বৃহস্পতিবার, অক্টোবর 3, 2024
spot_img

একাধিক নারীর সাথে প্রচারিত ছবিগুলো আসিফ মাহমুদের নয়

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে নারীদের আপত্তিকর দৃশ্য দাবিতে একাধিক ছবি এবং মেসেঞ্জারে চ্যাট করার কথিত স্ক্রিনশট সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, একাধিক নারীর সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যক্তিগত মুহূর্তের দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচারিত ছবিগুলো আসল নয় এবং মেসেঞ্জারে চ্যাটের কথিত স্ক্রিনশটগুলোও ভুয়া বরং ইন্টারনেট থেকে ভিন্ন ভিন্ন ব্যক্তির ছবি সংগ্রহ করে সম্পাদনার মাধ্যমে আসিফের মুখ বসিয়ে উক্ত দাবি প্রচার করা হয়েছে। 

ছবি যাচাই: ০১

অনুসন্ধানে Wish নামক পিন্টারেস্টের একটি অ্যাকাউন্টে এ সংক্রান্ত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।

Image Collage: Rumor Scanner

ছবিটি বিশ্লেষণ করে দেখা যায়, ছবিতে যে যুগলকে দেখা যাচ্ছিল তার মধ্যে থাকা পুরুষের চেহারার সাথে আসিফ মাহমুদের চেহারার মিল নেই। তবে ছবিটির পেছনের দেয়াল, দেয়ালের সাথে রাখা কাপড়, আনুষঙ্গিক অন্যান্য বিষয়বস্তুর সাথে আসিফ মাহমুদের ছবি দাবিতে প্রচারিত দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।

ছবি যাচাই: ০২

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ছবি ও ভিডিও শেয়ারিং ওয়েবসাইট স্ক্রলার এ GirlWhatsAppIndia নামক অ্যাকাউন্টে এ সংক্রান্ত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।

Image Collage: Rumor Scanner

ছবিটি বিশ্লেষণ করে দেখা যায়, ছবিতে যে যুগলকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছিল তার মধ্যে ছেলের চেহারার সাথে আসিফ মাহমুদের চেহারার মিল নেই। তবে উক্ত যুগল ছবির পেছনের দেয়াল, বিছানা, আনুষঙ্গিক অন্যান্য বিষয়বস্তুর সাথে আসিফ মাহমুদের ছবি দাবিতে প্রচারিত দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।

ছবি যাচাই: ০৩

অনুসন্ধানে Desi Bomma Lover নামক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ২০২৩ সালের ২২ মে প্রকাশিত পোস্টে এ সংক্রান্ত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।

Image Collage: Rumor Scanner

এই ছবিটিও বিশ্লেষণ করে দেখা যায়, ছবিতে যে যুগলকে দেখা যাচ্ছিল তার মধ্যে ছেলের চেহারার সাথে আসিফের চেহারার মিল নেই। তবে উক্ত যুগল ছবির পেছনের দেয়াল, বিছানার চাদর, আনুষঙ্গিক অন্যান্য বিষয়বস্তুর সাথে আসিফ মাহমুদের ছবি দাবিতে প্রচারিত দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।

আলোচিত দাবিতে প্রচারিত মেসেঞ্জারে চ্যাট করার কথিত স্ক্রিনশটের বিষয়ে অনুসন্ধানে অন্তত দুইটি (, ) স্ক্রিনশটের ছবি ও ভিডিও খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশটগুলো পর্যবেক্ষণ করে কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। প্রথম স্ক্রিনশটে Asif Mahmud উল্লেখ করা এবং অন্যটায় Asif Mahbub উল্লেখ করা। অর্থাৎ, একই গুজব একাধিক ভুয়া অ্যাকাউন্টের স্ক্রিনশটের মাধ্যমে প্রচার করা হয়েছে। 

Screenshot Collage: Rumor Scanner

উল্লেখ্য, আসিফের প্রকৃত নাম আসিফ মাহমুদ এবং তার ফেসবুক অ্যাকাউন্টের নাম Asif Mahmud.

সুতরাং, ইন্টারনেট থেকে সংগৃহীত একাধিক পুরুষের অন্তরঙ্গ মূহুর্তের ছবিকে সম্পাদনা করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের মুখ মণ্ডলের ছবি সংযুক্ত করে তা আসিফের সাথে নারীদের ব্যক্তিগত মূহুর্তের ছবি দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা এডিটেড বা বিকৃত। 

তথ্যসূত্র 

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img