নুরের শাস্তির দাবীতে প্লেকার্ড হাতে ভাইরাল ছবিটি সত্য নয়

সম্প্রতি, ফেসবুকের কতিপয় কিছু গ্রুপ ও পেইজে দেখা যায় যে “ধর্ষক নুরুর ফাঁসি চাই”এবং “নুরু গংদের ঢাবি থেকে বহিষ্কার করা হোক” এই উদ্ধৃতিতে নুরুল হক নুরের বিরুদ্ধে প্লেকার্ড হাতে দুই নারী নীরব প্রতিবাদ জানাচ্ছে। এরকম একটি পোস্ট দেখুন এখানে।

ফেসবুকে ভাইরাল হওয়া পোস্ট

 

ফ্যাক্ট চেক:

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে মাদ্রাসার অধ্যক্ষ ও তার সহযোগীরা যৌন নির্যাতন ও হত্যা পরে ২০১৯ সালের ১২ এপ্রিল ঢাকায় বিভিন্ন প্লেকার্ড হাতে নারীরা এই ঘটনাটির প্রতিবাদ করেন। ২০১৯ সালের ২৭ জুন সেই প্রতিবাদ কর্মসূচীর একটি ছবি সংযুক্ত করে VOA News প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি দেখুন এখানে।

VOANews এ প্রকাশিত হওয়া আসল ছবি

ছবিতে প্লেকার্ডের স্পষ্ট লেখা পরিলক্ষিত হয় – ”হারাবো না কখনো” এবং “সিরাজ উদ দৌলার বিচার চাই”। মূলত, পূর্বের ওই ছবিটিকেই এডিট করে সমসাময়িক এই বিষয়টিতে বর্তমানে অপপ্রচার চালানো হচ্ছে ।

অর্থাৎ প্লেকার্ডের মাধ্যমে ধর্ষনের সহযোগী হিসেবে অভিযুক্ত নুরের শাস্তির দাবী বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব ।

[su_box title=”Result” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: নুরের বিরুদ্ধে প্লেকার্ড হাতে দুই নারী নীরব প্রতিবাদ জানাচ্ছে
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

আরও পড়ুন

spot_img