আসন্ন ঈদে মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলোর মধ্যে অন্যতম শবনম বুবলী ও রোশানের অভিনীত সিনেমা ‘রিভেঞ্জ’। এরই প্রেক্ষিতে সম্প্রতি রোশান ও বুবলীর দুইটি ছবি ব্যবহার করে “কোন হল মালিক মাগনা দিলেও নিবে না বুবলীর ‘রিভেঞ্জ'” শীর্ষক শিরোনামে বা তথ্যে অনলাইন ভিত্তিক গণমাধ্যম আরটিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
উক্ত ফটোকার্ড যুক্ত ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “কোন হল মালিক মাগনা দিলেও নিবে না বুবলীর ‘রিভেঞ্জ’” শীর্ষক শিরোনামে বা তথ্যে আরটিভি কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি বরং ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে আরটিভির লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ০৯ জুন, ২০২৪ তারিখের কথা উল্লেখ করা হয়েছে।
উক্ত সূত্র ধরে আরটিভির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এমন দাবি সম্পর্কিত কোনো সংবাদ বা ফটোকার্ড পাওয়া যায়নি। তবে গত ০৯ জুন আরটিভির বিনোদন বিষয়ক ফেসবুক পেজ “RTV Entertainment | বিনোদন” নামের পেজে বুবলী ও রোশানের একই ছবিদ্বয়যুক্ত “শাকিবের ‘তুফান’-কে চোখ রাঙাচ্ছে বুবলীর ‘রিভেঞ্জ’” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড পাওয়া যায়।
Comparison : Rumor Scanner
আলোচিত ফটোকার্ডের শিরোনামের ফন্ট ডিজাইনের সাথে আরটিভির ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের পার্থক্য পরিলক্ষিত হয়। তবে উক্ত ফটোকার্ডের গ্রাফিক্যাল ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডের শিরোনামের প্রথম অংশ ব্যতীত বাকি অংশের হুবহু মিল রয়েছে।
অর্থাৎ, উক্ত ফটোকার্ডটির শিরোনাম এডিট করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে তা সহজেই অনুমেয়।
উক্ত পোস্টের মন্তব্যের ঘরে থাকা প্রতিবেদন থেকে জানা যায়, “ঈদ সিনেমায় নানাভাবেই আলোচিত শাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘তুফান’। সিনেমাটি ঘিরে রেন্টাল জটিলতায় কপালে ভাঁজ পড়েছে প্রদর্শকদের। এর ফলে ‘রিভেঞ্জ’-এ চোখ পড়েছে প্রদর্শক ও বুকিং এজেন্টদের। তাছাড়া, আরটিভির প্রতিবেদন থেকে জানা যায়, সাধারণ সভায় বুকিং এজেন্টরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ইতিমেধ্য ‘তুফান’ নিয়ে যেভাবে রেন্টাল জটিলতা চলছে তাতে অনেকেই শেষ পর্যন্ত হল বুক করবে না। কারণ এখন পর্যন্ত স্লিপ কাটা হয়নি। এ অবস্থায় আমাদের দ্বিতীয় অপসন ‘রিভেঞ্জ’।” মূলত, সেই প্রেক্ষিতে করা সংবাদ এটি।
তাছাড়া, গত ১৩ জুন তারিখে আলোচিত উক্ত ফটোকার্ডসহ মোট তিনটি ফটোকার্ড আরটিভির তৈরি নয় বরং নকল ফটোকার্ড মর্মে নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে নিশ্চিত করে আরটিভি কর্তৃপক্ষ।
মূলত, আসন্ন ঈদে মুক্তির তালিকায় থাকা শাকিব খানের সিনেমা “তুফান” এর রেন্টাল জটিলতায় উদ্বিগ্ন প্রদর্শকরা৷ এর ফলে বুবলী ও রোশান অভিনীত সিনেমা ‘রিভেঞ্জ’-এ চোখ পড়েছে প্রদর্শক ও বুকিং এজেন্টদের। সেই প্রেক্ষিতে “শাকিবের ‘তুফান’-কে চোখ রাঙাচ্ছে বুবলীর ‘রিভেঞ্জ'” শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশ করে মূলধারার গণমাধ্যম আরটিভি। পরবর্তীতে সেই ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে “কোন হল মালিক মাগনা দিলেও নিবে না বুবলীর ‘রিভেঞ্জ’” শীর্ষক তথ্যে বা শিরোনামে প্রচার করা হয়।
সুতরাং, কোন হল মালিক মাগনা দিলেও নিবে না বুবলীর ‘রিভেঞ্জ’ শীর্ষক দাবিতে আরটিভির নামে ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- RTV Entertainment | বিনোদন – Facebook Post
- RTV – শাকিবের ‘তুফান’-কে চোখ রাঙাচ্ছে বুবলীর ‘রিভেঞ্জ’
- RTV – আরটিভির নামে ছড়ানো এই ছবিগুলো নকল
- Rumor Scanner’s own analysis