শুক্রবার, মে 23, 2025

শেরে বাংলা এ. কে. ফজলুল হকের ছবি সংবলিত ১০০ টাকার নোটটি আর্টওয়ার্ক, নতুন ব্যাংক নোটের ডিজাইন নয়

সম্প্রতি, “নতুন ব্যাংক নোটের ডিজাইন” ক্যাপশনে শেরে বাংলা এ. কে. ফজলুল হকের ছবি সংবলিত ১০০ টাকার নোটের একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে বাংলাদেশ ব্যাংকের নতুন অফিসিয়াল নোট হিসেবে ধরে প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্য করেছেন। 

ফেসবুকে প্রচারিত উক্ত দাবির কিছু পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

একই দাবিতে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেরে বাংলা এ. কে. ফজলুল হকের ছবি সংবলিত ১০০ টাকার নোটটি বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল কোনো নোট নয়। এটি মূলত একজন শিল্পীর তৈরি একটি আর্টওয়ার্ক, যা তিনি ব্যক্তিগতভাবে নমুনা নোট হিসেবে ডিজাইন করেছিলেন। 

বিষয়টি নিয়ে অনুসন্ধানে একটি ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে একটি মন্তব্য পাওয়া যায়, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী Muhammad Saad Ahmed নামের একটি আইডিকে মেনশন করে ভাইরাল নোটটি তার তৈরি বলে উল্লেখ করেন।

পরবর্তীতে Muhammad Saad Ahmed নামের ফেসবুক আইডিটি অনুসন্ধান করে একটি ফেসবুক পেজে তার তৈরি একটি পাঁচ টাকার নমুনা নোটের ডিজাইন পাওয়া যায়। এছাড়াও, আরও কিছু পোস্ট পাওয়া যায়, যা থেকে প্রতীয়মান হয় যে তিনি একজন অঙ্কন শিল্পী। ফলে ভাইরাল হওয়া নোটটির ডিজাইনও তিনিই করেছেন বিষয়টি আরো কিছুটা নিশ্চিত হওয়া যায়।

Collage: Rumor Scanner 

পরবর্তীতে রিউমর স্ক্যানারের পক্ষ থেকে বিষয়টি জানার জন্য মুহাম্মদ সাদ আহমেদ-এর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন এবং জানান, “ছবির ব্যাংকনোটটি একটি আর্টওয়ার্ক মাত্র। এটি আমি এঁকে ব্যাংকনোট ও মুদ্রা-সংক্রান্ত একটি গ্রুপে পোস্ট করেছিলাম। সেখান থেকে কেউ ছবিটি নিয়ে বিভ্রান্তিকরভাবে ছড়িয়ে দিয়েছে। এটি শুধুই একটি নমুনা ডিজাইন, কোনোভাবেই অফিসিয়াল কিছু নয় এবং এ ধরনের নোট কখনও বাজারে আসবে না।”

তিনি জানান, নোটটি Bangladesh Numismatic Philatelic Antique Platform নামের একটি গ্রুপে আর্টওয়ার্ক হিসেবে পোস্ট করেছিলেন। তবে সেখানে থেকে এটি আসল নোট হিসেবে প্রচার শুরু হলে তিনি পোস্টটি সরিয়ে ফেলেন। ওই গ্রুপে তার আইডি থেকে করা ডাকটিকিটের দুটি আর্টওয়ার্ক পোস্টও পাওয়া যায়।

পরে মুহাম্মদ সাদ আহমেদ আমাদের কাছে তার ব্যক্তিগত ফেসবুক আইডির একটি পোস্টের স্ক্রিনশট পাঠান, যা তিনি বর্তমানে হাইড করে রেখেছেন। স্ক্রিনশটে দেখা যায়, চার দিন আগে আলোচিত নোটটির ছবি যুক্ত করে তিনি লিখেছিলেন: “নমুনা ব্যাংকনোট ডিজাইন (আর্টওয়ার্ক)। ফেস: শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক। সাইজ: 10.5/4.00 ইঞ্চি।”

আমরা তাকে কিছু সময়ের জন্য পোস্টটি পাবলিক করতে অনুরোধ করলে তিনি তা পাবলিক করেন। ফলে আমরা নিজে থেকে পোস্টটির স্ক্রিনশট নিতে এবং এডিট হিস্টোরি পর্যালোচনা করতে সক্ষম হই। এতে দেখা যায়, গত ২৫ এপ্রিল সকালে তিনি এটি নমুনা নোট হিসেবে পোস্ট করেন। এডিট হিস্টোরি থেকে জানা যায়, শুরুতে পোস্টটিতে ‘আর্টওয়ার্ক’ শব্দটি ও সাইজের উল্লেখ ছিল না, তবে তিনি পরে এটি যুক্ত করেন।

Collage: Rumor Scanner 

অর্থাৎ, রিউমর স্ক্যানারের অনুসন্ধানে শেরে বাংলা এ. কে. ফজলুল হকের ছবি সংবলিত সাদা ডিজাইনের ১০০ টাকার নোটটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এক শিক্ষার্থীর তৈরি একটি আর্টওয়ার্ক হিসেবে নিশ্চিত হওয়া যায়।

সুতরাং, শেরে বাংলার ছবি সম্বলিত ১০০ টাকার একটি নোটের ছবি আসল ব্যাংক নোট হিসেবে তুলে ধরে একে নতুন ব্যাংক নোট হিসেবে প্রচার করার বিষয়টি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

  • Facebook Posts and Comments
  • Muhammad Saad Ahmed’s statement and post screenshot 

হালনাগাদ

০১ মে, ২০২৫: একটি গণমাধ্যমেও একই দাবি সম্বলিত প্রতিবেদন নজরে আসায় উক্ত প্রতিবেদনকে দাবি হিসেবে যুক্ত করা হলো।

আরও পড়ুন

spot_img