একই ফ্রেমে চারটি ভিন্ন যানবাহনের ছবিতে বিমানের দৃশ্যটি এডিটের মাধ্যমে যুক্ত করা

একই ছবিতে চারটি ভিন্ন যানবাহনের (বিমান, ট্রেন, বাস এবং নৌকা) চলার দৃশ্য সম্বলিত একটি ছবি বিগত কয়েক বছর ধরে ফেসবুকে প্রচার হয়ে আসছে। কতিপয় পোস্টের ক্যাপশনে দাবি করা হয়েছে, ছবিতে একই ফ্রেমে চারটি ভিন্ন যানবাহনের দেখা মিলেছে।  

বিমানের দৃশ্য

উক্ত ছবি সম্বলিত চলতি বছরের (২০২৩) ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

উক্ত ছবি সম্বলিত ২০২২ সালের ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

তাছাড়া,  আলোচিত ছবিটি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের ফেসবুক ব্যবহাকারীরা বিভিন্ন সময়ে পোস্ট করেছেন৷ দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভাইরাল এই ছবির মূল ছবিতে বিমানের দৃশ্যটি ছিল না বরং ফটোগ্রাফার নিজেই মূল ছবি প্রকাশের সময় এটিতে বিমানের দৃশ্য যুক্ত করে আলোচিত ছবিটিও প্রকাশ করেন যা পরবর্তীতে বাস্তব দাবিতে প্রচার হয়ে আসছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে ইনস্টাগ্রামে Gopii12868 নামের একটি অ্যাকাউন্টে (ইউজার নেম: aurobindo_sf) ২০২১ সালের ৩০ অক্টোবর প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। 

এই পোস্টে তিনি দুইটি ছবি যুক্ত করেছেন যার প্রথমটিতে আলোচিত ছবিটি রয়েছে। তিনি ক্যাপশনে লিখেছেন, ভারতের বিশাখাপত্তম থেকে এই ছবিতে একসঙ্গে চার ধরণের যানবাহন দেখা যাচ্ছে। তবে বিমানের দৃশ্যটি এই ছবিতে যুক্ত করে দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

Screenshot: Instagram 

একই পোস্টের দ্বিতীয় ছবিটিই তার তোলা মূল ছবি যাতে বিমানের দৃশ্যটি ছিল না। 

Screenshot: Instagram 

মূলত, ২০২১ সালে ইনস্টাগ্রামে Gopii12868 নামের ভারতীয় একটি অ্যাকাউন্ট থেকে একই ফ্রেমে চারটি ভিন্ন যানবাহনের দৃশ্য সম্বলিত একটি ছবি পোস্ট করা হয় যাতে একই ছবিতে বিমান, বাস, ট্রেন, নৌকা দেখা যাচ্ছে। পোস্টকারী জানান, বিমানের দৃশ্যটি ছবিতে ছিল না, এটি তিনি যুক্ত করেছেন। তিনি এ সংক্রান্ত মূল ছবিটিও একই পোস্টে যুক্ত করেন। তবে বিমানসহ ছবিটি পরবর্তীতে বাস্তব দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার হয়ে আসছে।

সুতরাং, এক ফ্রেমে বিমান, বাস, ট্রেন, নৌকার দৃশ্য সম্বলিত ভারতের এই ছবিটি এডিটেড বা বিকৃত। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img