শুক্রবার, সেপ্টেম্বর 22, 2023
spot_img

অভিনেত্রী দিলারা জামানের নামে ফেসবুকে ভুয়া একাউন্ট

সম্প্রতি বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের নামে খোলা একটি ফেসবুক একাউন্ট থেকে দিলারা জামানের অসুস্থতা সহ তার ছবি ব্যবহার করে বিভিন্ন পোস্ট শেয়ার করা হচ্ছে। 

দিলারা জামানের নামে খোলা একাউন্টটি দেখুন এখানে
আর্কাইভ  দেখুন এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, দিলারা জামানের নামে খোলা একাউন্টটি একটি ভুয়া একাউন্ট। প্রকৃতপক্ষে দিলারা জামানের কোনো ফেসবুক একাউন্টই নেই। 

Screenshot: Dilara Zaman Fake Account

একাউন্টটির ট্রান্সফারেন্সি সেকশন বিশ্লেষণ করে দেখা যায়, একাউন্টটি বাংলাদেশ থেকেই পরিচালিত হয় এবং এটি ২০০৫ সালের ১১ জানুয়ারি তৈরি করা হয়েছে। একাউন্টটির ফলোয়ার সংখ্যা ১২ হাজার।

Screenshot: Dilara Zaman Fake Account

পাশাপাশি একাউন্টটির বিভিন্ন পোস্ট বিশ্লেষণ করে দেখা যায়, গত শুক্রবার জুম্মা মুবারক জানিয়ে একটি পোস্ট দিয়ে দিলারা জামানের ছবি ব্যবহার করে লেখা হয়, ‘আজ পবিত্র জুম্মা এবং গরীবের হজ্জের দিন।সবাইকে জুম্মা মোবারক।’

Screenshot: Dilara Zaman Fake Account

গত ২০ ফেব্রুয়ারি প্রয়াত অভিনেত্রী শর্মিলী আহমেদকে নিয়ে একটি পোস্ট দিয়ে লেখা হয়,  ‘শর্মিলী– আজকে তোকে অনেক বেশি মনে পড়ছে। জানি- তুই আমাদের মাঝে নেই কিন্তু তুই যেখানে থাকিস, যেভাবে থাকিস ভালো থাকিস। তোর প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালবাসা।

দিনশেষে আমিও তোর কাছে খুব দ্রুত চলে আসব।’ 

Screenshot: Dilara Zaman Fake Account

আবার ২১ ফেব্রুয়ারি ‘আমার শারীরিক অবস্থা খুব বেশি ভালো নয়। সবাই আমার জন্য দোয়া করিও‘ শীর্ষক একটি পোস্ট দেওয়া হয়। 

Screenshot: Dilara Zaman Fake Account

পোস্টটিতে নায়ক, সাংবাদিক, গায়ক সহ অনেকেই তাঁর সুস্থতা কামনা করে কমেন্টও করেন৷

অভিনেতা ওমর সানী তার ভ্যারিফাইড একাউন্ট থেকে লিখেছেন, ‘দোয়া রইল মা।’
Screenshot: Dilara Zaman Fake Account
চলচ্চিত্র পরিচালক মালেক আফসারী লিখেছেন, ‘দোয়া রইলো। আল্লাহ ভরসা।’
Screenshot: Dilara Zaman Fake Account
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সদস্য সাইফুল আলম বাবু লিখেছেন, ‘ফি আমানিল্লাহ।’
Screenshot: Dilara Zaman Fake Account
সঙ্গীত পরিচালক রাজন সাহা লিখেছেন, ‘প্রিয়মুখ।’
Screenshot: Dilara Zaman Fake Account

পরবর্তীতে অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলোতে গত ২৫ জানুয়ারি ‘ফেসবুকে ভুয়া আইডি খুলে অভিনেত্রী দিলারা জামানকে নিয়ে অপপ্রচার, বিরক্ত অভিনেত্রী‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: Daily Prothom Alo 

প্রতিবেদনটি থেকে জানা যায়, কেবল কমেন্টই নয়, তাঁর ফেসবুকের স্ট্যাটাসগুলো অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, গায়িকা শাকিলা শর্মাসহ বিনোদন অঙ্গনের অনেকের আইডি থেকে শেয়ারও করা হয়েছে।

Screenshot: Facebook
Screenshot: Facebook
Screenshot: Daily Prothom Alo 

এ প্রসঙ্গে প্রতিবেদনটিতে দিলারা জামান বলেন, ‘আমি তো ফেসবুক ব্যবহার করি না। মনে হয় আমার নামে আবার ভুয়া আইডি খুলেছে। সেখানে আমার সম্পর্কে ভ্রান্ত কথাবার্তা প্রচার করছে। আমি তো আল্লাহর রহমতে এখনো সুস্থ আছি। অভিনয় করে যাচ্ছি। কিন্তু কিছু মানুষ আমার সঙ্গে এমন করে যাচ্ছে কেন, বুঝছি না। এ কেমন বদমায়েশি করছে! আমাকে অনেকেই ফোন দিচ্ছে।’

প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, এর আগেও ২০২১ সালে দিলারা জামানের নামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে অনেকে মিথ্যা তথ্য দিয়ে ভক্ত ও সহকর্মীদের বিভ্রান্ত করছিলেন।

মূলত, বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের নামে একটি ফেসবুক একাউন্ট থেকে তাঁর বিভিন্ন ছবি ব্যবহার করে পোস্ট করা হচ্ছে। একাউন্টটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি ২০০৫ সালে তৈরি করা হয়েছে। সম্প্রতি এই একাউন্টটি থেকে তাঁর অসুস্থতার খবর জানিয়ে একটি পোস্টও করা হয়। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, দিলারা জামান নিজেই তার কোনো ফেসবুক একাউন্ট নেই বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এছাড়া তাঁর অসুস্থতার তথ্যটি সত্য নয় বলেও জানান তিনি। 

সুতরাং, বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে পরিচালিত একাউন্টটি ভুয়া এবং ভুয়া একাউন্ট থেকে প্রচারিত তার অসুস্থ হওয়ার দাবিটিওমিথ্যা।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img