২০২২ সালে বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাদ্যের অপচয় শীর্ষক ভুল তথ্য গণমাধ্যমে

গত ২৭ মার্চ জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) তাদের খাদ্য অপচয় সূচক প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনের বরাতে দেশের একাধিক গণমাধ্যমের সংবাদে দাবি করা হয়, ২০২২ সালের হিসাব অনুযায়ী বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাদ্যের অপচয় হয়েছে।

খাদ্যের অপচয়

উক্ত দাবিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন সময় টিভি, ডিবিসি নিউজ, নিউজ২৪, চ্যানেল২৪, ভোরের কাগজ, সমকাল, জনকণ্ঠ, আরটিভি, ইনকিলাব, দেশ টিভি, দীপ্ত টিভি (ইউটিউব), বাংলাদেশ প্রতিদিন, যায়যায়দিন, প্রতিদিনের সংবাদ, দেশ রূপান্তর, মানবকণ্ঠ, ডেইলি বাংলাদেশ, অর্থসংবাদ, দৈনিক করতোয়া, বিজনেস বাংলাদেশ, সাম্প্রতিক দেশকাল, নতুন সময়, ঢাকা পোস্ট, ঢাকা প্রকাশ, জাগোনিউজ২৪, গণমুক্তি, বিবার্তা২৪, এবিনিউজ২৪, একুশে সংবাদ, আমার সংবাদ, ঢাকা রিপোর্ট২৪, জনমত, মত ও পথ, স্বাধীন আলো, দৈনিক শিক্ষা, বাংলা ইনসাইডার, জুম বাংলা, বাংলাদেশ টাইমস, স্বদেশ প্রতিদিন, আপন দেশ, তরঙ্গ নিউজ, বাঙ্গি নিউজ, লাইভ২৪বাংলা নিউজপেপার।  

একই দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজসহ ফেসবুকের আরো কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতিসংঘ ২০২২ সালে বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাদ্য নষ্ট হয়েছে জানিয়ে কোনও রিপোর্ট প্রকাশ করেনি বরং তাদের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, বিশ্বে প্রতিদিন ১০০ কোটি জনের খাদ্য নষ্ট হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ২৭ মার্চ প্রকাশিত জাতিসংঘ পরিবেশ কর্মসূচীর এ সংক্রান্ত প্রেস রিলিজ থেকে জানা যাচ্ছে, ২০২২ সালে বিশ্বে দৈনিক ১০০ কোটি জনের মিল বা খাবার নষ্ট করা হয়েছে। সে বছরের পুরোটা সময় প্রায় ১০৫ কোটি টন খাবার নষ্ট হয়েছে। 

এ সংক্রান্ত মূল রিপোর্টেও একই তথ্য উল্লেখ পাওয়া যায়।  

Screenshot: UNEP Report 

খাবার অপচয়ের এই চিত্রকে ‘বৈশ্বিক ট্র্যাজেডি’ হিসেবে ফুড ওয়েস্ট ইনডেক্স শীর্ষক এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, বিশ্বের প্রায় ৭৮ কোটির বেশি মানুষ যখন না খেয়ে আছে, তখন শত কোটি টন খাবার ময়লার ঝুড়িতে ফেলা হচ্ছে।

আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের খবরেও একই তথ্য এসেছে। দেখুন আল জাজিরা, সিএনএন, চায়না ডেইলি।

মূলত, গত ২৭ মার্চ জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) তাদের খাদ্য অপচয় সূচক প্রতিবেদন প্রকাশ করে জানায়, ২০২২ সালে বিশ্বে প্রতিদিন ১০০ কোটি জনের খাদ্য নষ্ট হয়েছে। তবে দেশের একাধিক গণমাধ্যমের সংবাদে দাবি করা হয়, সে বছর বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাদ্যের অপচয় হয়। প্রকৃতপক্ষে, সে বছরের পুরোটা সময় প্রায় ১০৫ কোটি টন খাবার নষ্ট হয়েছে। 

সুতরাং, জাতিসংঘের সাম্প্রতিক এক রিপোর্টে ২০২২ সালে বিশ্বে প্রতিদিন ১০০ কোটি জনের খাদ্য নষ্ট হওয়ার তথ্যকে গণমাধ্যমে বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাদ্য নষ্ট হয়েছে দাবিতে সংবাদ প্রকাশ করা হয়েছে; যা বিভ্রান্তিকর।  

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img