Home Blog Page 875

গুজবঃ ইতালির মানুষ রাস্তায় টাকা ফেলে দিচ্ছে

0

False News

 

Origin Story

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে রাস্তায় টাকা ছিটানোর ছবি দিয়ে বলা হচ্ছে ইতালির রাস্তায় টাকা ছড়িয়ে তারা ইতালিয়ানদের বুঝিয়েছে টাকা থাকলেই কিছু হয় না। টাকা থাকা সত্ত্বেও করোনা থেকে মুক্তি পাচ্ছে না, তাই তারা এভাবে রাস্তায় টাকা ফেলে দিচ্ছে এবং সেগুলো নেওয়ার মতও কেউ নেই। এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব। এই ছবিটি মূলত ভেনিজুয়েলার মুদ্রাস্ফীতির সময়ের ছবি। যেটা আবেগী ক্যাপশন দিয়ে ইতালির বলে ছড়ানো হচ্ছে। বিস্তারিত সকল সোর্স লিংক করা হলো। 

অরজিনাল সোর্স: The Snopes

গুজব: আগামীকাল থেকে সব কল রেকর্ড করা হবে

0

Rumor News

Valid News

আগামীকাল থেকে সকল কল রেকর্ড করা হবে !

বিষয়টি সম্পূর্ণ গুজব !

 

সম্পূর্ণ গুজবটির বাংলা অর্থ নিচে দেয়া হলো :

 

” আগামীকাল থেকে যোগাযোগের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হবে ।

সকল কল রেকর্ড করা হবে

সকল ফোন কলের রেকর্ড সংরক্ষিত করা হবে

হোয়াটস এপ পর্যবেক্ষণ করা হবে

টুইটার পর্যবেক্ষণ করা হবে

ফেসবুক পর্যবেক্ষণ করা হবে

সকল সোশ্যাল মিডিয়া এবং ফোরাম পর্যবেক্ষণ করা হবে

সবার সাথে শেয়ার করুন যারা বিষয়টি জানেনা । ”

 

পাশাপাশি এটাও বলা আছে টেক্সটিতে ” সরকার এবং রাজনৈতিক বিষয় নিয়ে কেউ কোনো ভিডিও ফরোয়ার্ড করবেন না অন্যথায় পুলিশ আপনাকে গ্রেফতার করবে ! ”

 

ম্যাসেজটি পুরোপুরি গুজব এবং এই টেক্সটি ২০১৭ সালে ১৫ এপ্রিল ভারতে ভাইরাল হয়েছিলো এবং ভারতীয় গনমাধ্যম গুলোতেও তখন বিষয়টি গুজব উল্লেখ করে খবর প্রকাশিত হয় ।

 

অর্থাৎ উপরোক্ত বিষয়টি এখন বাংলাদেশে বর্তমান অবস্থাকে কেন্দ্র করে ছড়ানো হলেও এটি সম্পূর্ণ গুজব ।

এই গুজবের আসল উৎস দেখতে এখানে ভিজিট করুন

বৃদ্ধ রিক্সাচালককে সেনাবাহিনীর মারার ভিডিওটি সম্পূর্ণ গুজব !

সেনাবাহিনী বৃদ্ধ একজন রিক্সাচালককে মেরে কোমড় ভেংগে দিয়েছে !

ভিডিওটি সম্পূর্ণ গুজব !

সেনাবাহিনী একজন বৃদ্ধ রিক্সাচালককে মেরে কোমড় ভেংগে দিয়েছে এই মর্মে একটি ভিডিও দুই দিন পূর্বে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পরে, ৪৫ সেকেন্ডের এই ভিডিও ধারণকারী বারবার বৃদ্ধ ব্যক্তিটিকে জিজ্ঞেস করেছিলো সেনাবাহিনী মেরেছে কিনা তবে বৃদ্ধ ব্যক্তিটি তখন ব্যথার কারনে কোনো উত্তর দিতে পারেনি ।

উল্লেখযোগ্য বিষয় এটি যে, ভিডিওটি We Are Bangladesh – WAB নামক একটি ফেসবুক গ্রুপের বদৌলতে ফেসবুকে ছড়িয়ে পরে এবং গ্রুপের এডমিনগন বৃদ্ধ ব্যক্তিটির দায়িত্ব নিতে চান ।
গতকাল বিকেলে WAB গ্রুপের একজন সদস্য বৃদ্ধ ব্যক্তিটির সাথে দেখা করেন এবং তার ভিডিও স্টেটমেন্ট গ্রহন করেন যেখানে বৃদ্ধ ব্যক্তিটি স্পষ্টভাবে স্বীকার করেছেন ” সেনাবাহিনী তাকে মারেনি শুধুমাত্র রিক্সা থামিয়েছিলো , সে দৌড়ে পালাতে গিয়ে পরে যায় এবং কোমরে ব্যথা পায় ! ”
ভিডিওটি WAB গ্রুপের এডমিন তাদের ফেসবুক গ্রুপে গতকাল সন্ধ্যায় পোস্ট করলেও কিছুক্ষন পর ভিডিওটি ডিলিট করে দেন । তবে সেই এডমিনের ফেসবুক আইডির টাইমলাইনের ট্যাগ পোষ্টের এডিট হিস্টোরি থেকে দেখা যায় ” সেনাবাহিনী বৃদ্ধটিকে মারেনি এবং সে পরে গিয়ে ব্যথা পেয়েছিলো এমনটি উল্লেখ রয়েছে ” ।

পরিশেষে WAB গ্রুপ বৃদ্ধ ব্যক্তিটির ১ মাসের সকল ওষুধ ও ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন ।

অর্থাৎ বৃদ্ধটির ভিডিও স্টেটমেন্ট থেকে এটা সম্পূর্ন পরিষ্কার যে সেনাবাহিনীর কেউ তাকে মারেনি এবং সে ভয় পেয়ে দৌড়াতে গিয়েই ব্যথা পেয়েছেন ।

 

প্রথম ভাইরাল হওয়া ভিডিও লিংক : https://www.facebook.com/groups/waball/permalink/1012958932434827/

বৃদ্ধকে খুজে পাওয়া গেছে জানিয়ে পোষ্ট লিংক : https://m.facebook.com/groups/162803430783719?view=permalink&id=1013448105719243

ওয়াব এডমিনের টাইমলাইনে ট্যাগকৃত পোষ্টের লিংক : https://m.facebook.com/story.php?story_fbid=1458396187673112&id=100005082331563

 

FactCheck: আমরা কি কৃষক নাকি? আমরা ছাত্রলীগ! ভিডিওর সত্যতা কতটুকো?

[ngg src=”galleries” ids=”1″ display=”basic_slideshow”]আমরা কি কৃষক নাকি?  

আমরা ছাত্রলীগ !  

সোশ্যাল মিডিয়াতে গতকাল একটি ভিডিও ভাইরাল হয় যেখানে মধ্যবয়সী এক ছেলেকে বলতে দেখা যায় ” আমরা কি কৃষক নাকি? আমরা ছাত্রলীগ ! ” 

পাশাপাশি ” ছাত্রলীগ কি মাইর দেয়না? সামনে দেখামুনি ” এই শব্দে হুমকি ও দিতে দেখা যায় ভিডিওটিতে ।

পুনশ্চ : গতকাল সেনা সদস্যের সাথে দুইজন ছাত্রলীগ কর্মীর লকডাউন অমান্য করে বাইরে বের হওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পরে উপরের ভিডিওটি আপলোড করা হয় । ভিডিওটি আমাদের নজরে আসলে আমরা ভিডিওটির সত্যতা যাচাইয়ের জন্য কাজ করি এবং ভিডিওতে ভাইরাল হওয়া ছেলেটির ফেসবুক আইডি ( Tahsan Mahmud ) খুজে পাই । 

তাহসান মাহমুদ অর্থাৎ সেই ভাইরাল হওয়া ছেলেটির প্রফাইল পর্যবেক্ষণ করে আমরা জানতে পারি ছেলেটি মালয়েশিয়া প্রবাসী এবং এবং ভিডিওটি সে ইচ্ছাকৃতভাবে মজার ছলেই করেছে এবং বিষয়টি সে নিজের আইডিতেই কমেন্ট করে নিশ্চিত করেছে । 

 

ছেলেটির ফেসবুক বায়ো থেকে আমরা সিডিজি নামক একটি গ্রুপের সন্ধান পাই এবং গ্রুপটি ভিজিট করে নিশ্চিত হই যে তাহসান মাহমুদ সিডিজি নামক একটি ট্রল গ্রুপের সক্রিয় সদস্য ।

 

সিডিজি গ্রুপে তার আপলোড করা এমন আরো অনেক ট্রল ভিডিও পাওয়া যায় । 

 

অর্থাৎ শুধুমাত্র বুনো ফ্যান্টাসি এবং ভাইরাল হওয়ার প্রবণতা থেকেই ছেলেটি ভিডিওটি তৈরি করেছিলো এবং ইচ্ছাকৃতভাবেই সেটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে । 

 

বি : দ্র : আমরা কোনো সংগঠনকে ছোট বা বড় দেখানোর জন্য না, শুধুমাত্র ভিডিওটির সত্যতা যাচাই এর জন্য তথ্যগুলো সংগ্রহ করেছি ।

গুজব: করোনা ভাইরাসে কাজী মারুফ এবং তার স্ত্রী

0

Flase News

Valid News

চিত্রনায়ক মারুফ ও তার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত। এটি একটি গুজব। শনিবার সন্ধায় দেশের সময়টিভি সহ মূলধারার আরো কিছু সংবাদ মাধ্যমে পাবলিশড হয় এই সংবাদটি।

তবে তার কিছুক্ষণ পরেই প্রথম আলো সহ আরো কিছু সংবাদ মাধ্যমে আরেকটি নিউজ ভাইরাল হয় যে মারুফ ও তার স্ত্রী সম্পূর্ণ সুস্থ আছেন। এই বিষয়ে আমরা শিল্পি সমিতির সাথে কথা বলে জানতে পারি যে শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করেই আক্রান্ত হওয়ার প্রতিবেদনটি প্রকাশিত হয়। চিত্রনায়ক মারুফ এবং তার স্ত্রী সম্পূর্ণ সুস্থ আছে বলে মারুফ নিজেই নিশ্চিত করেছেন।

করোনা থেকে মুক্তির জন্য ২৫ হাজার কোটি টাকা চাওয়া যুবক আটক

0

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য ২৫ হাজার কোটি টাকা চেয়ে ভিডিও বার্তা দেয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সেই যুবককে আটক করেছে পুলিশ।

আটক শ্রাবণ (২৫) উপজেলার নোয়াগাঁও গ্রামের আশিক মিয়ার ছেলে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নোয়াগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

 

দুদিন আগে ফেসবুকে শ্রাবণের একটি ভিডিও বার্তা ভাইরাল হয়। সেই ভিডিওতে শ্রাবণ নিজেকে বিজ্ঞান বিভাগের ছাত্র দাবি করে বলেন, তিনি গবেষণায় পেয়েছেন; কীভাবে বাংলাদেশকে করোনাভাইরাস থেকে মুক্ত করতে পারবেন। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বকে থেকে তিনি করোনাভাইরাস থেকে মুক্ত করতে পারবেন।

 

ভিডিও বার্তায় বাংলাদেশকে করোনাভাইরাস থেকে মুক্ত করার বিনিময়ে ২৫ হাজার কোটি টাকা এবং বিশ্বকে মুক্ত করার জন্য এক লাখ কোটি টাকা দাবি করেন শ্রাবণ। এটিকে ‘ডিল’ উল্লেখ করে যোগাযোগ করার জন্য নিজের মুঠোফোন নম্বরও দেন তিনি।

শ্রাবণের এই ভিডিও ভাইরাল হয় ফেসবুকের বিভিন্ন গ্রুপে। অনেকেই তাকে গ্রেফতার করার দাবি জানান পুলিশের কাছে। এর প্রেক্ষিতে শুক্রবার রাতে শ্রাবণের বাড়িতে অভিযান চালিয়ে সরাইল থানা পুলিশ তাকে আটক করে।

 

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মাসুদ রানা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রাবণকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী উদ্দেশ্য নিয়ে সে এই ঘটনা ঘটিয়েছে সেটি খতিয়ে দেখা হবে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

গুজব: স্ত্রীর ও বাচ্চার সাথে করোনা আক্রান্ত ইন্দোনেশিয়ার ডাক্তার গেট থেকেই শেষ দেখা করে

0

False News

Valid News

ইন্দোনেশিয়ান ডক্টর হাদিও আলি মারা যাওয়ার পূর্বে পরিবারের সাথে এভাবেই দেখা করেন । এই খবরটি সম্পূর্ণ গুজব এবং ভিত্তিহীন। সোশ্যাল মিডিয়াতে হৃদয়বিদারক ক্যাপশন ব্যবহার করে ডক্টর হাদিও আলির (যিনি ২২ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন) ছবির সাথে এক ব্যক্তির গেটের বাইরে দারিয়ে থাকা ছবি সংযুক্ত করে বলা হচ্ছে ডক্টর হাদিও আলি মারা যাওয়ার আগে তার বাচ্চা এবং গর্ভবতী স্ত্রীকে এভাবেই শেষবারের মত দেখছিলেন। এটি সম্পূর্ণ মনগড়া একটি বিষয় যা টুইটার এবং ফেসবুকের মাধ্যমে ভাইরাল হয় । বিষয়টির সত্যতা যাচাই করতে Hadio Ali Neurologist লিখে গুগলে সার্চ করলেও বিস্তারিত আর্টিকেল পেয়ে যাবেন।

গুজব: কালোজিরা খেলে চলে যাবে করোনা ভাইরাস

0

False News

Valid News

থানকুনি পাতার পর এবার করোনা ভাইরাস ইস্যুতে নতুন গুজব। লং,কালোজিরা, আদা এবং গোলমরিচ একসাথে মিশিয়ে খেলে করোনা আক্রান্ত রোগী সুস্থ হবে যা আজকে জন্মগ্রহন করে আজকেই মারা যাওয়ার পূর্বে এক শিশু বলে গেছে, ঘটনাটি গাইবান্ধা জেলার রাজবাড়ীতে ঘটেছে বলে একটি আইডি থেকে পোষ্ট হয়ে ভাইরাল হয়ে যায় । আমাদের পর্যালোচনায় বিষয়টি পুরোপুরি গুজব এবং ভিত্তিহীন এবং এলাকাবাসীর নিকট খোজ নিয়ে এমন কোনো বাচ্চা জন্মগ্রহনের পর কথা বলার বিষয়ে কোনো সত্যতা পাওয়া যায়নি।

গুজব: করোনামুক্তিতে ডেটল খাওয়ালেন চার্চের পাস্তুর, ৫৯ জনের মৃত্যু

0

করোনামুক্তিতে ডেটল খাওয়ালেন চার্চের পাস্তুর, ৫৯ জনের মৃত্যু” শীর্ষক একটি সংবাদ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর ফেসবুকে ভাইরাল হয়েছে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, করোনা ঠেকাতে চার্চের ডেটল খেয়ে ৫৯ জনের মৃত্যুর সংবাদটি গুজব।

কেনিয়ান রিপোর্ট নামের একটি পোর্টালের প্রতিবেদনের বরাতে উক্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। তবে অনুসন্ধানে করোনার জন্য ডেটল পান করে ৫৯ জনের মৃত্যুর সংবাদের কোনো সত্যতা পাওয়া যায়নি। বরং দেখা যায় ঐ সংবাদের সাথে যে ছবি ব্যবহার করা হয়েছে সেটি ২০১৬ সালের পুরোনো ছবি। মূলত পুরোনো ঘটনার ছবি ব্যবহার করে করোনার সাথে জুড়িয়ে প্রচার করা হয়েছে। যে প্যাস্টরের নাম ও ছবি ৫৯ জনের মৃত্যুর ভুয়া খবরটিতে ব্যবহার করা হয়েছে তার বিরুদ্ধে অতীতে রোগ নিরাময়ে ডেটল খাওয়ানোর অভিযোগের প্রতিবেদন পাওয়া যায়। তবে ঔ ডেটল পান করার পুরোনো ঘটনার সাথে ৫৯ জনের মারা যাওয়ার প্রমাণ পাওয়া যায়নি। তাই ৫৯ জনের মারা যাওয়ার বিষয়টি ভুয়া। 

সুতরাং, করোনা থেকে বাঁচতে ডেটল পান করে ৫৯ জনের মৃত্যুর সংবাদটি গুজব।

গুজব: হাসিয়ে আলোচিত ইরানের সেই মেয়ে করোনা ভাইরাসে আক্রান্ত

0

False News

Valid News

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু পেজ থেকে একটি অসুস্থ শিশুর ভিডিও ভাইরাল করে যেখানে হাসি দিয়ে আলোচিত ইরাকের মেয়ে Anahita Hasheminejad করোনা ভাইরাস (nCovid-19) আক্রান্ত। এই তথ্যটি সম্পুর্ণ গুজব এবং ভিত্তিহীন। তার অফিশিয়াল ইন্সটাগ্রাম একাউন্ট থেকে জানা যায় সে সুস্থ আছে এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। এবং অসুস্থ হওয়া সেই মেয়েটি তার সঙ্গে চেহারার মিল থাকলেও সেটি আনাহিতা নয়। Anahita Hasheminejad এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

মেয়েটির ইনস্টাগ্রাম লিংক: anahita hasheminejad