রাতের আধাঁরে সোনাদীঘির মসজিদ ভেঙ্গে ফেলার তথ্যটি গুজব

“রাতের আধারে ভেংগে ফেলা হলো রাজশাহীর ঐতিহ্যবাহী সোনাদীঘির মসজিদ। আরো চুপচাপ দেখে যান। আর দেরি নয় দেশটা হিন্দুদের রাজত্বে চলে যাবে।”- এই শিরোনামে ৪ টি ছবিসহ একটি পোস্ট ফেসবুকের বিভিন্ন আইডি, পেইজ ও গ্রুপে ভাইরাল করা হচ্ছে। তবে, এই তথ্যটি সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর। এমন একটি পোস্ট দেখুন এখানে৷

এমন তথ্য দিয়ে আরো একটি পোস্ট করা হয়েছে

আর্কাইভ দেখুন এখানে

ফ্যাক্ট চেক

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরীর ঐতিহ্যবাহী সোনাদীঘি এলাকাকে নতুনভাবে সজ্জিত করা হচ্ছে এবং এই প্রকল্পের অধীনে মসজিদসহ বিভিন্ন দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়েছে। এর ই অংশ হিসেবে গত ১৮ সেপ্টেম্বর সোনাদীঘির মসজিদকে স্থানীয় সিটি সেন্টারে স্থানান্তর করা হয়। এরপর ই মসজিদ ভবনটি ভেঙ্গে পুনরায় নির্মাণের কাজ শুরু হয় যা গত ২৫ সেপ্টেম্বর দেশের প্রায় সকল মূলধারার গণমাধ্যমে প্রচার করা হয়েছে। যুগান্তরে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে৷ 

মূলত মসজিদ পুননির্মাণের কাজটিকে রাতের আঁধারে মসজিদ ভেঙ্গে ফেলা হয়েছে বলে প্রচার করে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানো হচ্ছে। অর্থাৎ, রাতের আঁধারে রাজশাহীর ঐতিহ্যবাহী সোনাদীঘির মসজিদ ভেঙ্গে ফেলার তথ্যটি সম্পূর্ণ গুজব ও সাম্প্রদায়িক উস্কানিদায়ক।

[su_box title=”Result” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review:  রাতের আধাঁরে ভেঙ্গে ফেলা হলো রাজশাহীর ঐতিহ্যবাহী সোনাদীঘির মসজিদ
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

আরও পড়ুন

spot_img