সম্প্রতি, ‘ইন্না-লিল্লাহ পুলিশ বিএনপি ভয়াবহ সংঘর্ষ ৬ পুলিশ পিটেয়ে নিহত এইমাত্র’ শীর্ষক থাম্বনেইল সম্বলিত একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হয়েছে।
ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সম্প্রতি পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের কোনো সংঘর্ষে ৬ জন পুলিশ সদস্য নিহত হবার মত ঘটনা ঘটেনি। অধিক ভিউ পাবার আশায় চটকদার থাম্বনেইল ব্যবহার করে ২৮ অক্টোবর পুলিশ ও বিএনপি সংঘর্ষের একটি ভিডিও ফুটেজের সাথে ভিন্ন ভিন্ন ঘটনার ভিডিওকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে ভিত্তিহীনভাবে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। এতে দেখা যায়, ভিডিওটির ইন্ট্রোতে ৪টি ভিডিও দেখানো হয়। প্রথমটিতে DESH TV এর একটি ভিডিও দেখানো হয় যেখানে সংবাদপাঠিকাকে বলতে শোনা যায়, ‘এদিকে একতরফা নির্বাচন বাতিলের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর সকাল-সন্ধ্যা হরতাল চলছে।’ পরবর্তীতে হরতালের ভিডিও দাবিতে দুটো ভিডিও দেখানো হয় যার প্রথমটিতে বাসে আগুন লেগেছে বলে একজন ব্যক্তিকে বলতে শোনা যায়। পরবর্তী ভিডিওতে বিএনপি নেতাকর্মীদের পুলিশ সদস্যদের ধাওয়া করতে দেখা যায়। যার শেষে একজন পুলিশ সদস্যকে আক্রমণ করতেও দেখা যায়। এরপরই DESH TV আরেকটি ভিডিও দেখানো হয় যেটিতে পূর্বের সংবাদপাঠিকাকেই আবার বলতে শোনা যায়, ‘এতে চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।’ এরপরই আলোচিত ভিডিওটির উপস্থাপক পর্দার সামনে আসেন। যার পর তিনি দাবি করেন বিএনপির সকাল-সন্ধ্যা হরতালে ইতিমধ্যে চারজন পুলিশ সদস্য নিহত হয়েছে। সর্বপরি তিনি দর্শকদের উদ্দেশ্যে দুটি ভিডিও দেখান। যার দুটোই সম্প্রতি মোহনগঞ্জ এক্সপ্রেস নামের রেলে দুর্বৃত্তদের আগুনের ঘটনা নিয়ে। এছাড়াও ইন্ট্রোর শেষ ভিডিওটি মূলত উপস্থাপকের দেখানো এই দুটি ভিডিওর দ্বিতীয়টির একটি অংশ কাট করে তৈরি করা হয়েছে। যার সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।
ভিডিও যাচাই ১
আলোচিত ভিডিওটির ইন্ট্রোতে DESH TV এর দেখানো প্রতিবেদনটির সূত্র অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে DESH TV News এর ইউটিউব চ্যানেলে গত ১৯ ডিসেম্বর বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে | BNP Hortal | BNP | Desh TV News শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির ইন্ট্রোতে দেখানো প্রথম ভিডিওর হুবহু মিল রয়েছে।
তবে উক্ত প্রতিবেদনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের কোনো সংঘর্ষের ঘটনার কথা বলা হয়নি।
ভিডিও যাচাই ২
পরবর্তীতে হরতালের ভিডিও দাবিতে দেখানো দুটো ভিডিওর মধ্যে প্রথমটি না পাওয়া গেলেও প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Tareq Shams Mithu নামের একটি ফেসবুক আইডিতে গত ২৯ অক্টোবর রাজারবাগ পুলিশ লাইনে ফেরত যাওয়ার পথে পুলিশ সদস্যদের উপর পরিকল্পিত বর্বরোচিত হামলার ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনা হোক।। শীর্ষক শিরোনামে প্রচারিত পুলিশের উপর হামলার দ্বিতীয় ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের সময় পুলিশের সাথে বিএনপির সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্যরা রাজারবাগ পুলিশ লাইনে ফিরে যাওয়ারকালে উক্ত ভিডিওটি ধারণ করা হয়েছে। যা সাম্প্রতিক সময়ের কোনো সংঘর্ষের ঘটনার ভিডিও নয়।
ভিডিও যাচাই ৩
ইন্ট্রোর শেষ ভিডিও এবং উপস্থাপকের দর্শকদের উদ্দেশ্যে দেখানো শেষ ভিডিওটির সন্ধানে DESH TV লেখাটি ও প্রতিবেদনের বিষয়বস্তুর সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Desh TV News এর ইউটিউব চ্যানেলে গত ১৯ ডিসেম্বর তেজগাঁওয়ে ট্রেনে আগুন: সর্বশেষ যা জানা গেল | Mohanganj Express Fire | News | Desh TV শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির সর্বশেষে দর্শকদের উদ্দেশ্যে উপস্থাপকের দেখানো শেষ ভিডিওর হুবহু মিল রয়েছে।
এছাড়াও ইন্ট্রোর শেষ ভিডিওর সংবাদপাঠিকার ‘এতে চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।’ শীর্ষক অংশটুকুও উক্ত ভিডিওতে খুঁজে পাওয়া যায়।
ভিডিও যাচাই ৪
আলোচিত ভিডিওর শুরুতে দর্শকদের উদ্দেশ্যে উপস্থাপকের দেখানো প্রথম ভিডিওটির সূত্র অনুসন্ধানে ভিডিওটির ডান পাশের উপরের থাকা Channel 24 এর লোগোর সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Channel 24 এর ইউটিউব চ্যানেলে গত ১৯ ডিসেম্বর ৩ বছরের শিশুকে জড়িয়ে ট্রেনের আগুনে পুড়ে ম-র-ল মা-শিশু | Tejgaon | Rail | DMP Commissioner শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওর উপস্থাপকের দেখানো প্রথম ভিডিওটির সাথে উক্ত ভিডিওর হুবহু মিল রয়েছে।
ভিডিওটির শিরোনাম থেকে জানা যায় উক্ত ভিডিওটি মূলত ডিএমপি কমিশনারের মিডিয়াকে দেওয়া একটি বিবৃতির ভিডিও। এছাড়াও পর্যালোচনায় আরও দেখা যায়, ডিএমপি কমিশনার উক্ত বিবৃতিতে গত ১৯ ডিসেম্বর মোহনগঞ্জ এক্সপ্রেস নামক ট্রেনটিতে দেওয়া আগুন এবং এতে নিহত হওয়া শিশু ও মায়ের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তার আলোচনার কোথাও ৬ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার দাবির বিষয়ে কোনো তথ্য কিছু পাওয়া যায়নি।
এছাড়াও প্রাসঙ্গিক নানা কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিশ্বস্ত কোনো সূত্রে সম্প্রতি পুলিশ-বিএনপি সংঘর্ষে ৬ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
মূলত, গত ১৯ ডিসেম্বর নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস নামের একটি ট্রেন রাজধানীর তেজগাঁও স্টেশনে আসলে তাতে দুর্বৃত্তরা আগুন দেয়। যাতে মা ও ৩ বছরের এক সন্তানসহ চারজন যাত্রী নিহত হয়। উক্ত ঘটনা নিয়ে প্রায় সবদেশীয় গণমাধ্যমই সংবাদ প্রকাশ করে। এরই প্রেক্ষিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল Channel 24 এবং Desh Tv এর দুটো প্রতিবেদনের সাথে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের সময় সংঘটিত পুলিশ-বিএনপি সংঘর্ষের একটি ভিডিও এবং ভিন্ন ঘটনার দুটি ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে অধিকতর ভিউ পাবার আশায় ‘ইন্না-লিল্লাহ পুলিশ বিএনপি ভয়াবহ সংঘর্ষ ৬ পুলিশ পিটেয়ে নিহত এইমাত্র’ শীর্ষক থাম্বনেইল ব্যবহার করে কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি’র মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে বিএনপি’র নেতা-কর্মীদের সংঘাতে এক পুলিশ সদস্য নিহত হন।
সুতরাং, পুলিশ-বিএনপি সংঘর্ষে ৬ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- DESH TV News Youtube Channel: (71) বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে | BNP Hortal | BNP | Desh TV News – YouTube
- Tareq Shams Mithu Facebook Account: Video
- DESH TV News Youtube Channel: (71) তেজগাঁওয়ে ট্রেনে আগুন: সর্বশেষ যা জানা গেল | Mohanganj Express Fire | News | Desh TV – YouTube
- Channel 24 Youtube Channel: (71) ৩ বছরের শিশুকে জড়িয়ে ট্রেনের আগুনে পুড়ে ম-র-ল মা-শিশু | Tejgaon | Rail | DMP Commissioner – YouTube
- Rumor Scanner’s Own Analysis