শনিবার, সেপ্টেম্বর 23, 2023
spot_img

কুষ্টিয়ায় একসঙ্গে ৫ সন্তানের জন্মের ঘটনাটি পুরোনো

সম্প্রতি “কুষ্টিয়ায় একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ সাদিয়া” শীর্ষক শিরোনামে একটি সংবাদ কিছু ভূইফোঁড় পোর্টালে প্রকাশের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি ২০২১ সালে ঘটা একটি ঘটনা।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, দেশীয় মূলধারার সংবাদ মাধ্যম ‘banglanews24’ এর ওয়েবসাইটে ২০২১ সালের ২ নভেম্বরে কুষ্টিয়ায় পাঁচ সন্তান জন্ম দিলেন নারী” শীর্ষক শিরোনামে আলোচিত ঘটনাটি নিয়ে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot banglanews24 website

পাশাপাশি উক্ত ঘটনা নিয়ে সে সময়ে দেশীয় মূলধারার একাধিক সংবাদমাধ্যম সংবাদ প্রকাশ করেছিলো। সংবাদমাধ্যমে প্রচারিত এমন কিছু সংবাদ দেখুন এখানে, এখানে,এখানে এবং এখানে

মূলত, ২০২১ সালের ২ নভেম্বরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের সাদিয়া খাতুন নামের এক অন্তঃসত্ত্বা একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন। প্রায় এক বছর পূর্বে কুষ্টিয়ায় ঘটা ঘটনাটি সাম্প্রতিক সময়ে সাল উল্লেখ ব্যতিত ভূইফোঁড় পোর্টালে প্রকাশের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

অর্থাৎ, এক বছর পুরোনো একটি সংবাদকে সাল উল্লেখ ছাড়াই অপ্রাসঙ্গিকভাবে ভূইফোড় অনলাইনে পোর্টালে প্রকাশের মাধ্যমে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Banglanews24: কুষ্টিয়ায় পাঁচ সন্তান জন্ম দিলেন নারী – banglanews24.com 

Rtv News: একসঙ্গে ৫ সন্তানের জন্ম

ইনকিলাব: কুষ্টিয়ায় একসঙ্গে ৫ সন্তানের জন্ম 

মানবজমিন: একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন সাদিয়া

সময় নিউজ: একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন সাদিয়া

নয়া দিগন্তঃ: একইসাথে জন্ম নেয়া ৫ শিশুর মধ্যে আরো ২ জনের মৃত্যু, দুজনের অবস্থা সঙ্কটাপন্ন

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img