চিন্ময় কৃষ্ণ দাস চট্টগ্রামের কারাগারে পূজা করছে দাবিতে সম্পাদিত ছবি প্রচার

গত ২৫ নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়৷ বর্তমানে তিনি চট্টগ্রাম কারাগারে রয়েছেন এবং আগামী ০২ জানুয়ারি মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এই পরিস্থিতিতে সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের ছবি দাবি করে তিনি কারাগারে পূজা করছেন শীর্ষক দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে৷ 

চিন্ময় কৃষ্ণ

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

একই দাবিতে ইন্সটাগ্রাম পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷  

একই দাবির টিকটক ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি চিন্ময় কৃষ্ণ দাসের চট্টগ্রামের কারাগারে পূজা করার নয় বরং তার পূর্বের একটি ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করার মাধ্যমে ছবিটি তৈরি করা হয়েছে৷ 

এ বিষয়ে অনুসন্ধানে চিন্ময় কৃষ্ণ দাস নামের একটি ফেসবুক পেজে গত ১৯ নভেম্বর তারিখের একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের একটি ছবির সাথে আলোচিত ছবিটির মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

ফেসবুক পোস্টটির তারিখ ও ক্যাপশনে উল্লিখিত ‘মায়ের ৫১ পীটের অন্যতম সীতাকুণ্ডস্থ ভবানী মায়ের মন্দির এবং ভৈরব মন্দির ও বিশ্বনাথ মন্দিরে জগতের সকল শুভ শক্তির মঙ্গল কামনায় পূজা প্রদান ও প্রার্থনা নিবেদন।’ শীর্ষক বিবরণী সূত্রে জানা যায়, ছবিটি গত ১৯ নভেম্বর অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পূর্বের এবং কোনো মন্দিরে ধারণকৃত। 

উক্ত ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ছবিটির উপর কারাগারের ধাতব শিক প্রতিস্থাপন করার মাধ্যমে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে৷ 

তাছাড়া, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে চট্টগ্রামের কারাগারে চিন্ময় কৃষ্ণ দাসের পূজা করার কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি৷ 

সুতরাং, চিন্ময় কৃষ্ণ দাসের চট্টগ্রামের কারাগারে পূজা করার দাবি সংক্রান্ত প্রচারিত ছবিটি সম্পাদিত৷

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img