গত ৩১ জানুয়ারি (শুক্রবার) বিয়ে করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। এরই প্রেক্ষিতে বিটিভি ভবনের সামনে সারজিস আলমের সাথে বোরকা পরিহিত এক নারীর ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, ছবিটি সারজিস দম্পতির।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিটিভি ভবনের সামনে সারজিস দম্পতির ছবি দাবিতে প্রচারিত ছবিটি আসল নয় বরং সারজিস আলমের একটি ছবির সাথে অজ্ঞাত এক নারীর ছবি যুক্ত করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি সারজিস আলমের ফেসবুক অ্যাকাউন্টে তার একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির ব্যাকগ্রাউন্ড ও আনুষঙ্গিক বিষয়বস্তর সাথে আলোচিত ছবিটির মিল খুঁজে পাওয়া যায়। তবে ছবিতে সার্জিস আলমের পাশে কোন নারীর উপস্থিতি নেই।

অর্থাৎ, সারজিস আলমের এই ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
পরবর্তীতে সারজিস আলমের বিয়ের ছবির বিষয়ে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম ঢাকা ট্রিবিউনে এর ওয়েবসাইটে ‘সারজিসের স্ত্রীর ছবি কেন প্রকাশ্যে আসেনি, জানা গেল কারণ’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সারজিসের স্ত্রীর নাম শারমিন আক্তার রাইতা। তিনি একজন পবিত্র কোরআনের হাফেজ। একবোন ও দুই ভাইয়ের মধ্যে হাফেজা রাইতা সবার বড়। সবসময় তিনি পর্দা মেনে চলেন। যার কারণে তার ছবি বা পরিচয় প্রকাশ করা হয়নি।
সুতরাং, বিটিভি ভবনের সামনে সারজিস দম্পতির ছবি দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Md Sarjis Alam – Facebook Post
- Dhaka Post – সারজিসের স্ত্রীর ছবি কেন প্রকাশ্যে আসেনি, জানা গেল কারণ
- Rumor Scanner’s Own Analysis