সম্প্রতি, চলচ্চিত্র নির্মাতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সহধর্মিণী জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ভিডিও দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার নয় বরং, অভিনেত্রী বিদ্যা সিনহা মিমেরএকটি ভিডিওকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে মিমের মুখমণ্ডলের স্থলে তিশার মুখের ছবি বসিয়ে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘একের ক TV’ নামের একটি ফেসবুক পেজে গত ২ অক্টোবর অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ১০ জন বডিগার্ড নিয়ে শোরুম উদ্বোধন করতে আসলেন শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওর বিদ্যা সিনহা মিমের পরিহিত শাড়ি, নেকলেস থেকে শুরু করে কানের দুল পর্যন্ত সবকিছুর সাথে আলোচিত ভিডিওর তিশার পরিহিত পোশাক ও সাজের মিল রয়েছে। পাশাপাশি ভিডিও দুটোর পারিপার্শ্বিক পরিবেশেরও মিল রয়েছে।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Today C News নামের আরেকটি ফেসবুক পেজে গত ২৭ সেপ্টেম্বর শো-রুম উদ্বোধনে এসে বিপাকে পড়লেন বিদ্যা সিনহা মিম শীর্ষক শিরোনামে প্রচারিত আরেকটি ভিডিওর সন্ধান পাওয়া যায়।
ভিডিওটিতেও বিদ্যা সিনহা মিমকে একই পোশাকে দেখতে পাওয়া যায়। এছাড়াও ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, মিম একটি জুয়েলারি শপ উদ্বোধন করতে গেলে সেখানে একজনের ক্যামেরায় আগুন ধরে যায়।
পরবর্তীতে উক্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে গত ১৫ নভেম্বর মিম বললেন, পুরনো ভিডিও নিয়ে গুজব ছড়াচ্ছে শীর্ষক শিরোনাম প্রচারিত একটি প্রতিবেদনের সন্ধান পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, বিদ্যা সিনহা মিমের দুই মাস পুরোনো জুয়েলারি শোরুম উদ্বোধনের একটি ভিডিও সম্প্রতি উগ্রবাদীদের রোষানলে পড়ে মিম পারলার উদ্বোধন করতে পারেননি দাবিতে প্রচার করা হচ্ছে। প্রতিবেদনটিতে মিম জানান, সেদিন এমন কোনো ঘটনা ঘটেনি। মূলত, শোরুম উদ্বােধন করার সময় হঠাৎ জোরে শব্দ হয় এবং ধোঁয়া দেখতে পাওয়া যায়। যা থেকে আগুন লাগার একটি গুজব ছড়িয়ে পড়ে। তাই সেখানে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। তবে পরবর্তীতে জানা যায়, একটি ক্যামেরা বিস্ফোরণ হওয়ায় এমনটা হয়েছিল। সে ঘটনায় মিম কিংবা অন্য কেউ আহত হননি বলেও জানান তিনি।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে প্রথম আলোর প্রতিবেদনে বর্ণিত দাবির ভিডিওটিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওটির সাথেও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। যেখানে মিমের মুখমণ্ডলের পরিবর্তে তিশার মুখমণ্ডলের দৃশ্য প্রতিস্থাপন করা হয়েছে।
সুতরাং, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- একের ক TV Facebook Page: অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ১০ জন বডিগার্ড নিয়ে শোরুম উদ্বোধন করতে আসলেন
- Today C News Facebook Page: শো-রুম উদ্বোধনে এসে বিপাকে পড়লেন বিদ্যা সিনহা মিম
- Prothom Alo Website: মিম বললেন, পুরনো ভিডিও নিয়ে গুজব ছড়াচ্ছে
- একের ক TV Facebook Page: অভিনেত্রী বিদ্যা সিনহা মিম শোরুম উদ্বোধন করতে এসে বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন।
- Rumor Scanner’s Own Analysis