ।
এরূপ দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে গণমাধ্যমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে গণমাধ্যমের থ্রেডস অ্যাকাউন্টে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাস্ট্রোনোমার কোম্পানির সিইও অ্যান্ডি বায়রন কোল্ডপ্লে কনসার্টের ঘটনায় ক্ষমা চেয়ে বক্তব্য দেওয়ার দাবিটি সঠিক নয়। বরং, অ্যাস্ট্রোনোমার কোম্পানি এর মতে, একটি প্যারোডি অ্যাকাউন্ট থেকে আলোচিত বিবৃতিটির উৎপত্তি হয়েছে।
অনুসন্ধানে আলোচিত প্রযুক্তি কোম্পানি ‘অ্যাস্ট্রোনোমার’ এর এক্স অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে গত ১৯ জুলাইয়ে প্রচারিত একটি এক্স পোস্ট পাওয়া যায়। পোস্টটির এক পর্যায়ে বলা হয়, “অ্যান্ডি বায়রন কোনো বিবৃতি দেননি; (এর বিপরীতে) অন্য যেসব খবর আসছে, তা সম্পূর্ণ ভুল।” (অনূদিত) এরপর ১৯ জুলাইয়ের আরেকটি পোস্টে বলা হয়, বায়রনকে ছুটিতে রাখা হয়েছে এবং ২০ জুলাইয়ে আরেক পোস্টে জানানো হয়, “পূর্বে উল্লেখিত অনুযায়ী, অ্যাস্ট্রোনোমার প্রতিষ্ঠার শুরু থেকেই যে মূল্যবোধ ও সংস্কৃতির ভিত্তিতে পরিচালিত হয়েছে, আমরা তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নেতৃবৃন্দের কাছে আমরা আচরণ ও জবাবদিহিতার সর্বোচ্চ মান প্রত্যাশা করি, এবং সম্প্রতি সেই মান পূরণ হয়নি। অ্যান্ডি বায়রন পদত্যাগপত্র জমা দিয়েছেন, এবং পরিচালনা পর্ষদ তা গ্রহণ করেছে। পরবর্তী প্রধান নির্বাহী কর্মকর্তার সন্ধানে পরিচালনা পর্ষদ কাজ শুরু করবে, এ সময় সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পণ্য কর্মকর্তা পিট ডিজয় অস্থায়ী সিইও হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।” (অনূদিত) তবে কোথাও বায়রন ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন এরূপ উল্লেখ পাওয়া যায়নি।
এছাড়া, প্রতিবেদনটি প্রকাশ হওয়ার মূহুর্তে বায়রনের লিংকড-ইন বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট পাওয়া যায়নি।
এছাড়া, অনুসন্ধানে দেখা যায় আলোচিত বিবৃতিটি বায়রনের আসল কি না এরূপ প্রশ্নের জবাবে অ্যাস্ট্রোনোমার কোম্পানির সাবেক সিইও ও সহ-প্রতিষ্ঠাতা রি ওয়াকার জানান, এটি ‘সুপার ফেইক’ বা ভুয়া।
এছাড়াও, এ বিষয়ে ফ্রান্সভিত্তিক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘এএফপি ফ্যাক্টচেকিং’ এর ওয়েবসাইটে এ বিষয়ে প্রকাশিত একটি ফ্যাক্টচেক প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে আলোচিত বিবৃতিটি ভুয়া বলে জানানো হয়। এছাড়াও, প্রতিবেদনটিতে বলা হয়, অ্যাস্ট্রোনোমারের মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মার্ক হুইলার এএফপিকে জানান, “অনলাইনে অ্যান্ডি বায়রনের নামে ছড়ানো বক্তব্যটি সম্পূর্ণ ভুয়া। এটি একটি ট্রোল অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয়েছে এবং এটি নিঃসন্দেহে ভুয়া”।
প্রতিবেদনটিতে আরো বলা হয়, হুইলার যে “ট্রোল অ্যাকাউন্ট”-এর কথা বলছেন, সেটি হচ্ছে “@PeterEnisCBS” নামের এক্স প্রোফাইল, যেটি ১৭ জুলাই এই ভুয়া বক্তব্যের ছবি পোস্ট করে এবং পরে প্ল্যাটফর্মের নীতিমালা ভঙ্গের কারণে সাসপেন্ড করা হয়। ওই অ্যাকাউন্টটি নিজেকে “CBS News”-এর রিপোর্টার “Peter Enis” হিসেবে পরিচয় দিচ্ছিল, কিন্তু CBS-এর ওয়েবসাইটে ঐ নামে কোনো প্রতিবেদকের লেখা খুঁজে পাওয়া যায়নি। অ্যাকাউন্টটির বায়োর স্ক্রিনশট থেকে জানা যায়, এক সময় সেটিকে “প্যারোডি” হিসেবেও ট্যাগ করা হয়েছিল। অ্যাকাউন্টটি কোনো গণমাধ্যমকর্মীর কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত বিবৃতিটি বায়রনের হওয়ার সপক্ষে পর্যাপ্ত তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাস্ট্রোনোমার কোম্পানির সিইও অ্যান্ডি বায়রন কোল্ডপ্লে কনসার্টের ঘটনায় ক্ষমা চেয়ে বক্তব্য দিয়েছেন দাবিতে প্রচারিত বিবৃতিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Astronomer – X Post
- Ry Walker – X Reply
- AFP Factcheck – ‘Fake’ Astronomer CEO statement circulates after viral Coldplay concert video
- Rumor Scanner’s analysis