বৃহস্পতিবার, মার্চ 28, 2024
spot_img

সুচির কান্নার পুরনো ছবি ব্যবহার করে গুজব প্রচার

“সেই দিন রোহিঙ্গা মুসলমানদের আর্তনাদে চোখের পানিতে আরশ কেঁপেছিল, এখনো বেশী দিন হয়নি আজ সেই শান্তির নেত্রী অশান্তিতে!! ১৪ দিনের রিমান্ডে! তাই কষ্টে এভাবেই চোখের পানিতে চোখ ভিজে ” এমন শিরোনাম সম্বলিত তথ্য অংসান সুচির একটি ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। এমন কিছু ভাইরাল ফেসবুক পোস্টের আর্কাইভ সংস্করণ দেখুন এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্ট চেক

রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায় উক্ত ছবিটি ‘গেটি ইমেজেস’ এর ওয়েবসাইটে ২০১৭ সালের ১৭ই আগস্ট আপ্লোড করা হয়েছিলো এবং ছবির শিরোনামে লেখা রয়েছে ” মিয়ানমারের রাজ্য কাউন্সেলর অং সান সুচি ইয়াঙ্গুনে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের সাবেক চেয়ারম্যান অং শোয়ের অন্ত্যেষ্টিক্রিয়া বা কুলখানিতে যোগ দেওয়ার পর রওনা হয়েছেন”। গেটি ইমেজের ওয়েবসাইটে প্রকাশিত পোস্ট দেখুন এখানে।

মিয়ানমারসহ আন্তর্জাতিক পর্যায়ে ছবিটি বর্তমানের দাবী করে গুজব ছড়িয়ে পরলে মিয়ানমারের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান এএফপি এবং বুম ইন্ডিয়াও উক্ত গুজবটি ইতিমধ্যে শনাক্ত করেছে।

অর্থাৎ, অংসান সুচির রিমান্ড সম্বলিত তথ্যের সাথে ব্যবহৃত ছবিটি পুরনো এবং বিষয়টি বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: সেই শান্তির নেত্রী আজ অশান্তিতে!! ১৪ দিনের রিমান্ডে!
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img